হাবড়া: ফের বোমাবাজি বিজেপি নেতার বাড়িতে। উত্তর হাবড়ার (Habra) ৮ নম্বর ওয়ার্ডে এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। ভোটের মুখে জেলায় জেলায় প্রকট হচ্ছে রাজনৈতিক হিংসার ছবি।
উত্তর হাবড়ার বিজেপি মণ্ডল সভাপতি ভাস্কর দাস। অভিযোগ, সোমবার রাত ১১টা ১৫ নাগাদ তাঁর বাড়িতে বিকট শব্দে পরপর দু’টি বোমা পড়ে। বাড়ির লোকজন ছুটে বেরিয়ে আসেন। ভাস্করবাবুও সে সময় বাড়িতেই ছিলেন। তাঁকে দেখেই পালায় দুষ্কৃতীরা।
আরও পড়ুন: ভোটের মুখে নন্দীগ্রাম-মামলায় বড় খবর! একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে গ্রেফতারির নির্দেশ
ভাস্করবাবুর দাবি, ভোটের আগে তাঁদের ভয় দেখাতে এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল। ঘাসফুল শিবিরের পাল্টা দাবি, ঘটনার নেপথ্যে হাবড়া বিজেপির অন্তর্দ্বন্দ্ব। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের কাজ চলছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কমজোরি বোমাই ব্যবহার হয়েছে ঘটনায়। তবে বিষয়টি হালকা ভাবে নিতে নারাজ বিজেপি।
এদিকে এই ঘটনায় সরব এলাকার সাধারণ মানুষ। তাঁদের কথায়, নিরাপত্তার এত বেষ্টনী সত্ত্বেও যেভাবে রোজ রোজ হিংসার নমুনা তৈরি হচ্ছে, তাতে ব্যহত হচ্ছে গণতন্ত্রের মূল লক্ষ্য।