West Bengal Election 2021: নন্দীগ্রামকাণ্ড নিয়ে এ বার সোজা মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি কমিশনের

সায়নী জোয়ারদার | Edited By: ঋদ্ধীশ দত্ত

Mar 16, 2021 | 11:56 PM

West Bengal Election 2021 LIVE News: ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত আট দফায় বাংলার ২৯৪টি বিধানসভা আসনে চলবে ভোটগ্রহণ। ২ মে ভোটের গণনা।

West Bengal Election 2021: নন্দীগ্রামকাণ্ড নিয়ে এ বার সোজা মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি কমিশনের
অলংকরণ-অভীক দেবনাথ

Follow Us

বিজেপি গায়ের জোরে ভোট করাতে চাইছে। গুন্ডা এনে ভোট করানোর পরিকল্পনা করছে। মঙ্গলবার বাঁকুড়ার শালতোড়ায় এমনই বিস্ফোরক দাবি করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার দাবি, “বিজেপি সরকার সরকারি কর্মীদের হেনস্থা করছে। রাজনৈতিক নেতাদের হয়রান করছে। রেল স্টেশনে গুন্ডা আনিয়ে ভোট করাতে চাইছে। কিন্তু আমি তা হতে দেব না।”

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 16 Mar 2021 10:16 PM (IST)

    নন্দীগ্রামকাণ্ড নিয়ে এ বার সোজা মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি কমিশনের

    নন্দীগ্রামকাণ্ড নিয়ে এ বার সোজা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত কড়া চিঠি দিলেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। দুর্ঘটনার পর তৃণমূল সুপ্রিমোর ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করে করা মন্তব্যের পাশাপাশি পরবর্তী ঘটনাক্রম অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন জৈন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর এ দিনের একটি মন্তব্যের প্রেক্ষিতে তিনি লিখেছেন, “এমন মন্তব্য কেন করা হল তা তিনিই (মমতাই) বলতে পারবেন।”

    আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে পত্রবোমা কমিশনের, ‘কেন এসব বলছেন নিজেই জানবেন’, লিখলেন সুদীপ জৈন

  • 16 Mar 2021 09:23 PM (IST)

    ইস্তেহারে প্রতিশ্রুতির ডালি সাজিয়ে প্রস্তুত তৃণমূল

    কথা ছিল গত রবিবার হওয়ার। তবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে অসুস্থ হয়ে পড়ায় পিছিয়ে গিয়েছিল তৃণমূলের (TMC) ইস্তেহার ঘোষণার নির্ঘণ্ট। আগামিকাল, অর্থাৎ বুধবার সেই ইস্তেহার প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস (TMC Manifesto)। তবে তার আগেই সূত্র মারফৎ উঠে এসেছে কী কী থাকতে পারে শাসকদলের এ বারের ইস্তেহারে। প্রতিশ্রুতির তালিকার দিকে তাকালেই বোঝা যাচ্ছে, সেখানে মুখ্যমন্ত্রী নিজে রীতিমতো সারপ্রাইজ় ভরে দিয়েছেন।

    বিস্তারিত পড়ুন: সারপ্রাইজ়ে ভর্তি তৃণমূলের ইস্তেহার, মমতার আগামী ৫ বছরের পরিকল্পনা জানুন এক ক্লিকে


  • 16 Mar 2021 08:33 PM (IST)

    মুখ্যমন্ত্রীর দুয়ারে রেশনের ঘোষণার ভিডিয়ো ফুটেজ চাইল কমিশন

    ইস্তেহার (TMC Manifesto) প্রকাশ হওয়ার আগের দিনই অস্বস্তিতে শাসকদল (TMC)। তৃণমূল কংগ্রেসের দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার পরিকল্পনার দিকে এ বার নজর ঘুরল নির্বাচন কমিশনের (Election Commission)। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষণা নিয়ে খোঁজ নিতে শুরু করেছে নির্বাচন কমিশন।

    আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর দুয়ারে রেশন নিয়ে রিপোর্ট চাইল কমিশন, ইস্তেহারের আগের দিনই অস্বস্তিতে তৃণমূল

  • 16 Mar 2021 06:58 PM (IST)

    ক্ষমতায় এলে মহাকরণে সচিবালয় ফেরাবে বিজেপি

    বঙ্গে নীলবাড়ি দখলের লড়াইয়ে ইতি। না, একুশের নির্বাচনী (West Bengal Assembly Election 2021) যুদ্ধ শেষ হয়ে যায়নি। তবে বিজেপি (BJP) জানিয়ে দিয়েছে, ক্ষমতায় এলে গঙ্গাপাড়ের নবান্নে (Nabanna) মুখ্যমন্ত্রীর সচিবালয় তৈরি হবে না। বরং তা ফিরিয়ে আনা হবে মহাকরণে (Writers Building)। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।

    বিস্তারিত পড়ুন: নবান্নে ‘না’, ক্ষমতায় এলে মহাকরণে সচিবালয় ফেরাবে বিজেপি

  • 16 Mar 2021 06:40 PM (IST)

    ‘আমার রাজনৈতিক ভবিষৎ খারাপ করার জন্য চেষ্টা করছেন’

    “আমার রাজনৈতিক ভবিষৎ খারাপ করার জন্য ওঁ চেষ্টা করছেন।” ভোট আবহে (West Bengal Assembly Election 2021) নন্দীগ্রামের (Nandigram) মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ।

  • 16 Mar 2021 06:14 PM (IST)

    অভিষেকের সভার পাশেই বিজেপির রথে ‘ভাঙচুর’

    ভোট আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভাস্থলের পাশেই বিজেপির (Bengal BJP) রথে ভাঙচুরের অভিযোগ। মারধর করা হয় চালককেও। চাঞ্চল্যকর অভিযোগ পুরুলিয়ার (Purulia) মানবাজারে (Manbazar)।

  • 16 Mar 2021 05:57 PM (IST)

    ‘হোম মিনিস্টার কলকাতায় বসে চক্রান্ত করছেন’, শাহকে তোপ মমতার

    ‘হোম মিনিস্টার কলকাতায় বসে চক্রান্ত করছেন’, শালতোড়া থেকে নাম না করে অমিত শাহের বিরুদ্ধে বিস্ফোরক তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মঙ্গলবার বাঁকুড়ার জঙ্গলমহলের এই এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে ক্রমাগত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে সুর চড়ান মমতা। মুখ্যমন্ত্রীর দাবি, “হোম মিনিস্টার দেশ চালাবেন। তা না, হোম মিনিস্টার কলকাতায় বসে চক্রান্ত করছেন। কোথায় কাকে মারা হবে, কোথায় কাকে গ্রেফতার করা হবে, কোথায় কার পিছনে এজেন্সি লাগানো হবে, সেসব করছেন।”

    বিস্তারিত পড়ুন: ‘কে চালাচ্ছে কমিশন? আপনি চালাচ্ছেন না তো অমিত শাহ বাবু?’

  • 16 Mar 2021 05:34 PM (IST)

    অনুপ্রবেশ ও জাতীয়তাবাদকে হাতিয়ার করে বিজেপিকে তোপ অভিষেকের

    বিজেপির (BJP) অস্ত্রে শান দিয়েই পালটা বিজেপিকে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যে ইস্যুগুলিকে হাতিয়ার করে কেন্দ্র ও রাজ্যের বিজেপি নেতারা এতদিন তৃণমূলকে কাঠগড়ায় তুলে এসেছেন, সেই ইস্যুগুলিই এ দিন হাতিয়ার হয়ে ওঠে যুব তৃণমূল (TMC) সভাপতির। অনুপ্রবেশ এবং জাতীয়তাবাদ, এই দুই বিষয়কে সামনে রেখেই কার্যত পালটা আক্রমণ করেন অভিষেক।

    বিস্তারিত পড়ুন: ‘পাকিস্তানকে ঘরে ঢুকে মারা হলে চিনকে নয় কেন?’ অভিষেকের জাতীয়তাবাদী খোঁচা

  • 16 Mar 2021 05:32 PM (IST)

    মমতার জন্য শরদ-তেজস্বী প্রচারে নামতে চাইলেও ঘোর আপত্তি কংগ্রেসের

    অলংকরণ- অভীক দেবনাথ

    মৌখিক সমর্থন জানিয়েছিলেন আগেই। এ বার সশরীরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশে দাঁড়াতে প্রচারে নামতে চান এনসিপি প্রধান শরদ পাওয়ার (Sharad Pawar)। শুধু এই বরিষ্ঠ নেতা নন। আরজেডি প্রধান তেজস্বী যাদবও (Tejaswi Yadav) তৃণমূল নেত্রীকে প্রত্যক্ষভাবে সমর্থন জানাতে প্রচারে নামতে চেয়েছিলেন। তবে এমনটা হোক সেটা চান না প্রদেশ কংগ্রেসের (Congress) শীর্ষ নেতৃত্ব। আপত্তির কথা জানিয়ে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে শরদ পাওয়ার ও তেজস্বী যাদবকে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন রাজ্যের কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য।

    আরও পড়ুন: মমতার হয়ে প্রচারে শরদ-তেজস্বী! বেঁকে বসল প্রদেশ কংগ্রেস

  • 16 Mar 2021 04:41 PM (IST)

    বিজেপিতেও বিধি বাম! বিশ্বনাথকে প্রার্থী করায় ‘বেসামাল’ গোঘাটের গেরুয়া শিবির

    হুগলি: একুশের নির্বাচনকে (West Bengal Assembly Election 2021) কেন্দ্র করে ইতিমধ্যেই চার দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে গেরুয়া শিবির (BJP)। কিন্তু, প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসতে শুরু করেছে। এ বার সেই কোন্দলের আঁচ পড়ল গোঘাটের বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারকের উপরেও।

    প্রাক্তন বাম (CPM) নেতা ও বিধায়ক বিশ্বনাথের নাম প্রার্থী হিসেবে ঘোষিত হতেই বিক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী সমর্থকেরা। মঙ্গলবার গোঘাটে বিশ্বনাথকে নিয়ে আরামবাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সদস্য নাগেশ্বর পান্ডে সাংগঠিনক বৈঠকে যোগ দেওয়ার পথে বিজেপি (BJP) কর্মী সমর্থকেরা কালো পতাকা দেখায় ও প্রার্থী বদলের দাবি তোলে। এদিন কয়েকশো বিজেপি কর্মী নাগেশ্বর পান্ডেকে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। ভন্ডুল হয়ে যায় সভা। বাধ্য হয়ে সভাস্থল ত্যাগ করেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য নাগেশ্বর পাণ্ডে।

    বিস্তারিত পড়ুন: বিজেপিতেও বিধি বাম! বিশ্বনাথকে প্রার্থী করায় ‘বেসামাল’ গোঘাটের গেরুয়া শিবির

  • 16 Mar 2021 03:51 PM (IST)

    শুভেন্দুকে বেলাগাম আক্রমণ মমতার

    মমতা বন্দ্যোপাধ্যায়ের হলফনামা বিতর্কে শুভেন্দু অধিকারীকে বেলাগাম আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কঁথির মেজো বাবু র পাউচ খাওয়া বেড়ে গেছে তাই ভুলভাল বলছে।” কল্যাণ বলেন, “বাঁকুড়ায় ১২টা আসনের মধ্যে ৯ টা নতুন মুখ । ১১টা আসনে আমরা জিতব।”

     

  • 16 Mar 2021 03:23 PM (IST)

    বিষ্ণুপুরে জেপি নাড্ডার রোড শো

    তুষ্টিকরণ, কাটমানির খেলা শেষ। এবার বিজেপির নেতৃত্বে আসল পরিবর্তন হবে। বিষ্ণুপুরে রোড শোয়ের মাঝে বললেন জেপি নাড্ডা। তিনি বলেন, “সবকা সাথ সবকা বিকাশ এবার হবেই। বাংলায় বিজেপি সরকার আসবেই।”

  • 16 Mar 2021 03:06 PM (IST)

    নির্দলকে ভোট দিন, তবু বিজেপিকে নয় : অভিষেক

    নির্দল প্রার্থী ভোট দিয়ে জেতান, তবু বিজেপিকে না। পুরুলিয়ার মানবাজারের সভায় বললেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। আপনার মোদী সাত বছরে কী করেছে, আমাদের দিদি ১০ বছরে কী করেছে হিসাব করে দেখুন। দেশটাকে দেউলিয়া করে ছেড়েছে বিজেপি। বারবার বিজেপি বাংলায় অনুপ্রবেশ নিয়ে সরব হয়। এদিন তার জবাবে অভিষেক বলেন, সীমান্তের নিরাপত্তার দায়িত্বে যাঁরা সেই বিএসএফ তো রাজ্য নিযুক্ত করে না। স্বরাষ্ট্রমন্ত্রক দেখে। মোদী সরকারের সাত বছরে পাঁচ বছর রাজনাথ সিং ছিলেন। গত দু’ আড়াই বছর অমিত শাহ রয়েছেন। তা হলে কী ভাবে অনুপ্রবেশটা হচ্ছে। এরকম হলে স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি করবেন না?

  • 16 Mar 2021 02:06 PM (IST)

    ‘আমাদের তো খেলায় নেওয়াই হচ্ছে না, মাঠের বাইরে হাততালি দেওয়া ছাড়া কাজ নেই’

    “মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলছেন খেলা হবে, কিন্তু আমরাতো খেলতেই পারবো না। আমদের খেলায় নেওয়া হয়নি। মাঠের বাইরে আমরা। খুব বেশি হলে, মাঠের বাইরে দর্শকাশনে বসে হয়তো শুধুই হাততালি দেব।” বক্তব্য মালদার তৃণমূলের প্রাক্তন সহ সভাপতি-সহ প্রথম সারির নেতাদের। আর তাতেই ভোট আবহে (West Bengal Assembly Election 2021) একেবারে বেআব্রু মালদায় (Maldah) তৃণমূলের (TMC) সংগঠন।

    বিস্তারিত পড়ুন: ‘আমাদের তো খেলায় নেওয়াই হচ্ছে না, মাঠের বাইরে হাততালি দেওয়া ছাড়া কাজ নেই’, বেআব্রু তৃণমূলের সংগঠন

  • 16 Mar 2021 02:06 PM (IST)

    মমতার পায়ে চোট নিয়ে কী বলতে হবে?

    নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee Injured In Nandigram) ওপর পায়ে আঘাত লাগা নিয়ে কোনও নেতাই প্রকাশ্যে কোনও মন্তব্য করবেন না। ভোট আবহে (West Bengal Assembly Election 2021)  বঙ্গ তথা কেন্দ্রীয় নেতৃত্বকেও স্পষ্ট জানিয়ে দিল বিজেপি শীর্ষ নেতৃত্ব।

    বিস্তারিত পড়ুন: মমতার পায়ে চোট নিয়ে কী বলতে হবে? মধ্যরাত পর্যন্ত রুদ্ধদ্বার বৈঠকে কড়া সিদ্ধান্ত বিজেপির শীর্ষ নেতৃত্বের

  • 16 Mar 2021 02:04 PM (IST)

    গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার হুমকি!

    প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ। সোমবারের পর মঙ্গলবার ফের হেস্টিংসে  (Hastings) বিজেপি দফতরে (Bengal BJP) বিক্ষোভ দলীয় কর্মীদের। এ দিন তা আরও চরম আকার ধারণ করে। গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার হুমকি দেন বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের।

    বিস্তারিত পড়ুন: গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার হুমকি! হেস্টিংসে বিজেপি দফতরের সামনে কর্মীদের ব্যাপক বিক্ষোভ

  • 16 Mar 2021 01:12 PM (IST)

    বাংলার মাটি পরিবর্তনের মাটি: যোগী

    বাংলার মাটি পরিবর্তনের মাটি। এ মাটি রামকৃষ্ণ, রবীন্দ্রনাথের মাটি। ২ মে’র পর এখানকার রাজনৈতিক পটেও পরিবর্তন আসবে। পুরুলিয়ার বলরামপুরের সভা থেকে এমনই বার্তা দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার নির্বাচনী প্রচারে রাজ্যে এসেছেন যোগী। ব্যাক টু ব্যাক জনসভা করবেন তিনি। যার প্রথমটাই ছিল বলরামপুরে।

    বিস্তারিত পড়ুন: গরু পাচার থেকে অনুপ্রবেশ, বলরামপুরে তৃণমূলকে তুলোধোনা যোগীর

  • 16 Mar 2021 09:43 AM (IST)

    বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি

    ফের বোমাবাজি বিজেপি নেতার বাড়িতে। উত্তর হাবড়ার ৮ নম্বর ওয়ার্ডে এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। রাত ১১টা ১৫ নাগাদ বিকট শব্দে পরপর দুটি পড়ে এলাকার মণ্ডল সভাপতি ভাস্করকুমার দাসের বাড়িতে। তিনি বেরিয়ে আসতে ছুটে পালায় দুষ্কৃতীরা। ভাস্করবাবুর দাবি, ভোটের আগে তাঁদের ভয় দেখাতে এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল। তৃণমূল তা মানতে নারাজ।

  • 16 Mar 2021 09:42 AM (IST)

    ভোটে ভরসা ভক্তি

    ভোটে ভরসা ভক্তি। মনোনয়ন জমা দেওয়ার আগে সকালে তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন সিঙ্গুরের তৃণমূল প্রার্থী বেচারাম মান্না। সঙ্গে স্ত্রী, হরিপালের তৃণমূল প্রার্থী করবী মান্না। নিজেদের জয় তো বটেই, মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় দফায় মুখ্যমন্ত্রী হওয়ার প্রার্থনাও সেরেছেন মান্না দম্পতি।

  • 16 Mar 2021 09:42 AM (IST)

    প্রচারে তারকা প্রার্থী

    প্রচারে জমজমাট শহর থেকে জেলা। মঙ্গলবার সকাল থেকেই সোনারপুর বাজার এলাকায় ঘুরছেন সোনারপুর দক্ষিণের বিজেপি প্রার্থী অঞ্জনা বসু। দোকানদার থেকে সাধারণ মানুষ, অভিনেত্রীর জনসংযোগে সামিল প্রত্যেকেই। এই কেন্দ্রে তাঁর টক্কর অভিনেত্রী প্রার্থী লাভলি মৈত্রর সঙ্গে।

  • 16 Mar 2021 09:41 AM (IST)

    আজ বাঁকুড়ায় ম্যারাথন প্রচার মমতার

    আজ বাঁকুড়ায় ম্যারাথন প্রচার-সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। শালতোড়া, ছাতনা, রাইপুরে পর পর তিনটি জনসভা রয়েছে তৃণমূল সুপ্রিমোর। বাঁকুড়ার পরই বুধবার ঝাড়গ্রামে সভা করবেন মমতা।