Kangana Ranaut: ‘আমি কোনও দল করি না, কিন্তু জাতীয়তাবাদীদের হয়ে প্রচার করব’, বললেন কঙ্গনা রানাওয়াত

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Dec 05, 2021 | 7:53 AM

Kangana Ranaut: কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁর মন্তব্য অনেক মানুষকে আঘাত করেছে। এই নিয়ে এদিন তাঁকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, যারা সৎ, সাহসী ও জাতীয়তাবাদী চিন্তাধারায় বিশ্বাসী, তাঁরা জানেন, "আমি যা বলেছি, সত্যি বলেছি।"

Kangana Ranaut: আমি কোনও দল করি না, কিন্তু জাতীয়তাবাদীদের হয়ে প্রচার করব, বললেন কঙ্গনা রানাওয়াত
কঙ্গনা রানাওয়াত

Follow Us

মথুরা: তিনি বলিউড অভিনেত্রী। একাধিক জাতীয় পুরস্কারের পাশাপাশি সম্প্রতি তিনি পদ্মশ্রী পেয়েছেন। তাঁর নিন্দুকরা বলেন থাকেন, কেন্দ্রের শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার কারণেই তাঁকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়া হয়েছে। তাঁর কথা বারবার দানা বেঁধেছে বিতর্ক। তিনি কঙ্গনা রানাওয়াত। এহেন কঙ্গনা রানাওয়াত শনিবার বলেন, তিনি কোনও রাজনৈতিক দল করেন না, তবে জাতীয়তাবাদীদের হয়ে তিনি প্রচার করবেন। শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা ভ্রমণের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছে বলিউড সুন্দরী।

সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেছিলেন আগামী উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে তাঁকে কী বিজেপির হয়ে প্রচার করতে দেখা যাবে। জবাবে তিনি বলেন, “আমি কোনও দল করি না। যারা জাতীয়তাবাদী, আমি তাদের হয়ে প্রচার করব।” কঙ্গনা জানিয়েছেন, তাঁর আশা রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মানুষকে ভগবান কৃষ্ণের ‘প্রকৃত জন্মস্থান’ দেখার সুযোগ করে দেওয়ার জন্য চেষ্টা করবেন।

কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁর মন্তব্য অনেক মানুষকে আঘাত করেছে। এই নিয়ে এদিন তাঁকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, যারা সৎ, সাহসী ও জাতীয়তাবাদী চিন্তাধারায় বিশ্বাসী, তাঁরা জানেন, “আমি যা বলেছি, সত্যি বলেছি।” সম্প্রতি চণ্ডীগঢ় বিমানবন্দরে যাওয়ার পথে তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখান আন্দোলনরত কৃষকরা। দাবি করা হয়েছিল তাদের চাপের মুখে, কৃষি আন্দোলন নিয়ে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন অভিনেত্রী। সেই প্রসঙ্গ অস্বীকার করে কঙ্গনার দাবি, “আমি কখনই ক্ষমা চাইনি, আমি প্রতিবাদ করেছি।”

উল্লেখ্য, পঞ্জাবের রূপনগর জেলার কিরটপুর সাহিবে মহিলাসহ একদল কৃষক কঙ্গনার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছিলেন এবং কৃষক আন্দোলনের সময় কঙ্গনা আন্দোলনরত কৃষকদের নিয়ে যে মন্তব্য করেছিলেন, তারজন্য তাঁকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিলেন বিক্ষোভকারীরা। নিজের ভিডিয়ো বার্তা কঙ্গনা জানিয়েছিলেন, “তারা নিজের কৃষক বলে দাবি করছিলেন। তারা আমাকে খুন করা হুমকি দিয়েছে। আমার সঙ্গে যদি নিরাপত্তারক্ষীরা না থাকত তবে পরিস্থিতি ভয়াবহ হতে পারত। আমি কোনও রাজনীতিবিদ নই তবে কেন আমার গাড়ি আটকে রাখা হল? আমার নাম নিয়ে অনেকেই রাজনীতি করেন, তাই আজ এই ঘটনা ঘটল।”

আরও পড়ুন UP controversy: ‘লুঙ্গি পড়লেই কেউ অপরাধী হয়ে যায় না’, উপমুখ্যমন্ত্রীকে জবাব কংগ্রেস নেতার

আরও পড়ুন Shivsena backs UPA: মমতা ‘বাঘিনী’, তবু ভরসা সোনিয়াতেই; কংগ্রেসকে ভুলে সমান্তরাল সমঝোতায় ‘না’ শিবসেনার

Next Article