UP Elections 2022: যোগীরাজ্যেই পাখির চোখ, চতুর্থ দফায় রাহুল-প্রিয়ঙ্কাদের প্রচারে ঝাঁঝালো বক্তৃতা দেবেন যাঁরা…
Congress Star Campaigners list: প্রাক্তন সাংসদ গুলাম নবি আজাদ, যাঁর নাম সম্প্রতি কেন্দ্রের ঘোষিত পদ্ম সম্মান প্রাপকদের তালিকায় রয়েছে, তিনিও রয়েছেন এই তারকা প্রচারকদের তালিকায়।
লখনউ : উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের (UP Assembly Elections 2022) চতুর্থ পর্বের তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করেছে কংগ্রেস (Congress) শিবির। কংগ্রেসের এই তালিকায় ১৫ জন তারকা প্রচারকের নাম রয়েছে। এর মধ্যে সবার প্রথমেই রয়েছে রাহুল গান্ধীর নাম। তবে সবথেকে নজরকাড়ার মতো বিষয়টি হল, পঞ্জাবের কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নিকে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য তারকা প্রচারক হিসেবে রাখা হয়েছে এই চতুর্থ দফায়। পঞ্জাবের মুখ্যমন্ত্রী এবার উত্তর প্রদেশের মানুষের কাছেও কংগ্রেসকে জেতানোর জন্য় প্রচারে নামবেন। উল্লেখ্য, কংগ্রেসের চতুর্থ দফার তারকা প্রচারকদের তালিকায় রাহুল গান্ধীর নাম রয়েছে এক নম্বরে। কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধীর নামও রয়েছে দুই নম্বরে। প্রাক্তন সাংসদ গুলাম নবি আজাদ, যাঁর নাম সম্প্রতি কেন্দ্রের ঘোষিত পদ্ম সম্মান প্রাপকদের তালিকায় রয়েছে,তিনিও রয়েছেন এই তারকা প্রচারকদের তালিকায়।
এর পাশাপাশি, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও আসরে নামবেন উত্তর প্রদেশে কংগ্রেসের পায়ের তলার মাটি আরও শক্ত করার জন্য। সেই সঙ্গে ছত্তীসগঢ়ের কংগ্রেস শাসিত সরকারের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং বর্ষীয়ান কংগ্রেস নেতা সলমন খুরশিদও যোগীরাজ্যে কংগ্রেসের প্রচারে সামিল হবেন।
নির্বাচনী প্রচারে থাকবেন রাহুল-প্রিয়াঙ্কা
রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট, হরিয়ানার কংগ্রেস নেতা দীপেন্দর সিং হুডা, পিএল পুনিয়া, রাজীব শুক্লা এবং মহম্মদ আজহারউদ্দিনের নামও কংগ্রেসের ১৫ জন তারকা প্রচারকের তালিকায় রয়েছে। সমস্ত রাজনৈতিক দলগুলিই নিজেদের প্রার্থীদের নাম ঘোষণা করছে ধাপে ধাপে, সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের তরফে প্রার্থীদের নামের পাশাপাশি, তারকা প্রচারকদের তালিকাও প্রকাশ করা হচ্ছে। কংগ্রেস উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার প্রচারের জন্য আগেই ৩০ জন তারকা প্রচারকের একটি তালিকা প্রকাশ করেছে।
Congress releases a list of star campaigners who will campaign for the party’s candidates in the fourth phase of #UttarPradeshElections
Rahul Gandhi, Priyanka Gandhi Vadra, Ghulam Nabi Azad, Ashok Gehlot, Punjab CM Charanjit Singh Channi, Mohd Azharuddin and others to campaign pic.twitter.com/dgustpd73j
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 6, 2022
তারকা প্রচারকদের তালিকায় জায়গা পাননি কানহাইয়া কুমার
নতুন প্রকাশিত এই তারকা প্রচারকদের তালিকায় রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীরা থাকলেও সদ্য কংগ্রেসে যোগ দেওয়া কানহাইয়া কুমার এই তালিকায় জায়গা পাননি। তৃতীয় দফার তালিকাতেও নাম ছিল না তাঁর। রবিবার কংগ্রেসের তরফে যে ১৫ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ করা হয়েছে তাতে অজয় কুমার লালুর নামও রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, এর আগে কংগ্রেসের তৃতীয় দফার তারকা প্রচারকদের তালিকায় জায়গা দেওয়া হয়েছে গুলাম নবি আজাদ, সলমন খুরশিদ, সচিন পাইলট এবং আরাধনা শুক্লাদের। রবিবার প্রকাশিত চতুর্থ দফার তালিকাতেও এই নেতাদের নাম রয়েছে।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা