উত্তর প্রদেশ : ‘আমি এসেছি বলে আজ ওরা ম্যানিফোস্টো বের করেছে।’ মঙ্গলবার উত্তর প্রদেশে (Uttar Pradesh) সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই সঙ্গে বিজেপির ইস্তাহারকে হাতিয়ার করেই তোপ দাগেন তৃণমূল (TMC) নেত্রী। বিজেপির ইস্তাহারের সঙ্গে তুলনা টেনে বাংলার উন্নয়নের বার্তাও দেন তিনি। একদিকে যখন গেরুয়া শিবিরের ইস্তাহারে মহিলাদের স্বনির্ভরতার বার্তা দেওয়া হয়েছে, তখন উন্নাও- হাথরাস মনে করিয়ে মমতা এ দিন বললেন, ‘আগে ক্ষমা চান, তারপর ভোট চাইবেন।’ শুধু মহিলা সংক্রান্ত বিষয়েই নয়, যোগী রাজ্যের কোভিড পরিস্থিতি থেকে শুরু করে, এনকাউন্টার, জাতপাতের রাজনীতি সহ একাধিক বিষয়ে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব শেষে দাবি করলেন, ‘আব কি বার ৩০০ পার’, বিজেপির স্লোগানের অনুকরণেই সপার জয়ের বার্তা দিলেন তিনি।
মঙ্গলবারই উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করেছে বিজেপি। পড়ুয়া ও কর্মরত মহিলাদের বিনামূল্যে স্কুটি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে বিজেপির ইস্তাহারে। এ ছাড়া মেয়েদের চাকরির পরীক্ষায় আরও বেশি সুযোগ দিতে বিনামূল্যে ইউপিএসসি ও পিএসসি পরীক্ষার কোচিং দেওয়ার কথাও বলা হয়েছে।
এ ছাড়া অমিত শাহ জানিয়েছেন, বিজেপি ক্ষমতায় ফিরলে মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা যোজনার টাকা ১৫ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার করে দেওয়া হবে। ৬০ বছরের বেশি বয়সি মহিলাদের বাসে বিনামূল্যে যাতায়াতের কথাও বলা হয়েছে। মহিলাদের জন্য পিঙ্ক টয়লেট বানানো থেকে শুরু করে হোলি ও দীপাবলিতে বিনামূল্যে রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
এ দিন একাধিক ইস্যুতে যোগী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নাও ও হাথরাসের ধর্ষণের ঘটনায় গোটা দেশ তোলপাড় হয়েছিল। এ দিন বিজেপি যখন মহিলাদের সুবিধার কথা বলছে, তখন ফের একবার সে কথা মনে করালেন মমতা। এ দিন তিনি বলেন, ‘হাথরাসে কী হয়েছিল? উন্নাওয়ে কী হয়েছিল? আগে ক্ষমা চাও, তারপর ভোট চাইবে।’
বিজেপির ইস্তাহারে মহিলাদের আত্মনির্ভর করার কথা বলা হয়েছে। ক্ষমতায় এলে পড়ুয়া ও কর্মরত মহিলাদের বিমানমূল্যে স্কুটি দেওয়ার কথা ঘোষণা করেছে বিজেপি। আর যৌথ সাংবাদিক বৈঠকে বিজেপির নাম না করেই উত্তর প্রদেশের মানুষকে মমতা জানালেন, পশ্চিমবঙ্গে সাইকেল দেন তিনি। পড়ুয়াদের ট্যাব দেন। পাশাপাশি কন্যাশ্রী, স্বাস্থ্য সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথাও উল্লেখ করেছেন তিনি।
কোভিডে মৃতদের গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল, এ কথা উল্লেখ করে যোগী আদিত্যানাথের সরকারকে তোপ দাগেন মমতা। তিনি বলেন, ‘কোভিডে যখন লোক মরছিল, যোগীজি কোথায় ছিলেন, বাংলায় মমতাকে হারাতে গিয়েছিলেন। কত লোককে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন? ওদের আত্মা আজ জিজ্ঞেস করছে। ভোট চাই?’
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
উত্তর প্রদেশ : ‘আমি এসেছি বলে আজ ওরা ম্যানিফোস্টো বের করেছে।’ মঙ্গলবার উত্তর প্রদেশে (Uttar Pradesh) সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই সঙ্গে বিজেপির ইস্তাহারকে হাতিয়ার করেই তোপ দাগেন তৃণমূল (TMC) নেত্রী। বিজেপির ইস্তাহারের সঙ্গে তুলনা টেনে বাংলার উন্নয়নের বার্তাও দেন তিনি। একদিকে যখন গেরুয়া শিবিরের ইস্তাহারে মহিলাদের স্বনির্ভরতার বার্তা দেওয়া হয়েছে, তখন উন্নাও- হাথরাস মনে করিয়ে মমতা এ দিন বললেন, ‘আগে ক্ষমা চান, তারপর ভোট চাইবেন।’ শুধু মহিলা সংক্রান্ত বিষয়েই নয়, যোগী রাজ্যের কোভিড পরিস্থিতি থেকে শুরু করে, এনকাউন্টার, জাতপাতের রাজনীতি সহ একাধিক বিষয়ে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব শেষে দাবি করলেন, ‘আব কি বার ৩০০ পার’, বিজেপির স্লোগানের অনুকরণেই সপার জয়ের বার্তা দিলেন তিনি।
মঙ্গলবারই উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করেছে বিজেপি। পড়ুয়া ও কর্মরত মহিলাদের বিনামূল্যে স্কুটি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে বিজেপির ইস্তাহারে। এ ছাড়া মেয়েদের চাকরির পরীক্ষায় আরও বেশি সুযোগ দিতে বিনামূল্যে ইউপিএসসি ও পিএসসি পরীক্ষার কোচিং দেওয়ার কথাও বলা হয়েছে।
এ ছাড়া অমিত শাহ জানিয়েছেন, বিজেপি ক্ষমতায় ফিরলে মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা যোজনার টাকা ১৫ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার করে দেওয়া হবে। ৬০ বছরের বেশি বয়সি মহিলাদের বাসে বিনামূল্যে যাতায়াতের কথাও বলা হয়েছে। মহিলাদের জন্য পিঙ্ক টয়লেট বানানো থেকে শুরু করে হোলি ও দীপাবলিতে বিনামূল্যে রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
এ দিন একাধিক ইস্যুতে যোগী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নাও ও হাথরাসের ধর্ষণের ঘটনায় গোটা দেশ তোলপাড় হয়েছিল। এ দিন বিজেপি যখন মহিলাদের সুবিধার কথা বলছে, তখন ফের একবার সে কথা মনে করালেন মমতা। এ দিন তিনি বলেন, ‘হাথরাসে কী হয়েছিল? উন্নাওয়ে কী হয়েছিল? আগে ক্ষমা চাও, তারপর ভোট চাইবে।’
বিজেপির ইস্তাহারে মহিলাদের আত্মনির্ভর করার কথা বলা হয়েছে। ক্ষমতায় এলে পড়ুয়া ও কর্মরত মহিলাদের বিমানমূল্যে স্কুটি দেওয়ার কথা ঘোষণা করেছে বিজেপি। আর যৌথ সাংবাদিক বৈঠকে বিজেপির নাম না করেই উত্তর প্রদেশের মানুষকে মমতা জানালেন, পশ্চিমবঙ্গে সাইকেল দেন তিনি। পড়ুয়াদের ট্যাব দেন। পাশাপাশি কন্যাশ্রী, স্বাস্থ্য সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথাও উল্লেখ করেছেন তিনি।
কোভিডে মৃতদের গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল, এ কথা উল্লেখ করে যোগী আদিত্যানাথের সরকারকে তোপ দাগেন মমতা। তিনি বলেন, ‘কোভিডে যখন লোক মরছিল, যোগীজি কোথায় ছিলেন, বাংলায় মমতাকে হারাতে গিয়েছিলেন। কত লোককে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন? ওদের আত্মা আজ জিজ্ঞেস করছে। ভোট চাই?’