নন্দীগ্রাম: নিজের কেন্দ্র নন্দীগ্রামে দাঁড়িয়ে হিন্দুত্ব নিয়ে ‘কম্পিটিশন’-এর চ্যালেঞ্জ জানিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রচারের প্রথম দিনেই চণ্ডীপাঠ করে কার্যত এ বারের নির্বাচনে ধর্মের অবস্থানকে মান্যতা দিয়েছিলেন তিনি। তারপর সেই বক্তব্য নিয়ে জল গড়িয়েছে বিস্তর। এ বার সেই নন্দীগ্রামের (Nandigram) মঞ্চে যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) পাশে নিয়ে ধর্মের তোপ দেগে সেই বৃত্তই সম্পূর্ণ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রতিপক্ষ মমতার উদ্দেশে বললেন, ‘আপনি কলমাটা তো ভুল পড়েন না!’
প্রথম দফার ভোটের আগে শেষ দিনের প্রচারে রাজ্যে এসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে জনসভায় উপস্থিত হন তিনি। আর তাঁকে পাশে নিয়েই ফের একবার ভুল মন্ত্রপাঠ নিয়ে মমতাকে তোপ দাগেন শুভেন্দু। আগেও সভায় সেই মন্ত্রপাঠের রেকর্ডিং শুনিয়ে আক্রমণ করেছেন তাঁর একসময়ের নেত্রী মমতাকে। এবার যোগীর সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দুর তোপ, ‘প্রত্যেক সভা থেকে বিষ্ণুমাতা বলে ভগবানের লিঙ্গ পরিবর্তন করে দেবকে দেবী বানাচ্ছেন আপনি।’ সনাতন হিন্দু ধর্মকে অপমান করার অভিযোগ তুলে শুভেন্দু বলেন, ‘সরস্বতী পূজার মন্ত্র ভুল বলে বাগদেবীকে অপমান করতে পারেন না। আপনি ভুল চণ্ডীপাঠ করছেন, আপনি তো কলমাটা ভুল পড়েন না। এগরার সভায় মমতার কলমা পাঠের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আপনি তো কলমাটা ভুল পড়েন না, হিন্দুদের মন্ত্র ভুল পড়েন।’ ভাঙা পায়ের নাটক বলেও মমতাকে কটাক্ষ করেন তিনি।
উত্তরপ্রদেশের বিপুল উন্নয়নের উদাহরণ দেওয়ার পাশাপাশি, কীভাবে সে রাজ্যে হিন্দুত্বের বন্দনা হয়, সে কথাও তুলে ধরেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বলেন, ‘বছর দুয়েক আগে দুর্গা পূজায় বাধা দেওয়া হয়েছিল বাংলায়। উত্তরপ্রদেশে ধুমধাম করে দুর্গা পূজা হয়, সরস্বতী পূজা হয়, রামলীলার আয়োজন করা হয়। সেই সঙ্গে চাকরিও মেলে, গরিবদের ঘরও মেলে, কিষান সম্মান নিধিও কার্যকর হয়।’
যোগীর দাবি, বাংলার কৃষকদের জন্য, বেকার যুবক-যুবতীদের জন্য চিন্তা নেই মমতার। শুধু অনুপ্রবেশকারীদের সংরক্ষণ দেওয়ার চিন্তা। তাঁর আরও দাবি, ‘পশ্চিমবঙ্গে গোহত্যা বন্ধ করতে দেন না মমতা, কারণ ওনার ভয়, ভোট ব্যাংকই শেষ হয়ে যাবে।’
আরও পড়ুন : ‘বদল করে যাদের নিয়ে আসছ, তারা আরও বেশি আমার লোক’, পুলিশি রদবদলে কমিশন-বিজেপিকে পাল্টা মমতার
এটাই অবশ্য প্রথম নয়। এর আগেও নন্দীগ্রামে শুভেন্দু দাবি করেছেন ৬২ হাজার অর্থাৎ সংখ্যালঘু ভোটের ভরসাতেই লড়াইতে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা। তবে বাকি ২ লক্ষ ১৩ হাজার অর্থাৎ হিন্দু ভোট যে তাঁর দিকেও, সেই দাবিও করেছিলেন শুভেন্দু। যার জবাবে গতকালই নন্দীগ্রামে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে এসেছেন, ধর্মের ওপর ভরসা করে ভোটে লড়েন না মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সব শিবির যতই অস্বীকার করুক, শিব মন্দিরে পুজো বা যজ্ঞ বারবার ধর্মের অস্তিত্ব প্রকট করছে বলেই মত রাজনৈতিক মহলের। আর বৃহস্পতিবার নন্দীগ্রামের যোগীর সভা সেই মতই প্রতিষ্ঠা করছে।