Akhilesh Yadav to Contest in UP Polls: এবার বিধানসভা নির্বাচনেও ভাগ্য পরীক্ষা অখিলেশের, প্রার্থী হবেন কোন কেন্দ্র থেকে?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jan 20, 2022 | 8:05 AM

Akhilesh Yadav to Contest in UP Polls: দলীয় সূত্রে খবর, উত্তর প্রদেশের সম্বল জেলার গুন্নাউর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন সমাজবাদী পার্টির নেতা। এই অঞ্চলে সমাজবাদী পার্টিরই আধিপত্য রয়েছে বিগত বেশ কয়েক বছর ধরে।

Akhilesh Yadav to Contest in UP Polls: এবার বিধানসভা নির্বাচনেও ভাগ্য পরীক্ষা অখিলেশের, প্রার্থী হবেন কোন কেন্দ্র থেকে?
অখিলেশ যাদব ছবি:PTI

Follow Us

লখনউ: যতই এগিয়ে আসছে নির্বাচন, ততই বাড়ছে উত্তেজনা। এবারের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে (Uttar Pradesh Assembly Election 2022) লড়তে চলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। অন্যদিকে, বিজেপির অন্যতম প্রতিদ্বন্দ্বী সমাজবাদী দলের তরফেও তাদের দলনেতা অখিলেশ যাদব(Akhilesh Yadav)-র নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়ে জল্পনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতেই উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজেও প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়ার ইঙ্গিত দিয়েছেন। সূত্রের খবর, সপা প্রধান সম্বল জেলার একটি কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়াতে পারেন।

কোন কেন্দ্রে প্রার্থী হবেন অখিলেশ?

দলীয় সূত্রে খবর, উত্তর প্রদেশের সম্বল জেলার গুন্নাউর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন সমাজবাদী পার্টির নেতা। এই অঞ্চলে সমাজবাদী পার্টিরই আধিপত্য রয়েছে বিগত বেশ কয়েক বছর ধরে। অখিলেশের বাবা মুলায়ম সিং যাদবও এই কেন্দ্র থেকে দু’বার বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলেন। অন্যদিক্, সপার রাম গোপাল যাদব ও জাভেদ আলি খানও এই কেন্দ্র থেকে দাঁড়িয়েই বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। সেই কারণেই চেনা-পরিচিত কেন্দ্র থেকেই অখিলেশকে প্রার্থী বানাতে আগ্রহী দল।

এই প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন অখিলেশ:

যাবতীয় ভোট প্রচারে থাকলেও এতদিন বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসাবে অংশ নেননি অখিলেশ যাদব। তিনি গত লোকসভা নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং আজমগঢ় থেকে সাংসদ হিসাবে নির্বাচিতও হয়েছিলেন। ২০১২ সালেও তিনি যখন মুখ্যমন্ত্রী পদে বসেছিলেন, তখন বিধান পরিষদের মাধ্য়মেই নির্বাচিত হয়েছিলেন।

অখিলেশের পরিবারের বাকি সদস্যরাও নামছেন ভোটের ময়দানে:

মুলায়ম সিং যাদবের ছোট ভাই তথা অখিলেশ যাদবের কাকা শিবপাল যাদবও এবারের বিধানসভা নির্বাচনে অংশ নিচ্ছেন। জানা গিয়েছে তিনি জশবন্তনগর কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন। তবে তাঁর ছেলে আদিত্য যাদব এবারের নির্বাচনে অংশ নেবেন না বলেই জানিয়েছেন। অখিলেশের স্ত্রী ডিম্পল যাদবও  প্রার্থী হবেন কিনা, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানাননি।

নির্বাচনের আগেই বড় ধাক্কা যাদব পরিবারে:

একদিকে যেখানে গেরুয়া শিবিরে ভাঙন ধরিয়ে একের পর এক নেতা-মন্ত্রীরা সমাজবাদী পার্টিতে যোগ দিচ্ছেন, সেই মুহূর্তেই বিজেপিতে যোগ দিলেন মুলায়ম সিং যাদবের পুত্রবধূ তথা অখিলেশ যাদবের ভ্রাতৃবধূ অপর্ণা যাদব। গতকালই তিনি দিল্লিতে বিজেপির সদর দফতরে উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও বিজেপির রাজ্য সভাপতি স্বতন্ত্র দেব সিং-এর উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন।

গত বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির টিকিটেই লখনউ ক্যান্টনমেন্ট থেকে লড়েছিলেন অপর্ণা। কিন্তু কংগ্রেসের রীতা বহুগুনা যোশীর কাছে হেরে যান তিনি। এবারের বিধানসভা নির্বাচন আসতেই তাই কেন্দ্র নয়, দলই বদল করে ফেললেন তিনি।

অন্যদিকে, অপর্ণার দলবদলে সমালোচনা নয়, বরং অভিনন্দন জানান অখিলেশ যাদব। তিনি বলেন, “আমি অপর্ণাকে অভিনন্দন জানাতে চাই। আমি নিশ্চিত যে সমাজবাদী পার্টির আদর্শ এভাবে আরও ছড়িয়ে পড়ছে।”

আরও পড়ুন: BJP Alliance for UP Polls: লক্ষ্য কেবল ‘জয়’, যোগীরাজ্যে পুরনো জোটেই আস্থা রাখল বিজেপি 

Next Article