লখনউ: আজ থেকেই শুরু হচ্ছে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Election 2022)। দেশের বৃহত্তম রাজ্যের গদি দখলের লড়াইয়ে নামছে বিজেপি, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, কংগ্রেস সহ একাধিক দল। করোনা সংক্রমণের কারণে এবারের নির্বাচনী প্রচারে বেশ কিছু কাটছাঁট করা হয়েছিল। তবে প্রচার থেকে সম্পূর্ণরূপেই দূরে ছিলেন বহুজন সমাজ পার্টির প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী(Mayawati)। প্রচার থেকে দূরত্ব বজায় রাখলেও, প্রথম দফার ভোটগ্রহণের আগেই ভোটারদের উদ্দেশে বার্তা দিলেন বহুজন সমাজ পার্টি(Bahujan Samaj Party)-র নেত্রী। জনতার কাছে তাঁর অনুরোধ, কোনও রাজনৈতিক দলের বড় বড় নির্বাচনী প্রতিশ্রুতির উপর যেন ভরসা না করেন।
একইসঙ্গে দলের হয়ে প্রচারে মায়াবতী বলেন, “সাধারণ মানুষের এটা মাথায় রাখা উচিত যে একমাত্র বহুজন সমাজ পার্টিই তাদের হিংসামুক্ত ও দাঙ্গামুক্ত সরকার দিতে পারে, যা রাজ্য়ে কর্মসংস্থান তৈরি ও উন্নয়নও নিশ্চিত করবে।”
বিজেপি, কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে একসঙ্গে আক্রমণ করে মায়াবতী বলেন, “বহুজন সমাজের কোটি কোটি মানুষ এবং সমাজে উচ্চ শ্রেণির মানুষেরা বিজেপি, সপা ও কংগ্রেসের জনগণ বিরোধী মনোভাব-আচরণ দেখেছে। তাদের এই কথা কখনও ভোলা উচিত নয়। সাধারণ মানুষের দুরাবস্থার জন্য এই সমস্ত দলগুলিই দায়ী।”
বহুজন সমাজ পার্টি যদি ফের একবার ক্ষমতায় আসে, তবে সাধারণ মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন আনা হবে এবং বিজেপির শাসনকালে যে দুঃখ-কষ্ট ও লড়াই করতে হয়েছে, তা থেকে মুক্তি মিলবে, এমনটাই জানান মায়াবতী। বিএসপি সুপ্রিমো এই বিষয়ে বলেন, “উত্তর প্রদেশের কোটি কোটি মানুষ দারিদ্রতা, বেকারত্ব, মুদ্রাস্ফীতির মতো সমস্যায় ভুগছেন এবং একটি সুষ্ঠ জীবনযাত্রার জন্য পরিযায়ী শ্রমিকের মতো ঘুরে বেড়াচ্ছেন। রাজ্য ও কেন্দ্রে বিজেপির জাতপাতের রাজনীতির জন্যও সাধারণ মানুষদের ভুগতে হচ্ছে। সাধারণ মানুষেরা নিশ্চিত যে বিএসপি ক্ষমতায় এলে তাদের এই সমস্ত সমস্যা থেকে মুক্তি দেবে এবং সুদিন ফিরিয়ে আনবে।”
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
লখনউ: আজ থেকেই শুরু হচ্ছে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Election 2022)। দেশের বৃহত্তম রাজ্যের গদি দখলের লড়াইয়ে নামছে বিজেপি, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, কংগ্রেস সহ একাধিক দল। করোনা সংক্রমণের কারণে এবারের নির্বাচনী প্রচারে বেশ কিছু কাটছাঁট করা হয়েছিল। তবে প্রচার থেকে সম্পূর্ণরূপেই দূরে ছিলেন বহুজন সমাজ পার্টির প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী(Mayawati)। প্রচার থেকে দূরত্ব বজায় রাখলেও, প্রথম দফার ভোটগ্রহণের আগেই ভোটারদের উদ্দেশে বার্তা দিলেন বহুজন সমাজ পার্টি(Bahujan Samaj Party)-র নেত্রী। জনতার কাছে তাঁর অনুরোধ, কোনও রাজনৈতিক দলের বড় বড় নির্বাচনী প্রতিশ্রুতির উপর যেন ভরসা না করেন।
একইসঙ্গে দলের হয়ে প্রচারে মায়াবতী বলেন, “সাধারণ মানুষের এটা মাথায় রাখা উচিত যে একমাত্র বহুজন সমাজ পার্টিই তাদের হিংসামুক্ত ও দাঙ্গামুক্ত সরকার দিতে পারে, যা রাজ্য়ে কর্মসংস্থান তৈরি ও উন্নয়নও নিশ্চিত করবে।”
বিজেপি, কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে একসঙ্গে আক্রমণ করে মায়াবতী বলেন, “বহুজন সমাজের কোটি কোটি মানুষ এবং সমাজে উচ্চ শ্রেণির মানুষেরা বিজেপি, সপা ও কংগ্রেসের জনগণ বিরোধী মনোভাব-আচরণ দেখেছে। তাদের এই কথা কখনও ভোলা উচিত নয়। সাধারণ মানুষের দুরাবস্থার জন্য এই সমস্ত দলগুলিই দায়ী।”
বহুজন সমাজ পার্টি যদি ফের একবার ক্ষমতায় আসে, তবে সাধারণ মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন আনা হবে এবং বিজেপির শাসনকালে যে দুঃখ-কষ্ট ও লড়াই করতে হয়েছে, তা থেকে মুক্তি মিলবে, এমনটাই জানান মায়াবতী। বিএসপি সুপ্রিমো এই বিষয়ে বলেন, “উত্তর প্রদেশের কোটি কোটি মানুষ দারিদ্রতা, বেকারত্ব, মুদ্রাস্ফীতির মতো সমস্যায় ভুগছেন এবং একটি সুষ্ঠ জীবনযাত্রার জন্য পরিযায়ী শ্রমিকের মতো ঘুরে বেড়াচ্ছেন। রাজ্য ও কেন্দ্রে বিজেপির জাতপাতের রাজনীতির জন্যও সাধারণ মানুষদের ভুগতে হচ্ছে। সাধারণ মানুষেরা নিশ্চিত যে বিএসপি ক্ষমতায় এলে তাদের এই সমস্ত সমস্যা থেকে মুক্তি দেবে এবং সুদিন ফিরিয়ে আনবে।”
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা