লক্ষ্য ‘সোনার বাংলা’, ভোটের বঙ্গে আজ বালুরঘাটে রাজনাথ, গড়িয়ায় স্মৃতি ইরানি

Feb 26, 2021 | 10:21 AM

তৃণমূল বলছে, ভোটের Bengal Assembly Election 2021) সময় বাইরে থেকে এসে এভাবে বাংলার মন জেতা যায় না। দলের শীর্ষনেতৃত্বের দাবি, উন্নয়নের নিরিখে এবারও মমতা বন্দ্যোপাধ্যায়কেই জেতাবেন মানুষ।

লক্ষ্য সোনার বাংলা, ভোটের বঙ্গে আজ বালুরঘাটে রাজনাথ, গড়িয়ায় স্মৃতি ইরানি
ফাইল চিত্র।

Follow Us

টিভি নাইন বাংলা ব্যুরো: বিধানসভা ভোটের (Bengal Assembly Election 2021) প্রচারে শুক্রবার রাজ্যে দুই কেন্দ্রীয় মন্ত্রী। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সভা করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী (Defence Minister of India) রাজনাথ সিং (Rajnath Singh)। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনায় সভা করবেন স্মৃতি ইরানি (Smriti Irani)। ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন তিনি।

এদিন বালুরঘাটের দিশারী মাঠে সভা করবেন রাজনাথ সিং। উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জনসভার পর একটি রোড শো করার কথা প্রতিরক্ষা মন্ত্রীর। পাশাপাশি গড়িয়া স্টেশন থেকে বিজেপির পরিবর্তন যাত্রা রয়েছে। সেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ভাঙড় হয়ে নিউটাউনে গিয়ে শেষ হবে ওই পদযাত্রা।

আরও পড়ুন: কয়লাকাণ্ডে কলকাতার আরও এক ব্যবসায়ীর বাড়িতে সিবিআই, চলছে তল্লাশি

ভোটের বাংলায় একের পর এক বিজেপির হেভিওয়েট নেতার আগমন বুঝিয়ে দিচ্ছে লক্ষ্য ‘সোনার বাংলা’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব ভোটের প্রচারে বাংলামুখী। ভোটে জিতলে বিজেপি কী কী করবে ইতিমধ্যেই তাঁর একটি অডিয়ো ভিজুয়াল ইস্তেহারও প্রকাশ করেছে তারা। আগামিদিনেও রয়েছে একাধিক কর্মসূচি।

যদিও এসব বিষয়কে খুব একটা আমল দিতে নারাজ তৃণমূল। তাদের পাল্টা দাবি, ভোটের সময় বাইরে থেকে এসে এভাবে বাংলার মন জেতা যায় না। দলের শীর্ষনেতৃত্বের দাবি, উন্নয়নের নিরিখে এবারও মমতা বন্দ্যোপাধ্যায়কেই জেতাবেন মানুষ। তাঁর হাত ধরেই পশ্চিমবঙ্গ বিধানসভায় হ্যাট্রিক করবে তৃণমূল কংগ্রেস।

Next Article