PM Modi to lay Foundation stone of Ganga Expressway: পূর্বাঞ্চলের পর এবার গঙ্গা এক্সপ্রেসওয়ে, যোগীরাজ্যে নয়া প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন নমো

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 18, 2021 | 7:00 AM

Ganga Expressway: উত্তর প্রদেশে সম্প্রতিই উদ্বোধন হওয়া পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের মতো এই এক্সপ্রেসওয়েতেও এয়ারস্ট্রিপ থাকবে বিমানের জরুরি অবতরণ বা উড়ানের জন্য।

PM Modi to lay Foundation stone of Ganga Expressway: পূর্বাঞ্চলের পর এবার গঙ্গা এক্সপ্রেসওয়ে, যোগীরাজ্যে নয়া প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন নমো
উত্তর প্রদেশে নয়া প্রকল্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: পূর্বাঞ্চলের পর এ বার গঙ্গা এক্সপ্রেসওয়ে (Ganga Expressway)। নির্বাচনমুখী উত্তর প্রদেশে (Uttar Pradesh Assembly Election 2022) আরও একটি বড় প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)।৩৬ হাজার কোটি টাকা খরচে এই এক্সপ্রেসওয়ে তৈরি হলে সরাসরি সংযুক্ত হবে পূর্ব ও পশ্চিম উত্তর প্রদেশ। একইসঙ্গে দিল্লি, হরিয়ানা ও বিহারের সঙ্গে রাজ্য আরও সংযুক্ত হবে।

৫৯৪ কিমি দীর্ঘ এই এক্সপ্রেসওয়ের প্রকল্পে ২০২০ সালের নভেম্বর মাসে ছাড়পত্র দেয় যোগী সরকার। আদানি গোষ্ঠী ও আইআরবি এন্টারপ্রাইজ এই প্রকল্পের কাজ করবে বলে জানা গিয়েছে। আগামী ২০২৪ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা।

সরকারি সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর একটা নাগাদ উত্তর প্রদেশের শাহজাহানপুর থেকে এই প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মোদী। বিভিন্ন রাজ্যের মধ্যে উন্নত যোগাযোগ ব্যবস্থা ও সংযুক্তির যে স্বপ্ন দেখেছিলেন প্রধানমন্ত্রী, এই প্রকল্প তারই একটি ধাপ বলে জানা গিয়েছে। প্রস্তাবিত এই এক্সপ্রেসওয়ে ১২টি জেলার উপর দিয়ে তৈরি হবে, এরফলে হাপুর, বুলান্দশহর, আমরোহা, সম্বল, বদায়ুন, শাহজাহানপুর, হারদোই. উন্নাও, রায় বরেলি ও প্রতাপগড়ে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।

উত্তর প্রদেশে সম্প্রতিই উদ্বোধন হওয়া পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের মতো এই এক্সপ্রেসওয়েতেও এয়ারস্ট্রিপ থাকবে বিমানের জরুরি অবতরণ বা উড়ানের জন্য। শাহজাহানপুরে তৈরি এই এয়ারস্ট্রহিপটি ৩.৫ কিলোমিটর দীর্ঘ হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে।

প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, হাপুর ও বুলন্দশহর জেলার মানুষদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে একটি ব্রিজ তৈরি করা হবে। এছাড়া ৯টি জনসুবিধা কেন্দ্র, ৭টি ওভারব্রিজ, ১৪টি বড় সেতু, ১২৬টি ছোট সেতু ও ৩৮১টি আন্ডারপাস তৈরি করা হবে গঙ্গা এক্সপ্রেসওয়ে জুড়ে। এই এক্সপ্রেসওয়েতে ওঠার ও যাত্রাপথ পরিবর্তনের জন্য মোট ১৭টি জায়গায় প্রবেশ ও বাহির পথ থাকবে বলে জানা গিয়েছে।

উত্তর প্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, এই নতুন এক্সপ্রেসওয়ে তৈরির জন্য ৯৪ শতাংশ জমিই কৃষকদের কাছ থেকে কিনে নেওয়া হয়েছে। মোট ৭৩৮৬ হেক্টর জমির প্রয়োজন এক্সপ্রেসওয়ে তৈরির জন্য, তার জন্য এখনও অবধি ৮২ হাজার ৭৫০ জন কৃষকের কাছ থেকে জমি কেনা হয়েছে।

উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার উপরও জোর দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। এক্সপ্রেসওয়ের পাশ জুড়েই মোট ১৮ লক্ষ ৫৫ হাজার চারাগাছ লাগানো হবে বলে জানানো হয়েছে। এছাড়াও একাধিক সোলার প্যানেলের সাহায্যে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদনও করা হবে।

এদিকে, প্রধানমন্ত্রীর নতুন প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপনের আগেই সমাজবাদী পার্টির দলনেতা অখিলেশ যাদব দাবি করেছেন, এই প্রকল্পটির কাজ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নয়, বরং মায়াবতী মুখ্যমন্ত্রীর পদে থাকাকালীন বহুজন সমাজ পার্টির সরকার শুরু করেছিল।

আরও পড়ুন: Priyanka Gandhi: “ধর্ষণ এক জঘন্য অপরাধ, কেউ কীভাবে এ ধরনের কথা বলতে পারেন….” কংগ্রেস বিধায়ককে তীব্র নিন্দা প্রিয়ঙ্কার 

Next Article