দেশের বৃহত্তম রাজ্যে শুরু হচ্ছে ভোটযুদ্ধ। আজ, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন। সাত দফার এই নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ পর্ব আজ । মোট ১১টি জেলায় ৫৮টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। জাতীয় নির্বাচন কমিশনের যাবতীয় কোভিড বিধি মেনেই সকাল ৭টা থেকে এই কেন্দ্রগুলিতে ভোট গ্রহণ শুরু হবে, চলবে সন্ধে ৬টা অবধি।
প্রথম দফার ৫৮ টি কেন্দ্রের মধ্যে ৯ টি সংরক্ষিত। ৩৭ টি কেন্দ্র রয়েছে জাট অধ্যুষিত পশ্চিম উত্তর প্রদেশে। বাকি ২১ টি বিধানসভা কেন্দ্র দোয়াব অঞ্চলের মধ্যে পড়ছে। প্রথম দফার নির্বাচনে যে কেন্দ্রগুলি বিশেষ উল্লেখযোগ্য, সেগুলি হল শামলি, মুজাফফরনগর, মিরাট, বাগপত, গাজিয়াবাদ, হাপুর, গৌতম বুদ্ধ নগর, বুলন্দশহর, আলিগড়, আলিগার্গ, মথুরা এবং আগ্রা। মোট ৬২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রথম দফার নির্বাচনে। উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে প্রধান লড়াই বিজেপি বনাম সমাজবাদী পার্টির। এছাড়াও কংগ্রেস, বহুজন সমাজ পার্টি, রাষ্ট্রীয় লোক দল, শিবসেনাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। উত্তর প্রদেশ নির্বাচনে যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-
উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে উন্মাদনা থাকলেও প্রথম দফার ভোটের দিন ভোট শতাংশ সন্তোষজনক নয় বলেই মনে করা হচ্ছে। এদিন বিকেল ৫ টা অবধি ৫৭.৭৯ শতাংশ ভোট পড়েছে। এদিন বিকেল ৬ টায় ভোট প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। ভোটকর্মীরা ইতিমধ্যেই ইভিএম সিল করে স্ট্রং রুমের পথে রওনা করে দিয়েছেন।
প্রথম দফার ভোটে ভোট দিতে পারলেন অখিলেশ যাদবের জোটসঙ্গী আরএলডি দলের নেতা জয়ন্ত চৌধুরি। তিনি মথুরা বিধানসভা কেন্দ্রের ভোটার। নির্বাচনী সভা থাকার কারণে সন্ধে ৬ টার মধ্য ভোট কেন্দ্র পৌঁছতে পারেনি জয়ন্ত, এমনটাই জানা গিয়েছে।
ধীর গতিতে ভোট প্রক্রিয়ার অভিযোগ তুলেছে সমাজবাদী পার্টি। তাদের দাবি গাজিয়াবাদের লনি বিধানসভা কেন্দ্রের ৯৩, ৯৪ ও ৯৫ নম্বর ওয়ার্ডে ভোটদান ধীর গতিতে হয়েছে। এর জন্য তারা কমিশনকে দায়ী করেছেন। ধীর গতি ভোট দানের কারণে অনেক মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি বলেই অভিযোগ সমাজবাদী পার্টির।
উত্তর প্রদেশের প্রথম দফার নির্বাচনে বেলা গড়াতে কিছুটা বাড়ল ভোটের হার। দুপুর তিনটে অবধি মোট ৪৮.২৪ শতাংশ ভোট পড়েছে বলে জানা গিয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অনুকরণে সাজ-সজ্জা করে নয়ডার সেক্টর ১১-এ এক বুথে ভোট দিলেন রাজু কোহলী নামক এক যুবক।
#WATCH | Raju Kohli, a youth dressed as CM Yogi Adityanath arrived at a polling booth in Sector 11 of Noida to cast his vote for #UttarPradeshElections2022 pic.twitter.com/3o5gTH6b3q
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 10, 2022
আগ্রার বাহ বিধানসভা কেন্দ্রে ৯৪ নং বুথে কাউকে ভোট দিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ সমাজবাদী পার্টির। টুইট করে নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে অভিযোগ জানানো হয়েছে।
आगरा की बाह विधानसभा-94 में
बूथ जैदपुर में किसी को वोट डालने नहीं दिया जा रहा है।संज्ञान ले सुचारू एवं निष्पक्ष मतदान सुनिश्चित करे चुनाव आयोग।@ECISVEEP @ceoup #UttarPradeshElections2022
— Samajwadi Party (@samajwadiparty) February 10, 2022
প্রথম দফার নির্বাচনেই বিভিন্ন কেন্দ্রে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ সমাজবাদী পার্টির। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখে তারা অভিযোগ জানিয়েছেন।
चुनाव आयोग कृपया संज्ञान ले @ECISVEEP @DmMeerut pic.twitter.com/p7DuK7ALH7
— Samajwadi Party (@samajwadiparty) February 10, 2022
উত্তর প্রদেশে প্রথম দফার নির্বাচনে দুপুর একটা অবধি মোট ৩৫.০৩ শতাংশ ভোট পড়ল। জেলা ভিত্তিক ভোটের হারে সবথেকে বেশি ভোট পড়েছে শামলীতে। সেখানে দুপুর একটা অবধি ৪১ শতাংশ ভোট পড়েছে। এরপরে রয়েছে মুজাফ্ফরনগর, সেখানে ৩৫ শতাংশ ভোট পড়েছে।
মুজাফ্ফরনগরের ৩৬২ নম্বর বুথে পোলিং এজেন্টরাই ভোট দিচ্ছেন বলে অভিযোগ করল সমাজবাদী পার্টি। নির্বাচন কমিশন ও জেলা প্রশাসনকে এই বিষয়ে নজর দেওয়ার আবেদন জানিয়েছেন তারা।
मुजफ्फरनगर जिले की खतौली विधान सभा 15, बूथ नंबर 362 पर पोलिंग पार्टी के लोग खुद ही मतदान कर रहे हैं। चुनाव आयोग और जिला प्रशासन संज्ञान लेते हुए सुचारू मतदान कराने की कृपा करें। @ECISVEEP @DmMuzaffarnagar
— Samajwadi Party (@samajwadiparty) February 10, 2022
মিরাটের কিঠৌর বিধানসভা কেন্দ্রের ভাদৌলি গ্রামে ভুয়ো ভোট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সমাজবাদী পার্টি ও বিজেপি সমর্থকদের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হওয়ার খবর মিলছে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষও হয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠি নিয়ে তাড়া করে। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ওই অঞ্চলে।
উত্তর প্রদেশ নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ পর্বে একাধিক কেন্দ্রে ইভিএম খারাপ হয়ে যাওয়ার অভিযোগ উঠছে। এই বিষয় নিয়ে মজা করে আরএলডি নেতা জয়ন্ত চৌধুরী বলেন, “ইভিএম খারাপ হয়ে যাওয়ার অভিযোগ আসছে। মনে হচ্ছে রাজ্যের যুবক ও কৃষকরা রাগের বশে বোতাম টিপছেন। আপনাদের অনুরোধ করছি, এত জোরে নয়, বরং ভালবাসার সঙ্গে জোটের পক্ষে বোতাম টিপুন।”
EVM की ख़राब होने की शिकायतें आ रहीं हैं।
लगता है युवा और किसान पूरे ग़ुस्से में बटन दबा रहे हैं!!
आपसे निवेदन है इतने ज़ोर से नहीं, गठबंधन के पक्ष में प्यार से बटन दबाएँ!! ?
— Jayant Singh (@jayantrld) February 10, 2022
মুজাফ্ফরনগরের একটি কেন্দ্রে ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সঞ্জীব বালান। তিনি ভোট দিয়ে বেরিয়ে এসে বলেন, “আগে এই এলাকাটা দুষ্কৃতীদের রাজধানী ছিল। বর্তমানে এখানে আইন-শৃঙ্খলা ব্য়বস্থা রয়েছে। মাফিয়ারাজ বিদায় নিয়েছে।”
Union Minister Dr. Sanjeev Balyan casts his vote in Muzaffarnagar, Uttar Pradesh
Earlier, this area used to be called the crime capital. Today, there is law and order and development, mafia raj has ended, he says. pic.twitter.com/L7gw9alyyD
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 10, 2022
সকালেই শোনা গিয়েছিল যে, শামলির বেশ কয়েকটি বুথে ইভিএম মেশিনে সমস্যা হচ্ছে। সঙ্গে সঙ্গে তা বদলে দেওয়া হয়। বেলা গড়াতেই ৫৮টি কেন্দ্রের মধ্যে সবথেকে বেশি শতাংশ ভোট পড়ল শামলি কেন্দ্রেই। সেখানে সকাল ১১টা অবধি ২২.৮৩ শতাংশ ভোট পড়েছে।
সকাল থেকেই শুরু হয়েছে উত্তর প্রদেশে প্রথম দফার ভোট গ্রহণ পর্ব। সকাল ১১টা অবধি মোট ২০ শতাংশ ভোট পড়েছে বলে জানা গিয়েছে।
আজ থেকে শুরু হয়েছে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন। প্রথম দফার ভোট গ্রহণ পর্বে সকাল থেকেই ভোটারদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
দাদরি কেন্দ্রের একটি বুথ থেকে ভোট দিলেন এক মহিলা। ছবি:PTI
নির্বাচন কমিশন সূত্রে খবর, উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটপর্বে সকাল ৯টা অবধি ভোট পড়েছে ৭.৯৩ শতাংশ।
প্রথম দফার ভোট গ্রহণ পর্ব শুরু হতেই টুইট করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এদিন তিনি টুইটে লেখেন, ,”উত্তর প্রদেশের নতুন স্লোগান: উন্নয়নই মতাদর্শ হোক।”
न्यू यूपी का नया नारा :
विकास ही विचारधारा बने!
— Akhilesh Yadav (@yadavakhilesh) February 10, 2022
একদিকে আজ বিয়ে, অন্যদিকে ভোটও রয়েছে আজই। তাই বিয়ের পোশাকেই মুজাফ্ফরনগরের একটি বুথে ভোট দিতে এলেন বর-বধূ। পাত্র বলেন, “প্রথমে মত, তারপর স্ত্রী, তারপর বাকি সমস্ত কাজ।”
#WATCH | "Pehle matdaan, uske baad bahu, uske baad sab kaam," says Ankur Balyan, a bridegroom who had come to cast his vote at a polling booth in Muzaffarnagar ahead of his wedding today.#UttarPradeshElections2022 pic.twitter.com/KaYsv5s2Bb
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 10, 2022
অবশেষে শুরু মহারণ। করোনাবিধি মেনে উত্তর প্রদেশে শুরু হয়ে গেল প্রথম দফার নির্বাচন। ৪০৩ টি বিধানসভা সমন্বিত দেশের এই সবথেকে বেশি জনবহুল রাজ্যে ভোট হওয়ার কথা সাত দফায়। বৃহস্পতিবার সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। ভোটগ্রহণ শুরুর আগে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইটে উত্তর প্রদেশের সকল জনগণকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন। টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।
বিস্তারিত পড়ুন : UP Assembly Election 2022 : ‘আগে ভোটদান, তারপর প্রাতরাশ’, প্রথম দফার নির্বাচনে উৎসবের মেজাজে ভোটদানের বার্তা মোদী-শাহের
সবরকম করোনাবিধি মেনে উত্তর প্রদেশে শুরু হয়েছে প্রথম দফার নির্বাচন। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে উত্তর প্রদেশের জনগণ ভোট দিচ্ছেন উৎসাহের সঙ্গে। আর প্রথম দফার নির্বাচন শুরুর কিছু মুহূর্ত আগেই নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ভোটারদের উদ্দেশে বার্তা দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি ভোটারদের সাবধান করে দেন বিবেচনা করে ভোট দেওয়ার জন্য। তিনি জানান, যদি ভোটাররা কোনও ভুল করে তাহলে উত্তর প্রদেশ কাশ্মীর, কেরালা এবং পশ্চিমঙ্গের রূপ নিতে পারে। তিনি তাঁর ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ছয় মিনিটের ভিডিয়ো আপলোড করেন। সেই ভিডিয়োতে ভারতীয় জনতা পার্টি (BJP) নেতা বলেছেন, “যেসব দাঙ্গাবাজদের রুখে দেওয়া হয়েছে তারা অধৈর্য হয়ে উঠেছে” এবং “সন্ত্রাসবাদীরা ক্রমাগত হুমকি দিচ্ছে”।
বিস্তারিত পড়ুন : UP Assembly Election 2022 : ‘সাবধান! মিস করলে বাংলায় পরিণত হবে উত্তর প্রদেশ’, ভোট শুরুর আগে হুঁশিয়ারি যোগীর
মুখ্যমন্ত্রী পদে টিকে থাকার লড়াইয়ে নেমেছেন যোগী আদিত্যনাথ। আজ প্রথম দফা নির্বাচন শুরুর আগেই তিনি ভিডিয়ো পোস্ট করে রাজ্যবাসীর কাছে সরকারর উন্নয়নের খতিয়ান তুলে ধরেন এবং পুনরায় বিজেপিকেই বিপুল ভোটে জয়ী করানোর আর্জি জানান।
उत्तर प्रदेश के मेरे मतदाता भाइयों एवं बहनों… pic.twitter.com/voB37uA3uV
— Yogi Adityanath (@myogiadityanath) February 9, 2022
শুরু হয়েছে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনর প্রথম দফার ভোট গ্রহণ পর্ব। এদিন সকালেই কংগ্রোস নেতা রাহুল গান্ধী টুইট করে সকলকে ভোটদানের আর্জি জানান। তিনি লেখেন, “দেশকে সমস্ত ভয় থেকে মুক্ত করতে বাইরে আসুন, ভোট দিন।”
देश को हर डर से आज़ाद करो-
बाहर आओ, वोट करो!— Rahul Gandhi (@RahulGandhi) February 10, 2022
কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা এসপি সিং বাঘেল প্রথম দফার নির্বাচনে ভোট দিলেন। তিনি আগ্রার একটি বুথে ভোট দিলেন। তিনি এই উত্তর প্রদেশ নির্বাচনে মইনপুরীর কারহাল থেকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Union Minister & BJP leader SP Singh Baghel, who is contesting against Samajwadi Party Chief Akhilesh Yadav from Mainpuri's Karhal, casts his vote in Agra pic.twitter.com/swOYEXxdAS
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 10, 2022
উত্তর প্রদেশের মন্ত্রী সন্দীপ সিং প্রথম দফার নির্বাচনে ভোট দিলেন। তিনি আলিগড়ের একটি বুথে আজ সকাল সকাল ভোট দিলেন। তিনি যোগীর ক্যাবিনেটে শিক্ষা প্রতিমন্ত্রী।
UP Minister Sandeep Singh casts his vote in the first phase of #UttarPradeshElections, at a polling booth in Aligarh. pic.twitter.com/O70qNcfmdv
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 10, 2022
প্রথম দফায় শামলি কেন্দ্রে আজ ভোটগ্রহণ পর্ব চলছে সকাল থেকে। জেলাশাসক জসজিৎ কৌর জানান, প্রত্যেকটি বুথেই ভোটগ্রহণ শুরু হয়েছে। কয়েকটি বুথ থেকে ইভিএমে সমস্যার অভিযোগ এসেছে, সেগুলি বদলানো হচ্ছে। বাকি নির্বাচন শান্তিপূর্ণভাবেই হচ্ছে।
Polling process has started at all booths. Some complaints regarding EVMs received from some random booths, we are replacing those machines and resolving their matter. Peaceful polling underway, no law & order situation anywhere: Jasjit Kaur, Shamli DM #UttarPradeshElections pic.twitter.com/yktYRIhiu0
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 10, 2022
শুরু হয়ে গিয়েছে প্রথম দফার ভোটগ্রহণ পর্ব। সারধানার বিজেপি প্রার্থী সঙ্গীত সোম বলেন, “আমরা সবকা সাথ, সবকা বিকাশের মন্ত্র অনুসরণ করে চলি, সেই জন্যই উন্নয়নের লক্ষ্যে আমরা লড়ছি। রাজ্যের মানুষ তোষণের রাজনীতি দেখতে চান না।”
We are fighting on the agenda of development as we work with the mantra of 'Sabka saath, sabka vikas'. The people of the state don't want to see the politics of appeasement: Sangeet Som, BJP candidate from Sardhana Assembly constituency#UttarPradeshElections2022 pic.twitter.com/gpeJtxqeaI
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 10, 2022
শুরু হয়ে গিয়েছে প্রার্থীদের ভাগ্য পরীক্ষা। এদিন সকালে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হতেই উত্তর প্রদেশের মন্ত্রী তথা মথুরার বিজেপি প্রার্থী শ্রীকান্ত শর্মা গোবর্ধন মন্দিরে গিয়ে পুজো দিলেন।
UP Minister and BJP candidate from Mathura, Shrikant Sharma offers prayers at Govardhan Temple here, as voting for the first phase of #UttarPradeshElections gets underway. pic.twitter.com/8KIgMcENNO
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 10, 2022
সকাল থেকেই আকাশ কুয়াশাচ্ছন্ন থাকলেও, হাড় কাঁপুনি ঠাণ্ডাকে উপেক্ষা করেই বিভিন্ন কেন্দ্রে ভিড় জমাচ্ছেন ভোটাররা।
Voters brave cold to arrive early to exercise their franchise at polling booth number 50-51 in Goverdhan Assembly constituency of Mathura during the first phase of #UttarPradeshElections2022 pic.twitter.com/ZausYBX7Xr
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 10, 2022
ভোট গ্রহণ শুরু হতে না হতেই একাধিক কেন্দ্রের বাইরে দেখা গেল ভোটারদের লম্বা লাইন। আগামী ৫ বছরের ভাগ্য নির্ধারণে সকাল সকালই ভোট দিতে উপস্থিত জনগণ।
Hapur: People queue up at polling booth number 257 as they cast their vote for the first phase of #UttarPradeshElections pic.twitter.com/0oQCZ86Txu
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 10, 2022
সকাল সাতটা থেকে শুরু হল উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ পর্ব।
Voting for the first phase of #UttarPradeshElections begins.
Visuals from a primary school in Gantholi. pic.twitter.com/XvDfQA4CVZ
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 10, 2022
করোনা সংক্রমণের মাঝেই নির্বাচন হওয়ায় নির্বাচন কমিশনের তরফে একাধিক করোনাবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন সকালেই রাজনগরের সেক্টর ম্যাজিস্ট্রেট পুনম যাদব জানান, সমস্ত করোনাবিধি অনুসরণ করা হচ্ছে। থার্মাল স্ক্রিনিং করেই ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে।
Voting for the first phase of #UPElection to begin shortly.
We've set up 6 booths- 374-379; covering sectors of Raj Nagar. Necessary COVID measures have been taken. Thermal screening will be done at gates. We have also kept the school cameras off: Poonam Yadav, Sector Magistrate pic.twitter.com/G6YQVHHNJh
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 10, 2022
আর কিছুক্ষণ পরই শুরু হতে চলেছে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ পর্ব। তার আগেই রাজ্যের বিভিন্ন বুথে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
Preparations underway ahead of voting for the first phase of #UttarPradeshElection which will begin shortly.
Visuals from Bhaurav Devras Saraswati Vidyalaya, Noida Sector 12 & Cambridge School Noida Sector 27. pic.twitter.com/HgvuwJh20h
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 10, 2022
উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচনে মোট ৬২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যোগী আদিত্যনাথের সরকারের ৯ জন মন্ত্রীর ভাগ্য নির্ধারণ হবে। এদের মধ্যে রয়েছেন সুরেশ রানা,অতুল গর্গ, শ্রীকান্ত শর্মা, সন্দীপ সিং, অনিল শর্মা, কপিল দেব আগরওয়াল, দিনেশ খটিক, ডাঃ জি এস ধর্মেশ এবং চৌধুরী লক্ষ্মী নারায়ণ।
নির্বাচন কমিশনের শর্ত মেনেই যাবতীয় কোভিডবিধি অনসরণ করে ভোটগ্রহণ পর্ব চলবে। সকাল ৭টা থেকে শুরু হবে ভোট গ্রহণ পর্ব, চলবে সন্ধে ৬টা অবধি।
প্রথম দফার নির্বাচনে লড়াই মূলত বিজেপি বনাম সপা-আরএলডি জোটের। কোনও কোনও আসনে বহুজন সমাজ পার্টির প্রভাবও রয়েছে। গত বিধানসভা নির্বাচনে ৫৮ টি আসনের মধ্যে ৫৩ টি আসনেই জয়ী হয়েছিল বিজেপি। সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টি দুটি করে আসন জিতেছিল। একটি আসন পেয়েছিল রাষ্ট্রীয় লোক দল।
গুরুত্বপূর্ণ যে কেন্দ্রগুলির দিকে আজ নজর থাকবে, তা হল শামলি, মুজাফফরনগর, মিরাট, বাগপত, গাজিয়াবাদ, হাপুর, গৌতম বুদ্ধ নগর, বুলন্দশহর, আলিগড়, আলিগার্গ, মথুরা এবং আগ্রা।
আজ থেকে শুরু হচ্ছে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন। সাত দফার নির্বাচনের প্রথম দফা আজ। প্রথম দফার নির্বাচনে মোট ৫৮ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে আজ। এই ৫৮ টি কেন্দ্রের মধ্যে ৩৭ টি কেন্দ্র রয়েছে জাট অধ্যুষিত পশ্চিম উত্তর প্রদেশে। বাকি ২১ টি বিধানসভা আসন দোয়াব অঞ্চলের মধ্যে পড়ছে।