Amit Shah UP Visit: মুখ্যমন্ত্রী হিসেবে চাই আদিত্যনাথকেই! জয়ের ব্লু-প্রিন্ট তৈরি করতে যোগীরাজ্যে ‘শাহি’ সফর

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 11, 2021 | 8:21 AM

Amit Shah to Discuss Election Strategy: সম্প্রতিই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসন্ন নির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাসী বলেই জানিয়েছেন। তিনি জানান, ২০২২ সালের বিধানসভা নির্বাচনেও দারুণ ফল করবে বিজেপি এবং ৩০০-রও বেশি আসনে নিশ্চিতভাবে জয়লাভ করবে।

Amit Shah UP Visit: মুখ্যমন্ত্রী হিসেবে চাই আদিত্যনাথকেই! জয়ের ব্লু-প্রিন্ট তৈরি করতে যোগীরাজ্যে শাহি সফর
উত্তর প্রদেশ সফরে অমিত শাহ। ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: আর কয়েকটা মাসের অপেক্ষা, তারপরই দিতে হবে বড় পরীক্ষা। উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন(Uttar Pradesh Assembly Election 2022)-কে বড় চ্যালেঞ্জ হিসাবে দেখেই কোমর বেঁধে প্রস্তুতিতে নেমে পড়েছে বিজেপি (BJP)। আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে এ বার দু’দিনের সফরে উত্তর প্রদেশে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। দলীয় সূত্রে খবর, দু’দিনের এই সফরে তিনি আসন্ন নির্বাচনে দলের প্রচার পরিকল্পনা নিয়েই আলোচনা করবেন।

করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় গঙ্গায় দেহ ভাসাকে কেন্দ্র করে কিছুটা চাপে পড়তে হয়েছিল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(Yogi Adityanath)-কে। দূরত্ব তৈরি হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও। কিন্তু প্রিয়জনের উপর কতদিনই বা আর রাগ করে থাকা যায়! নির্বাচনের সময় এগিয়ে আসতেই পুরনো ক্ষোভ-দুঃখ ভুলে আবার একত্রিতভাবে মুখ্যমন্ত্রীর দৌড়ে যোগী আদিত্যনাথকেই তুলে ধরা হয়। নির্বাচনের ১০০ দিন আগে থেকেই রাজ্যজুড়ে প্রচার কর্মসূচিও শুরু হয়ে গিয়েছে। এবার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতেই দুই দিনের জন্য উত্তর প্রদেশ সফরে যাচ্ছেন অমিত শাহ।

শুক্রবার বারাণসীর দীনদয়াল হস্তকলা সংকুলে দলীয় বৈঠকের ডাক দিয়েছেন অমিত শাহ। মূলত নির্বাচনী পরিকল্পনা ও দলের প্রস্তুতিই খতিয়ে দেখবেন তিনি। বারাণসীর সমস্ত মন্ত্রীদের এই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী তথা উত্তর প্রদেশের নির্বাচনী পর্যবেক্ষক ধর্মেন্দ্র প্রধান এবং বিজেপি নেতা সুনীল বনসল ও স্বতন্ত্র দেব সিংও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। টানা চার ঘণ্টা ধরে এই বৈঠক চলবে।

সম্প্রতিই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসন্ন নির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাসী বলেই জানিয়েছেন। তিনি জানান, ২০২২ সালের বিধানসভা নির্বাচনেও দারুণ ফল করবে বিজেপি এবং ৩০০-রও বেশি আসনে নিশ্চিতভাবে জয়লাভ করবে। মুখ্যমন্ত্রী হিসাবে যে যোগী আদিত্যনাথই তাদের একমাত্র পছন্দ, সে কথা জানিয়ে তিনি বলেন, “যদি ২০২৪ সালে আপনারা প্রধানমন্ত্রী পদে পুনরায় নরেন্দ্র মোদীকেই বসাতে চান, তবে ২০২২ সালে যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিন। আমরা একসঙ্গে মিলে উত্তর প্রদেশকে এক নম্বর রাজ্যে পরিণত করব। উত্তর প্রদেশের সমর্থন ছাড়া কেন্দ্রে সরকার থাকতে পারে না। ২০১৪ ও ২০১৯ সালে নরেন্দ্র মোদীর সরকারকে বেছে নেওয়ার কৃতিত্বও উত্তর প্রদেশের মানুষদেরই।”

৪০৩ আসনের বিধানসভা নির্বাচনে ২০১৭ সালে বিজেপি ৩১২টি আসনে জয়লাভ করেছিল। এ বার কমপক্ষে ৩৫০-রও বেশি আসন পাবে বিজেপি, এমনটাই বারংবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

দলীয় সূত্রে খবর, কাশীর মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পাশাপাশি দু’দিনের সফরের মধ্যেই উত্তর প্রদেশের পূর্বভাগেও সফরে যাবেন অমিত শাহ। বারাণসী ও গোরক্ষপুর ছাড়াও তিনি আজ়মগঢ়ে যাবেন, যা সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদবের গঢ় হিসাবে পরিচিত।  এছাড়াও তিনি সর্বভারতীয় ভাষা সম্মেলনেও যোগদান করবেন বলে জানা গিয়েছে। শিব হর্ষ কলেজে তার একটি জনসভার আয়োজন করা হবে বলেও জানা গিয়েছে।
Next Article