মিছিল করে মনোনয়ন জমা দিতে এসেছিলেন। কিন্তু প্রয়াত স্বামীর পদবী ভুল লেখায় এবং বেশ কিছু প্রয়োজনীয় নথি না থাকায় মনোনয়ন জমা না দিয়েই বাড়ি ফিরতে হল তৃণমূল প্রার্থী (TMC Candidate) সাবিত্রী মিত্র (Sabitri Mitra)-কে। ঘটনায় হতাশ তৃণমূল কর্মী ও সমর্থকেরা।
এর আগে পুরুলিয়ার জয়পুরের তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিল হয়েছে একটা ছোট্ট ভুলে। তথ্য ভুল দেওয়ায় তাঁর প্রার্থীপদ বাতিল করে দেয় নির্বাচন কমিশন। এবার প্রয়াত স্বামীর পদবি ভুল লেখায় এবং প্রয়োজনীয় কাগজপত্র না দেখাতে পেরে মনোনয়ন জমা দিতে পারলেন না মালদহের মানিকচকের তৃণমূল প্রার্থী সাবিত্রী মিত্র। রাজ্যের প্রাক্তন মন্ত্রী কয়েক ঘন্টা ঠায় বসে থাকলেন গাড়িতে। অবশেষে মনোনয়ন জমা দেওয়ার সময় পেরিয়ে যাওয়ায় মনমরা হয়ে বাড়ি ফিরতে হল তাঁকে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, স্বামীর নাম স্বপন মিত্রের বদলে মৈত্র লিখেছিলেন সাবিত্রী দেবী।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) দ্বিতীয় দফার ভোট গ্রহণ। এই দফায় চার জেলায় ৩০ আসনে ভোটগ্রহণ হবে। এই পর্বের জন্য মঙ্গলবার বিকেল পাঁচটাতেই প্রচার শেষ হয়েছে। একুশের ভোটের এপিসেন্টার নন্দীগ্রামে ভোট। গোটা বাংলার নজর সেদিকেই। এদিকে, ৬ এপ্রিল রাজ্যে তৃতীয় দফার বিধানসভা ভোট। তার আগে চলছে জমজমাট প্রচার।
মিছিল করে মনোনয়ন জমা দিতে এসেছিলেন। কিন্তু প্রয়াত স্বামীর পদবী ভুল লেখায় এবং বেশ কিছু প্রয়োজনীয় নথি না থাকায় মনোনয়ন জমা না দিয়েই বাড়ি ফিরতে হল তৃণমূল প্রার্থী (TMC Candidate) সাবিত্রী মিত্র (Sabitri Mitra)-কে। ঘটনায় হতাশ তৃণমূল কর্মী ও সমর্থকেরা।
এর আগে পুরুলিয়ার জয়পুরের তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিল হয়েছে একটা ছোট্ট ভুলে। তথ্য ভুল দেওয়ায় তাঁর প্রার্থীপদ বাতিল করে দেয় নির্বাচন কমিশন। এবার প্রয়াত স্বামীর পদবি ভুল লেখায় এবং প্রয়োজনীয় কাগজপত্র না দেখাতে পেরে মনোনয়ন জমা দিতে পারলেন না মালদহের মানিকচকের তৃণমূল প্রার্থী সাবিত্রী মিত্র। রাজ্যের প্রাক্তন মন্ত্রী কয়েক ঘন্টা ঠায় বসে থাকলেন গাড়িতে। অবশেষে মনোনয়ন জমা দেওয়ার সময় পেরিয়ে যাওয়ায় মনমরা হয়ে বাড়ি ফিরতে হল তাঁকে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, স্বামীর নাম স্বপন মিত্রের বদলে মৈত্র লিখেছিলেন সাবিত্রী দেবী।
বিস্তারিত পড়ুন: পদবি গেরো, মনোনয়ন জমা না দিয়ে ফিরতে হল মানিকচকের তৃণমূল প্রার্থীকে
রাত পোহালেই নন্দীগ্রামে (Nandigram) মহাসংগ্রাম। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বনাম শুভেন্দু অধিকারীর (Suevndu Adhikari) নির্বাচনী যুদ্ধে বাকি আর কয়েক ঘণ্টা। তার আগে পূর্ব মেদিনীপুরের এই কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ বাড়ছে চড়চড় করে। নন্দীগ্রামে নিরাপত্তার কথা মাথায় রেখে এ বার বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। এই কেন্দ্রে বহিরাগতদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে প্রবেশের সমস্ত পথও বন্ধ করে দেওয়া হয়েছে।
বিস্তারিত পড়ুন: নন্দীগ্রামে বহিরাগতদের ‘নো এন্ট্রি’, সীমান্ত সিল করল কমিশন
“নির্ধারিত সময়ের বাইরে যদি কোনও বহিরাগত নন্দীগ্রামে ধরা পড়ে, তবে তাঁদের ধরে জেলে পুরে দিন।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
বিস্তারিত পড়ুন: ‘উস্কানি দিচ্ছেন মমতা’, মুখ্যমন্ত্রীর বক্তব্যে লাগাম টানতে কমিশনে কেন্দ্রীয় মন্ত্রী
কমিশনে অভিযোগ জানিয়ে কোনও লাভ হচ্ছে না। শুধু বিজেপি যে অভিযোগ জানাচ্ছে তাতেই গুরুত্ব দিচ্ছে কমিশন। দ্বিতীয় দফা অর্থাৎ নন্দীগ্রামে নির্বাচনের ঠিক আগের দিন এ কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও নাকা চেকিয় চালানো হচ্ছে না বলেও দাবি করেন তিনি।
ভরদুপুরে বারাকপুর কমিশনারেটের (Barackpore) সামনে চলল গুলি। ভোটের মুখে মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচিকে কেন্দ্র করে তৃণমূল (TMC)-বনাম বিজেপি (BJP) সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বারাকপুর। বুধবার পুলিশের সামনেই দুপুর আড়াইটা নাগাদ বারাকপুরের প্রশাসনিক ভবনের সামনে দুই পক্ষের হাতাহাতি শুরু হয় এবং ক্রমাগত স্পর্শকাতর হয়ে উঠতে শুরু করে পরিস্থিতি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে। উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে র্যাফ নামাতে হয়। জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশও।
বিস্তারিত পড়ুন: চলল গুলি, নামল র্যাফ, বারাকপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে চরম উত্তেজনা
‘আমাকে সবাই বলে সুবিধাবাদী।’ দিনহাটায় এসে ব্যাখ্যা দিলেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, ‘আমাকে তো সবাই ভোটে লড়ার জন্য অফার দিয়েছিল। আমি লড়িনি।’ উপর মহল থেকেও তাঁকে ভোটে লড়তে বলা হয়েছিল বলে জানিয়েছেন মিঠুন। কিন্তু তাঁর কথায়, ‘বাংলার গরিব মানুষ খুব কষ্টে আছে। তাদের জন্য কিছু করতে চাই।’ তিনি উল্লেখ করেন, ১০ বছর আগে, ৩৪ বছরের একটা সরকার ছিল, আর এখন যা যা হচ্ছে, সেগুলো সব করেছিল তারাও।
শান্তিপূর্ণ নির্বাচন দেখে ভয় পেয়েছেন মমতা। তাই নির্বাচন কমিশনে ছুটছেন। দ্বিতীয় দফা ভোটের আগে রাজ্যে প্রচারে এসে এমনটাই বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী নিজের কেন্দ্র ছেড়ে নিজের মন্ত্রীর সঙ্গে লড়তে এসেছেন নন্দীগ্রামে, শুভেন্দু ভবানীপুরে যায়নি। বড় নেতা তাহলে কে?’
ভোটের আগেই (West Bengal Assembly Election 2021) ফের বাড়ল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিরাপত্তা। পদ্মপ্রার্থীর সুরক্ষায় এবার মহিলা সিআরপিএফ। পুরুষ সিআরপিএফের (CRPF) পাশাপাশি মহিলা সিআরপিএফ জওয়ানও থাকবে শুভেন্দু অধিকারীর নিরাপত্তায়।
আরও পড়ুন: ঘিরে ধরছেন মহিলারা! শুভেন্দুর নিরাপত্তায় এবার মহিলা সিআরপিএফ জওয়ান
রাত পোহালেই নির্বাচন নন্দীগ্রামে (Nandigram)। একুশের নির্বাচনের (West Bengal Assembly Election 2021) ‘এপিসেন্টার’ সেই নন্দীগ্রামেই বাড়তি সতর্কতা নির্বাচন কমিশনের (Election Commission)। নন্দীগ্রামে জারি হল ১৪৪ ধারা।
বিস্তারিত পড়ুন: রাত পোহালেই ভোট, নন্দীগ্রামে জারি হল ১৪৪ ধারা
‘সিঙ্গুর থেকে ভোটে লড়ব ভেবেছিলাম’, সিঙ্গুরের জনসভায় গিয়ে এমনটাই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন গত বছরই মেচারাম মান্নাকে এ কথা জনিয়েছিলেন তিনি। তবে মাস্টারমশাই অর্থাৎ রবীন্দ্রনাথ ভট্টাচার্য অন্য কোনও কেন্দ্র থেকে লড়তে চান না বলে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন বলে দাবি করেন মমতা। পাশাপাশি, সিঙ্গুরের আন্দোলনে দিনের পর দিন মা-বোনেরা যে ভাবে সাহায্য করেছিলেন, তার জন্য ধন্যবাদ জানান নেত্রী। অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দিয়ে কথা রেখেছেন বলেও উল্লেখ করেন মমতা।
তৃণমূলের গুণ্ডারা বিজেপির বাড়ির মেয়েকে ধর্ষণ করেছে। শ্যামপুরে সভায় এসে নন্দীগ্রামের ঘটনা নিয়ে সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি বলেন, ‘বিজেপির বাড়ির মেয়ে ধর্ষিতা হয়েছে, আর দিদি বলছেন, এটা একটা সাধারণ ঘটনা। আপনাদের জিজ্ঞাসা করতে চাই। মহিলার ধর্ষণ কী বাংলার জন্য সাধারণ ঘটনা?’ ৬ তারিখে ভোট করে তৃণমূলের গুণ্ডারাজ শেষ করার বার্তা দেন তিনি।
তাঁর দাবি, সোনার বাংলার সংস্কারের অর্থ মহিলার সম্মান। আর তৃণমূলের কাছে সংস্কার মানে, মহিলার ধর্ষণের সংস্কার, অপমানের সংস্কার, মহিলাকে হত্যা করার সংস্কার। নিমতা-কাণ্ড নিয়েও এ দিন তৃণমূলকে আক্রমণ করেন স্মৃতি। বলেন, ‘৮০ বছরেরে মাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। অপরাধ এটা যে ওর ছেলে বিজেপি করত। ‘ তৃণমূল বাংলার মায়ের হত্যা করেছে বলে মন্তব্য করেন তিনি।
খেলা হবে স্লোগাল উল্লেখ করে মমতাকে কটাক্ষ করে স্মৃতি বলেন, ‘এই তোমার খেলা দিদি? বাংলার মহিলা সম্মান নিয়ে খেলা? বাংলার মহিলারা তাই ঠিক করেছে, তৃণমূলের খেলা শেষ হবে।’
‘সংখ্যালঘুরা ভোট ভাগ করবেন না’, গোঘাটে গিয়ে আর্জি জানালেন মমতা। ‘হায়দরাবাদ থেকে বিজেপির দালাল এসেছে’, আসাদুদ্দিন ওয়েইসির দলকে কটাক্ষ মমতার। আইএসএফ তথা আব্বাস সিদ্দিকির নাম না করে মমতা উল্লেখ করেন, ফুরফুরা শরিফের সবাই নয়, একটা ছেলে টাকা নিয়ে বসে আছে। তাঁকেও গদ্দার বলে কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, এই গদ্দারদের জন্য নিজেদের ভোট ভাগ করা যাবে না। তফশিলীদের জন্য তৃণমূল নেত্রী বলেন, ‘আমি আপনাদের সবার জন্য পেনশনের ব্যবস্থা করে দিয়েছি। কাস্ট সার্টিফিকেটের ব্যবস্থা করে দিয়েছি।’
উত্তরপ্রদেশে হাথরাস করেছ বলে বাংলায় তাই করবে? একটা মেয়ের গায়ে হাত দিয়ে দেখুক, হুঁশিয়ারি মমতার। ‘কমিশনে বলে বলে মুখ গলা ব্যাথা হয়ে গিয়েছে’, বহিরাগত গুণ্ডা প্রসঙ্গে বললেন মমতা। তিনি জানান, কালও রাতের অন্ধকারে রাতভর ভয় দেখিয়েছে বহিরাগত ‘গুণ্ডা’। বললেন, আমি এসব করছি না বলে এটা আমার দুর্বলতা নয়। আবারও অধিকারীদের নাম না করে বললেন, ‘আন্দোলনে রাস্তায় দেখা যায়নি। সিপিএমের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করেছিল।’
সিঙ্গুর থেকে খানাকুল শুধুই অত্যাচার চলত বাম আমলে। এ কথা উল্লেখ করে মমতা বললেন, ‘গোঘাটে এসেছিলাম। জল পিপাসা পেয়েছিল। সব ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। কেউ জল দেয়নি। সেই সিপিএমের হার্মাদরা আজ বিজেপিতে যোগ দিয়েছে।’
গোঘাট, খানাকুল, জয়রামবাটি সব জায়গা. উন্নয়ন হয়েছে। গোঘাটের জনসভা থেকে মমতা বললেন, ‘আজ গোঘাট, আরামবাগে শুধুই উন্নয়ন। কোনও ভুল বোঝাবুঝি চলবে না, উন্নয়নের কথা মাথায় রাখতে হবে না। আজ কী নেই? হাসপাতাল, বাস স্ট্যান্ড। আপনাদের রেলের যোগাযোগ ছিল না। বিজেপি, সিপিএম করেনি। আমি গোঘাট পর্যন্ত রেল সংযোগ করে দিয়েছি।’ ৩-৪ বছরের মধ্যে সব বাড়িতে জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মমতা। বন্যার প্রকোপ থেকে বাঁচতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
দ্বিতীয় দফা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের কাছে অভিযোগের পাহাড়। গত লোকসভা ভোটের রেকর্ড ছাপিয়ে গেল এবারের দ্বিতীয় দফা নির্বাচনের আগেই। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে সি-ভিজিল অ্যাপে অভিযোগ জমা পড়েছিল ১৩,১১৮টা। এবার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফা ভোটের আগেই অভিযোগ ছাপিয়ে গিয়েছে। সংখ্যাটা ১৩,২০৭টা। দ্বিতীয় দফায় নন্দীগ্রামের মতো কেন্দ্র রয়েছে, তাই সতর্ক নির্বাচন কমিশনও। চার জেলার ভোট নিয়ে অতি তৎপর কমিশন। বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও।
বিস্তারিত পড়ুন: ছাপিয়ে গেল অতীতের সব রেকর্ড! দ্বিতীয় দফার আগেই কমিশনে অভিযোগের পাহাড়
ভোটের আগেই ফের বাড়ল শুভেন্দু অধিকারীর নিরাপত্তা। পদ্মপ্রার্থীর সুরক্ষায় এবার মহিলা সিআরপিএফ। পুরুষ সিআরপিএফের পাশাপাশি মহিলা সিআরপিএফ জওয়ানও থাকবে শুভেন্দু অধিকারীর নিরাপত্তায়।
বিস্তারিত পড়ুন: ঘিরে ধরছেন মহিলারা! শুভেন্দুর নিরাপত্তায় এবার মহিলা সিআরপিএফ জওয়ান
নন্দীগ্রাম-২ ব্লকের লুকমিনিনগর এলাকায় গত কয়েকদিন ধরে একটা উত্তেজনা রয়েছে। মূলত তিনটি বুথে উত্তেজনা। সেখানে বাইকবাহিনী ভয় দেখাচ্ছে বলে অভিযোগ। মঙ্গলবার রাতে ওই এলাকায় পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ এলাকায় পৌঁছয়। এই ঘটনায় নিয়ম করে সি-ভিজিলে কমিশনে অভিযোগ জমা পড়েছে।
উত্তরেই আজরে মিঠুন চক্রবর্তী। মাদারিহাট বিধানসভার অন্তর্গত জলপাইগুড়ির গয়েরকাটায় রোড শো করবেন মিঠুন।
উত্তরবঙ্গে প্রচারে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, কোচবিহারের রাসমেলা ময়দানে সভা করবেন অভিষেক।
নির্বাচনী প্রচারে আজ রাজ্যে আসছেন জেপি নাড্ডাও। বেলা সাড়ে এগারোটা নাগাদ হুগলির ধনিয়াখালিতে জনসভা করবেন তিনি। এরপর দুপুর একটায় পুরশুড়ায় রোড শো রয়েছে তাঁর। বেলুড় মঠ পরিদর্শনের পর হাওড়ার শিবপুরে সাংগঠনিক সভা করবেন তিনি।
আজ তিনটি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে হুগলির গোঘাট বিধানসভার কামারপুকুরে নির্বাচনী সভা। এরপর সিঙ্গুরের রতনপুরে জনসভা করবেন তৃণমূলনেত্রী। তাঁর তৃতীয় জনসভাটি রয়েছে হাওড়ার পাঁচলায়।