লখনউ : শিয়রেই উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Election 2022)। নির্বাচনকে ঘিরে প্রস্তুতি পর্ব তুঙ্গে প্রতিটি রাজনৈতিক দলেরই। কোনও রাজনৈতিক দলই বিনা যুদ্ধে এক চুল জমি ছাড়তে নারাজ। নির্বাচনের প্রাক্কালে এক রাজনৈতিক দলের অন্য রাজনৈতিক দলকে আক্রমণ জারি রয়েছে। এই আবহে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) ভর্ৎসনা করলেন সমাজবাদী পার্টির। তিনি মঙ্গলবার বলেছেন, সমাজবাদী পার্টি সামাজিক নিরাপত্তার জন্য হুমকি। শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাজ্যে একটি সুরক্ষিত এবং নিরাপদ পরিবেশ তৈরি করতে পারে।
সিওয়ালখাস এবং কিঠোর বিধানসভা আসনে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন যোগী আদিত্যনাথ। সেখানে ভোটারদের তিনি বিজেপি প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার আবেদন জানান। তিনি জনগণদের এমন সরকার নির্বাচিত করতে বলেন যারা দাঙ্গা, হাঙ্গামায় ইতি টানবে। বিজেপি সরকারের সাফল্য তুলে ধরে তিনি বলেন, উত্তর প্রদেশে দুই কোটিরও বেশি কৃষক ‘কিষাণ সম্মান নিধি’ পেয়েছেন। তিনি বলেছেন, তাঁদের ঋণ মকুব করা হয়েছে, মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং অবৈধ কসাইখানা বন্ধ করা হয়েছে। বিজেপি সরকার বেআইনি কারবারকারী এবং মাফিয়াদের ধূলিসাৎ করে দিয়েছে।
অখিলেশের সরকারের সমালোচনা করে আদিত্যনাথ বলেছেন, “২০১৭ সালের আগে উত্তর প্রদেশে কী পরিস্থিতি ছিল? লোকেরা দাঙ্গা প্রত্যক্ষ করত, যুবকদের উপর মিথ্যে মামলা চাপিয়ে দেওয়া হত, কৃষক অসহায় ছিলেন এবং আত্মহত্যা করতেন এবং মেয়েরাও সুরক্ষিত ছিল না।” তিনি অভিযোগ করেছেন যে সপা সরকার রাজ্যকে হিংসার দিকে ঠেলে দিয়েছে। মুজাফফরনগর দাঙ্গা এবং অতীতে ভগবান রামের ভক্তদের “হত্যার” জন্য সমাজবাদী পার্টিকে দায়ী করেছেন যোগী আদিত্যনাথ। ১৯৯০ সালে সমাজবাদী পার্টির (সপা) শাসনকালে “কর সেবকদের” উপর গুলি চালানোর কথা উল্লেখ করে তিনি এই কথা বলেছেন।
আদিত্যনাথ মুঘল শাসক ঔরঙ্গজেবের নামে প্রতিষ্ঠানের নামকরণের জন্য সপার নিন্দাও করেছেন। তিনি বলেন, “পূর্ববর্তী সরকারে আমলে ঔরঙ্গজেবের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল। আগ্রায় তাঁরা ঔরঙ্গজেবের নামে একটি জাদুঘরের নামকরণ করেছিলেন। কিন্তু যখন বিজেপি সরকার ক্ষমতায় আসে, তখন মুঘল জাদুঘরের নাম পরিবর্তন করে ছত্রপতি শিবাজির নামে রাখা হয়।” কেন্দ্রীয় বাজেট সম্পর্কে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশের ১৩৫ কোটি জনসংখ্যার সুখ ও বৃদ্ধি নিশ্চিত করতে বাজেট তৈরি করা হয়েছে। উল্লেখ্য, হিন্দুত্ববাদী ভাবধারার উপর ভিত্তি করেই উত্তর প্রদেশের জনগণের কাছে ভোট চাইছেন বিজেপি প্রার্থীরা। উত্তর প্রদেশের ভোটের অঙ্কটা হিন্দুত্ববাদী, দলিতের উপর গড়ে ওঠে। ১০ ফেব্রুয়ারি থেকে শুরু করে ৭ মার্চ অবধি সাত দফায় নির্বাচন হবে দেশের এই বৃহত্তম রাজ্যে। ভোট গণনা হবে ১০ মার্চ। তারপরই হবে চূড়ান্ত ফলাফল ঘোষণা।
আরও পড়ুন : Army vice chief Appointment: সিডিএস পদ নিয়ে জল্পনার মাঝেই নিয়োগ সেনার ভাইস চিফ