UP Elections 2022: ‘বুয়া-ভাতিজা’র আমলে পিছিয়ে ছিল উত্তর প্রদেশ, মায়াবতী-অখিলেশদের তীব্র আক্রমণ শাহর

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Feb 06, 2022 | 8:20 PM

Amit Shah: যোগী সরকারের প্রশংসা করে অমিত শাহ বলেন, "বিজেপি সরকারের এই পাঁচ বছরে উত্তর প্রদেশ সপ্তম থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।"

Follow Us

লখনউ: উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের (UP Assembly Elections 2022) আর মাত্র হাতে গোনা কয়েক দিন বাকি। আর তার আগে আমজনতাকে আরও কাছে টানতে কোনও খামতি রাখতে চায় না বিজেপি। এ কারণেই প্রতিনিয়ত নির্বাচনী প্রচারে ব্যস্ত দলের বড় নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার পশ্চিম উত্তর প্রদেশের আমরোহায় প্রচার সারেন। প্রচারে অতীতের সপা ও বিএসপি সরকারকে তীব্র সমালোচনায় বিদ্ধ করেন শাহ। সপা – বিএসপিকে কটাক্ষ করে অমিত শাহ বলেন, উত্তর প্রদেশ ‘বুয়া – ভাতিজার সরকারে’-র আমলে পিছিয়ে ছিল। আমরোহায় নির্বাচনী প্রচার কর্মসূচিতে অতীতের এসপি-বিএসপি সরকারকে আক্রমণ করে, অমিত শাহ বলেন, “বুয়া-ভাতিজার সরকারের আমলে, উত্তর প্রদেশ গোটা দেশের মধ্যে একটি পিছিয়ে পড়া রাজ্যে পরিণত হয়েছিল।” তিনি বলেন, “সারা দেশে উত্তর প্রদেশের অর্থনীতি সাত নম্বরে ছিল।” একইসঙ্গে যোগী সরকারের প্রশংসা করে অমিত শাহ বলেন, “বিজেপি সরকারের এই পাঁচ বছরে উত্তর প্রদেশ সপ্তম থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।”

‘সপার প্রার্থী তালিকায় মাফিয়া’

আমরোহার ধানৌরা বিধানসভা কেন্দ্রের এক জনসভায় ভাষণ দেওয়ার সময় অমিত শাহ বলেন, “সপা তার মাফিয়া বন্ধুদের হাত ধরে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে, এবারও তা অসম্পূর্ণ থেকে যাচ্ছে।” তিনি বলেন, “১৪ ফেব্রুয়ারি পদ্মের বোতাম টিপে ধানৌড়ার মানুষ আবারও উত্তর প্রদেশে বিজেপির সুশাসনের পথ বেছে নিতে মনস্থির করেছে।” একইসঙ্গে অতীতের সরকারকে আক্রমণ করে অমিত শাহ বলেন, “যোগী সরকারের আমলে রাজ্যে ধর্ষণের ঘটনা ৫০ শতাংশের বেশি কমেছে।” টিকাকরণ নিয়ে অখিলেশ যাদবের বক্তব্যের প্রসঙ্গ টেনে অমিত শাহ বলেন, “অখিলেশ যাদব বলেছিলেন যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভ্যাকসিন নেবেন না, কিন্তু এক মাস পরে দেখা গেল তিনি গোপনে ভ্যাকসিন নিয়েছেন।”

উত্তর প্রদেশের নির্বাচনী প্রচারের সময় অমিত শাহ সমাজবাদী পার্টির সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, “এখন রাজ্যের মাত্র তিনটি জায়গায় মাফিয়াদের দেখা যাচ্ছে। জেলে বা রাজ্যের বাইরে বা সমাজবাদী পার্টির প্রার্থীদের তালিকায়।” উল্লেখ্য, সপা প্রার্থীদের তালিকা নিয়ে অতীতে অনেক বিজেপি নেতাই আক্রমণ শানিয়েছেন। এবার তাতে নতুন সংযোজন অমিত শাহ।

‘নিরাপত্তা প্রসঙ্গে জনগণ আপস করবে না’

অমিত শাহ বলেন, “এই বিধানসভা নির্বাচনে একদিকে জাত-পাত, দাঙ্গা-হাঙ্গামা ও মাফিয়াদের পৃষ্ঠপোষকতাকারী লোক রয়েছে, অন্যদিকে রয়েছে বিজেপি শিবির। বিজেপি কেবল পারে উত্তর প্রদেশের উন্নয়ন করে এগিয়ে নিয়ে যেতে। এর আগে, বাগপতের জনগণের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় অমিত শাহ বলেছিলেন, “পশ্চিম উত্তর প্রদেশের মানুষের আস্থা বিজেপির উপর রয়েছে। এখানকার মানুষ কোনওভাবেই তাদের আত্মসম্মান এবং সুরক্ষার সঙ্গে আপস করবে না।”

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

লখনউ: উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের (UP Assembly Elections 2022) আর মাত্র হাতে গোনা কয়েক দিন বাকি। আর তার আগে আমজনতাকে আরও কাছে টানতে কোনও খামতি রাখতে চায় না বিজেপি। এ কারণেই প্রতিনিয়ত নির্বাচনী প্রচারে ব্যস্ত দলের বড় নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার পশ্চিম উত্তর প্রদেশের আমরোহায় প্রচার সারেন। প্রচারে অতীতের সপা ও বিএসপি সরকারকে তীব্র সমালোচনায় বিদ্ধ করেন শাহ। সপা – বিএসপিকে কটাক্ষ করে অমিত শাহ বলেন, উত্তর প্রদেশ ‘বুয়া – ভাতিজার সরকারে’-র আমলে পিছিয়ে ছিল। আমরোহায় নির্বাচনী প্রচার কর্মসূচিতে অতীতের এসপি-বিএসপি সরকারকে আক্রমণ করে, অমিত শাহ বলেন, “বুয়া-ভাতিজার সরকারের আমলে, উত্তর প্রদেশ গোটা দেশের মধ্যে একটি পিছিয়ে পড়া রাজ্যে পরিণত হয়েছিল।” তিনি বলেন, “সারা দেশে উত্তর প্রদেশের অর্থনীতি সাত নম্বরে ছিল।” একইসঙ্গে যোগী সরকারের প্রশংসা করে অমিত শাহ বলেন, “বিজেপি সরকারের এই পাঁচ বছরে উত্তর প্রদেশ সপ্তম থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।”

‘সপার প্রার্থী তালিকায় মাফিয়া’

আমরোহার ধানৌরা বিধানসভা কেন্দ্রের এক জনসভায় ভাষণ দেওয়ার সময় অমিত শাহ বলেন, “সপা তার মাফিয়া বন্ধুদের হাত ধরে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে, এবারও তা অসম্পূর্ণ থেকে যাচ্ছে।” তিনি বলেন, “১৪ ফেব্রুয়ারি পদ্মের বোতাম টিপে ধানৌড়ার মানুষ আবারও উত্তর প্রদেশে বিজেপির সুশাসনের পথ বেছে নিতে মনস্থির করেছে।” একইসঙ্গে অতীতের সরকারকে আক্রমণ করে অমিত শাহ বলেন, “যোগী সরকারের আমলে রাজ্যে ধর্ষণের ঘটনা ৫০ শতাংশের বেশি কমেছে।” টিকাকরণ নিয়ে অখিলেশ যাদবের বক্তব্যের প্রসঙ্গ টেনে অমিত শাহ বলেন, “অখিলেশ যাদব বলেছিলেন যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভ্যাকসিন নেবেন না, কিন্তু এক মাস পরে দেখা গেল তিনি গোপনে ভ্যাকসিন নিয়েছেন।”

উত্তর প্রদেশের নির্বাচনী প্রচারের সময় অমিত শাহ সমাজবাদী পার্টির সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, “এখন রাজ্যের মাত্র তিনটি জায়গায় মাফিয়াদের দেখা যাচ্ছে। জেলে বা রাজ্যের বাইরে বা সমাজবাদী পার্টির প্রার্থীদের তালিকায়।” উল্লেখ্য, সপা প্রার্থীদের তালিকা নিয়ে অতীতে অনেক বিজেপি নেতাই আক্রমণ শানিয়েছেন। এবার তাতে নতুন সংযোজন অমিত শাহ।

‘নিরাপত্তা প্রসঙ্গে জনগণ আপস করবে না’

অমিত শাহ বলেন, “এই বিধানসভা নির্বাচনে একদিকে জাত-পাত, দাঙ্গা-হাঙ্গামা ও মাফিয়াদের পৃষ্ঠপোষকতাকারী লোক রয়েছে, অন্যদিকে রয়েছে বিজেপি শিবির। বিজেপি কেবল পারে উত্তর প্রদেশের উন্নয়ন করে এগিয়ে নিয়ে যেতে। এর আগে, বাগপতের জনগণের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় অমিত শাহ বলেছিলেন, “পশ্চিম উত্তর প্রদেশের মানুষের আস্থা বিজেপির উপর রয়েছে। এখানকার মানুষ কোনওভাবেই তাদের আত্মসম্মান এবং সুরক্ষার সঙ্গে আপস করবে না।”

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

Next Article