বামেদের সঙ্গ ছেড়েই শিলিগুড়ির শঙ্করের মুখে ‘রাম নাম’

Mar 16, 2021 | 5:42 PM

এ নিয়ে সিপিএমের ( CPIM) অশোক ভট্টাচার্যের প্রতিক্রিয়া, "শঙ্কর একজন নীতিভ্রষ্ট বামপন্থী।"

বামেদের সঙ্গ ছেড়েই শিলিগুড়ির শঙ্করের মুখে রাম নাম
প্রচারে শঙ্কর ঘোষ।

Follow Us

শিলিগুড়ি: বামেদের হাত ছেড়ে বিজেপিতে ( BJP) গিয়েই হিন্দুত্বের সুর শিলিগুড়ির শঙ্কর ঘোষের মুখে। গলায় পদ্ম-উত্তরীয় ঝুলিয়ে জনসংযোগে নামলেন জেলা সিপিএমের সম্পাদকমণ্ডলীর এক সময়ের সদস্য। এ নিয়ে সিপিএমের অশোক ভট্টাচার্যের প্রতিক্রিয়া, “শঙ্কর একজন নীতিভ্রষ্ট বামপন্থী।”

দিন কয়েক আগেই জেলা সিপিএমের সম্পাদক মণ্ডলীর সদস্যপদ ছেড়ে কৈলাস বিজয়বর্গীয়র হাত ধরে বিজেপি শিবিরে যোগ দেন শিলিগুড়ির শঙ্কর ঘোষ। সূত্রের খবর, তাঁকে দল প্রার্থী করতে পারে শিলিগুড়ি বা ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে। তবে এ খবরে এখনও কোনও সিলমোহর না পড়লেও মঙ্গলবার শঙ্কর ঘোষকে দেখা গেল ভোট প্রচারে।

এদিন বিজেপি জেলা সভাপতি প্রবীণ আগরওয়ালের সঙ্গেই প্রচারে যান শঙ্কর। প্রচারে গিয়ে জনসংযোগের পাশাপাশি হিন্দুধর্ম রক্ষায় বিজেপিকে সমর্থনের কথাও বলেন তিনি। শঙ্করের কথায়, “দেশের হিন্দুরা অন্যদের আগলে রেখেছে। বহুত্ববাদে বিশ্বাসী বিজেপি। কিন্তু সনাতন ধর্ম হিন্দু ধর্ম। সেই ধর্মকে রক্ষায় প্রচারে বিজেপির কাজকর্ম তুলে ধরলে দোষের কি?” তার সংযোজন, “ফেজটুপি যাঁরা পরেন, তাঁদের নিয়েও তো কেউ কেউ জোট বাঁধছেন। তাহলে?” এ ইঙ্গিত যে আব্বাস সিদ্দিকির আইএসএফের সঙ্গে বামেদের জোটকে নিশানা করেই, তা বুঝতে অসুবিধা হয়নি ওয়াকিবহাল মহলের।

আরও পড়ুন: ‘কে চালাচ্ছে কমিশন? আপনি চালাচ্ছেন না তো অমিত শাহ বাবু?’

প্রার্থী হবেন কি না সে প্রসঙ্গে শঙ্কর বলেন, “সেটা দলই ঠিক করে। তবে বিজেপির কর্মী হিসেবেই আজ প্রচার শুরু করলাম। এতদিন বামপন্থার কথা বলেছি। এখন নতুন দলে এসেছি। আমি কর্মীদের সঙ্গে থেকে শিখছি দলের কাজকর্ম। আজ প্রচার করেছি। চায়ে পে চর্চায় অংশ নিয়েছি। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের সমর্থন করছেন।

যদিও সিপিএম ছেড়ে বিজেপিতে গিয়ে শঙ্করের এই প্রচারকে বিধেঁছে বামেরা। শিলিগুড়িতে সিপিএমের প্রার্থী অশোক ভট্টাচার্য বলেন, “শঙ্কর নীতিভ্রষ্ট বামপন্থী। বিজেপি উগ্র হিন্দুত্ববাদের কথা বলে। বহুত্ববাদের কথা বলে না। ধর্ম নিয়ে প্রচার আমরা করি না। মানুষ ওদের যোগ্য জবাব দেবে।”

Next Article