চার দফা পেরিয়ে আজ পঞ্চম দফার ভোট। আর এই দিনই জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্র ভোটের দিনক্ষণ পিছিয়ে দিন নির্বাচন কমিশন। শনিবার ভোট গ্রহণ হয় রাজ্যের ৬ জেলার ৪৫টি আসনে। বিকেল ৫ টা পর্যন্ত সবমিলিয়ে ৭৮.৩৬ শতাংশ ভোট পড়ে। সবচেয়ে বেশি ভোট পড়েছে জলপাইগুড়ি জেলায়, ৮১.৭৩ শতাংশ।
চতুর্থ দফার পর পঞ্চম দফাতেও গুলি চলার অভিযোগ। শীতলকুচির পর এবার দেগঙ্গা। তবে গুলিতে কেউ হতাহত হননি। জমায়েত ঠেকাতে গুলি চালানো হয় বলে জানা যায়। যদিও গুলি চলেনি বলে জানাল কমিশন।
এছাড়া কোথাও এজেন্টকে মারধর, কোথাও ভোটারদের ভোট দানে বাধা দেওয়ার অভিযোগ উঠছে । পঞ্চম দফার সকাল থেকে সামনে আসছে বিক্ষিপ্ত অশান্তির খবর। বেলা বাড়তেই উত্তপ্ত হয়ে উঠল সল্টলেকের শান্তিনগর। শুরু ইটবৃষ্টি। এরই মধ্যে বুথে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ জানিয়েছেন মদন মিত্র। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন আরও এক তৃণমূল প্রার্থী সুজিত বসুও। এরই মধ্যে সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়ল ৩৬ শতাংশ। সবথেকে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানে।
চতুর্থ দফায় শীতলকুচিতে এক অনভিপ্রেত ঘটনায় প্রাণ হারাতে হয় চার জনকে। এবার তাই নিরাপত্তা আরও জোরদার। এই দফায় হে্ভিওয়েট প্রার্থীদের মধ্যে থাকছেন মদন মিত্র, চিরঞ্জিত, অদিতি মুন্সি, পার্ণো মিত্র, সব্যসাচী চক্রবর্তী, সুজিত বসু প্রমুখ।
ভোট সংক্রান্ত সারাদিনের সব আপডেট একনজরে:
পঞ্চম দফার ভোটের দিনই রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে নির্বাচনের দিনক্ষণ পিছিয়ে দিল নির্বাচন কমিশন। এ দিন নতুন বিজ্ঞপ্তি জারি করে কমিশন সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরের ভোটের নির্ঘণ্ট পিছিয়ে দিয়েছে। আগামী ২৬ এপ্রিল ওই বিধানসভা কেন্দ্রগুলিতে ভোটগ্রহণ হবে। দুই কেন্দ্রের দুই পৃথক দলের প্রার্থী করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হওয়ায় ভোট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন। গতকাল মারা যান জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী। তার আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী রেজাউল হকের মৃত্যু হয়। যার জন্য ওই দুই আসনের নির্বাচন পিছিয়ে দিয়েছে কমিশন।
ঞ্চম দফা বিধানসভা ভোটে (West Bengal Assembly Election 2021 Phase 5) দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে নদিয়ার গয়েশপুরে (Gayeshpur)। আক্রান্ত হয়েছেন সাত নম্বরের বুথের বিজেপি (BJP) সভাপতি। তাঁর বাড়িতেও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনার খবর করতে গিয়ে Tv9 বাংলার প্রতিনিধি অধীর রায় আটকে পড়েছেন তৃণমূল আশ্রতি দুষ্কৃতীদের হাতে। অধীর আটক অবস্থায় কোনওক্রমে জানিয়েছেন যে, তাঁকে ঘিরে রেখেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও তৃণমূল (TMC) একে জনরোষ বলে দাবি করছে। আপাতত কেন্দ্রীয় বাহিনী আমাদের প্রতিনিধিকে উদ্ধারের চেষ্টা করছে।
বিস্তারিত পড়ুন: West Bengal Assembly Election 2021 Phase 5: উত্তপ্ত গয়েশপুর, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর হাতে আটক Tv9 বাংলার প্রতিনিধি! | TV9 Bangla News
গত বছর জলপাইগুড়িতে করোনা ছড়ানোর প্রেক্ষিতে রাস্তায় নেমে কাজ করতে দেখা গিয়েছিল পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতোকে। করোনার দ্বিতীয় ঢেউয়ে জলপাইগুড়িতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা আক্রান্ত হয়েছেন জলপাইগুড়ির পুরসভার প্রশাসক সন্দীপ মাহাতো (Sandeep Mahato)। এদিন পিপিই কিট পরে স্কুটি চালিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে এলেন সেই তৃণমূল নেতা। শনিবার সন্ধ্যা ৬ টার পর স্কুটি চালিয়ে জলপাইগুড়ি সদর বিধানসভার অন্তর্গত ১৭/৯৮ (এ) বুথে এসে ভোট দিয়ে গেলেন তিনি।
বিস্তারিত পড়ুন: West Bengal Assembly Election 2021 Phase 5: পিপিই কিট পরে স্কুটি চালিয়ে ভোট দিতে হাজির করোনা আক্রান্ত পুর প্রশাসক
বিকেল ৫ টা পর্যন্ত রাজ্যের ৪৫ টি আসনে পড়ল ৭৮.৩৬ শতাংশ ভোট। সবচেয়ে বেশি ভোট পড়েছে জলপাইগুড়িতে। নির্বাচন কমিশন সূত্রে খবর, জলপাইগুড়ি জেলায় ৮১.৮৩ শতাংশ ভোট পড়েছে। কালিম্পংয়ে ৬৯.৫৬ শতাংশ, দার্জিলিংয়ে ৭৪.৩১ শতাংশ ভোট পড়েছে। এ ছাড়াও উত্তর ২৪ পরগনায় ৭৪.৮৩ শতাংশ, পূর্ব বর্ধমানে ৮১.৭২ শতাংশ ও নদিয়ায় ৮১.৫৭ শতাংশ ভোট পড়েছে।
বেলগড়িয়াতে আক্রান্ত হয়েছেন রাজু ব্যানার্জি। অসুস্থ তৃণমূল প্রার্থী মদন মিত্র। বেলঘরিয়া ব্রিজে আক্রান্ত হন কামারহাটির বিজেপি প্রার্থী। তাঁর অভিযোগের তির সরাসরি তৃণমূল প্রার্থী মদন মিত্রের দিকে। অভিযোগ, বোমা ছোড়া হয়েছে তাঁর গাড়ি লক্ষ্য করেও। এদিকে তৃণমূল প্রার্থী মদন মিত্র অসুস্থ বলে খবর। হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয়েছে তাঁর।
দুপুর ৩ টা পর্যন্ত ভোট পড়েছে ৬৯.৪০ শতাংশ। কিন্তু রাজগঞ্জ বিধানসভার দেমধাপাড়ার ২৩৫ নম্বর বুথে এখনও পর্যন্ত ভোট পড়েছে মাত্র চারটি। ২৩৫এ- তে ভোট পড়েছে ২০টি।
চার দফা পেরিয়ে আজ পঞ্চম দফার ভোট। শনিবার ভোট গ্রহণ চলছে রাজ্যের ৬ জেলার ৪৫টি আসনে। বিকেল তিনটে পর্যন্ত ভোট পড়েছে ৬৯.৪০ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়ল জলপাইগুড়িতে। কমিশন সূত্রে খবর, জলপাইগুড়ি জেলায় ৭৪.৮২ শতাংশ। কালিম্পংয়ে ৬২.৭১ শতাংশ, দার্জিলিঙয়ে ৬৪.১০ শতাংশ ভোট পড়েছে। এছাড়া উত্তর ২৪ পরগনায় ৬৫.৫২ শতাংশ, পূর্ব বর্ধমানে ৭২.২৫ শতাংশ ও নদিয়ায় ৭২.২৪ শতাংশ ভোট পড়েছে।
নিউটাউন বিধানসভা কেন্দ্রের পাথরঘাটা এলাকায় ২১৮ নম্বর বুথের সামনে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর ঘিরে তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত এলাকা। স্থানীয় সূত্রে খবর, যেখানে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর করা হয়েছে সেই জায়গায় শুক্রবার ক্যাম্প অফিস করেছিল বিজেপি। গতকাল অন্যত্র সেই ক্যাম্প অফিস সরিয়ে দেয় পুলিশ। এদিন সকালে ও জায়গায় তৃণমূলের ক্যাম্প অফিস তৈরির ফলে উত্তেজনার সূত্রপাত। দুপুর তিনটে নাগাদ তৃণমূলের ক্যাম্প অফিস ভেঙ্গে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনায় সংঘর্ষ তৃণমূল-বিজেপির।
তৃণমূলের বুথ এজেন্টকে রাস্তায় একা পেয়ে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, বুথ থেকে বেরিয়ে বাড়িতে খাবার খেতে যাচ্ছিলেন মন্তেশ্বর বিধানসভার রাইগ্রামের ১১৯ নম্বর বুথের এজেন্ট জানু মিঁয়া। সেই সময় বন্দুকের বাঁট দিয়ে ও লোহার রড দিয়ে তাঁকে মারধর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। জানুকে বাঁচাতে গিয়ে ওরও দুই তৃণমূল কর্মী আক্রান্ত হন। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকায় নেমেছে আধা সামরিক বাহিনী।
তৃণমূলের তারকা সাংসদ মিমি চক্রবর্তীর সঙ্গে সেলফি তুলতে যাওয়ার জের। অভিযুক্ত ভোটকর্মীকে সরিয়ে দিল নির্বাচন কমিশন (Election Commission)।
শীতলকুচির পর পঞ্চম দফায় ফের গুলি চালাল কেন্দ্রীয় বাহিনী। এবার দেগঙ্গায়। গুলিতে কেউ হতাহত হয়নি। জমায়েত হঠাতে গুলি চালানো হয়েছে বলে দাবি।
ভোট দিলেন অভিনেত্রী তথা সাংসদ-মিমি চক্রবর্তী। জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের ভোটার অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। শনিবার বেলা ১ টা নাগাদ তিনি জলপাইগুড়ি পান্ডাপাড়া জুনিয়র বেসিক স্কুলে ১৭/১৫৫ নম্বর বুথে ভোট দেন। ভোট দিয়ে তিনি স্থানীয় কালীবাড়িতে পূজো দিয়ে বাড়ি ফিরে যান।
বিজেপি প্রার্থী পার্নো মিত্রকে ঘিরে বিক্ষোভ। ভোটের দিন বুথ পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তিনি। তাঁর গাড়িতে লাথি মেরে ভাঙচুর চালানোর চেষ্টা হয় বলে অভিযোগ।
বিক্ষিপ্ত অশান্তির ছবি উঠে আসছে রাজ্যের একাধিক জায়গা থেকে। এরই মধ্যে সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়ল ৩৬ শতাংশ। কালিম্পঙে ভোট পড়েছে ৩৫ শতাংশ, দার্জিলিঙে ভোট পড়েছে ৩৩ শতাংশ, উত্তর ২৪ পরগণায় ভোট পড়েছে ৩৩ শতাংশ, পূর্ব বর্ধমানে ভোট পড়েছে ৩৯ শতাংশ, নদিয়ায় ভোট পড়েছে ৩৭ শতাংশ।
ভোট (West Bengal Assembly Election 2021 Phase 5) গ্রহণ চলছিল। বুথের মধ্যে আচমকাই অস্থিরতা লক্ষ্য করা যায় শরীরে। বুকে হাত দিয়ে মাটিতে শুয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু এজেন্টের। কামারহাটি (Kamarhati) বিধানসভার ১০০ নম্বর বুথে চাঞ্চল্যকর ঘটনা।
বিস্তারিত পড়ুন: বুথে ভোটাররা, ভোট চলাকালীন আচমকাই একটা শব্দ
পঞ্চম দফার সকাল থেকেই আসছে বিক্ষিপ্ত অশান্তির খবর। এরই মধ্যে সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়ল ১৬ শতাংশ।
তৃণমূল-বিজেপি সংঘর্ষের জেরে চলছে ব্যাপক ইটবৃষ্টি। সল্টলেকের শান্তিনগরের ঘটনা। ঘটনাস্থলে রয়েছেন বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত। অন্য এক বিজেপি নেতার মাথায় ইটের আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। সব্যসাচী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করেন, তৃণমূল দাঁড়িয়ে থেকে এই গণ্ডগোল করাচ্ছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সব্যসাচীর দাবি, পুলিশের উপস্থিতি আসলে আইওয়াশ।
বিস্তারিত পড়ুন: তুমুল ইটবৃষ্টি! পঞ্চাম দফায় যুযুধান পক্ষের সংঘর্ষে উত্তপ্ত সল্টলেক
বিজেপির (Bengal BJP) পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ। ভোট (West Bengal Assembly Election 2021 Phase 5) দিতে যাওয়ার পথে বেধড়ক মারধর বিজেপি কর্মীকে। মাথা ফেটে গিয়েছে ওই বিজেপি কর্মী। পঞ্চম দফার নির্বাচনে ব্যাপক উত্তেজনা মিনাখাঁর (Minakha) তেলেনিপাড়ায়।
বিস্তারিত পড়ুন: মিনাখাঁয় খোঁজ নেই বিজেপি এজেন্টের!
সুজিত বসুর পর মদন মিত্রকেও বুথে ঢুকতে বাধা। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ জানালেন কামারহাটির তৃণমূল প্রার্থী। সিআরপিএফ তাঁর পকেট সার্চ করার চেষ্টা করছে বলে উল্লেখ করেন মদন মিত্র। তিনি পকেট থেকে ঠাকুরের ছবি বের করে দেখান সংবাদমাধ্যমকে।
তৃণমূল প্রার্থী সুজিত বসুকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। কালিন্দীর ৬২ নম্বর বুথে তাঁকে প্রবেশ করে দেওয়া হয়নি বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে পর্যবেক্ষকে ফোন করেন তিনি। পর্যবেক্ষকের অনুমতি নিয়ে প্রবেশ করেন বুথে।
বিজেপির বুথ সভাপতির বাড়িতে মিলল বোমা। রাতেই বোমাবাজি হয়েছে বলে অভিযোগ। গয়েশপুরের বিজেপি বুথ সভাপতির জানান, রাতেই বোমাবাজির আওয়াজ পেয়েছেন তাঁরা। সকালে বেরিয়ে দেখেন বাড়ির কার্নিশে পড়ে আছে বোমা। সেটি যে কোনও সময় ফেটে যাওয়ার আশঙ্কা। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও বম্ব স্কোয়াড।
ভোট (West Bengal Assembly Election 2021) শুরু হওয়ার আগেই বিক্ষিপ্ত অশান্তি কল্যাণীতে (Kalyani)। কাঁটাগঞ্জে বিজেপি বুথ সভাপতিকে মারধরের অভিযোগ।
বিস্তারিত পড়ুন: বিজেপির বুথ সভাপতিকে রাস্তায় ফেলে ‘মার’, অশান্তি কল্যাণীতে
পঞ্চম দফার অন্যতম হেভিওয়েট প্রার্থী মদন মিত্র। শনিবার সকাল সকাল মন্দিরে পুজো দিয়ে ভোটকেন্দ্রের দিকে গেলেন কামারহাটির তৃণমূল প্রার্থী।
সকালে মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে মদন বলেন, মায়ের কাছে প্রার্থনা করলেন যাতে মমতা তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হন। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি, তবে বিজেপিকে প্রতিপক্ষ বলে মানতে রাজি নন। পুজো দিয়ে ভোট দিতে যান মদন। হীরালাল কলেজে ১৯১ নম্বর বুথে ভোট দেবেন তিনি।
বৈধ কার্ড থাকা সত্ত্বেও ভোট দিতে দেওয়া হচ্ছে না। এমনই অভিযোগ তুললেন ভোটাররা। নদিয়ার গয়েশপুরের ঘটনা। এলাকার মানুষের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। ভোটাররা জানিয়েছেন, তাঁরা সকালে ভোট দিতে এলে তাঁদের বের করে দেওয়া হয়, বলা হয় ভোট দিতে হবে না। কিন্তু ভোট দিতে মরিয়া তাঁরা। রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।
বিস্তারিত পড়ুন: ‘চলে যান, ভোটটা হয়ে গেছে আপনার’, গয়েশপুরে গামছা মুখে ‘বুথ প্রহরায়’ তৃণমূল!
রাজারহাট-নিউ টাউন কেন্দ্রের ২৬৪ নম্বর বুথের তৃণমূল এজেন্ট নন্দদুলাল দাসের বাইক পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। রাতের অন্ধকারে কেউ বা কারা এ কাজ করেছে বলে দাবি তাঁর। রাতে আওয়াজ শুনে তিনি বাইরে বেরিয়ে দেখেন বাইক পুড়িয়ে দেওয়া হয়েছে, তবে দুষ্কৃতীদের দেখতে পাননি। রাজনৈতিক উদ্দেশে এই কাজ করা হয়েছে বলে মনে করছেন তিনি। ভোট গ্রহণ কেন্দ্রে যেতে অনীহা প্রকাশ করেছেন তিনি। পাঠানো হয়েছে তাঁর রিলিভারকে।
বর্ধমান উত্তর বিধান সভা কেন্দ্রের সরাইটিকর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ৭০,৭১,৭২,৭৩ নম্বর বুথে বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এজেন্টের নাম অজিত সরকার ও অজিত সরেন। জখম দু’জনকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।
আরও পড়ুন: বুথে ঢোকার আগেই বিজেপি এজেন্টদের ‘মারধর’, রক্ত ঝরল বর্ধমান উত্তরে
উত্তর ২৪ পরগনা:
দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ , সন্দেশখালি , বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ ,পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট নিউটাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসত।
নদিয়া:
রানাঘাট উত্তর-পূর্ব , রানাঘাট দক্ষিণ , চাকদহ, কল্যাণী , হরিণঘাটা, শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণগঞ্জ।
পূর্ব বর্ধমান:
বর্ধমান দক্ষিণ, রায়না, জামালপুর, মন্তেশ্বর, কালনা, খণ্ডঘোষ, মেমারি, বর্ধমান উত্তর।
জলপাইগুড়ি:
নাগরাকাটা, ধূপগুড়ি, ময়নাগুড়ি , জলপাইগুড়ি , রাজগঞ্জ , ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল।
কালিম্পং:
কালিম্পং
দার্জিলিং:
মাটিগাড়া-নকশালবাড়ি , শিলিগুড়ি, ফাঁসিদেওয়া, দার্জিলিং, কার্শিয়াং।
চার দফা পেরিয়ে আজ পঞ্চম দফার ভোট। আর এই দিনই জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্র ভোটের দিনক্ষণ পিছিয়ে দিন নির্বাচন কমিশন। শনিবার ভোট গ্রহণ হয় রাজ্যের ৬ জেলার ৪৫টি আসনে। বিকেল ৫ টা পর্যন্ত সবমিলিয়ে ৭৮.৩৬ শতাংশ ভোট পড়ে। সবচেয়ে বেশি ভোট পড়েছে জলপাইগুড়ি জেলায়, ৮১.৭৩ শতাংশ।
চতুর্থ দফার পর পঞ্চম দফাতেও গুলি চলার অভিযোগ। শীতলকুচির পর এবার দেগঙ্গা। তবে গুলিতে কেউ হতাহত হননি। জমায়েত ঠেকাতে গুলি চালানো হয় বলে জানা যায়। যদিও গুলি চলেনি বলে জানাল কমিশন।
এছাড়া কোথাও এজেন্টকে মারধর, কোথাও ভোটারদের ভোট দানে বাধা দেওয়ার অভিযোগ উঠছে । পঞ্চম দফার সকাল থেকে সামনে আসছে বিক্ষিপ্ত অশান্তির খবর। বেলা বাড়তেই উত্তপ্ত হয়ে উঠল সল্টলেকের শান্তিনগর। শুরু ইটবৃষ্টি। এরই মধ্যে বুথে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ জানিয়েছেন মদন মিত্র। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন আরও এক তৃণমূল প্রার্থী সুজিত বসুও। এরই মধ্যে সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়ল ৩৬ শতাংশ। সবথেকে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানে।
চতুর্থ দফায় শীতলকুচিতে এক অনভিপ্রেত ঘটনায় প্রাণ হারাতে হয় চার জনকে। এবার তাই নিরাপত্তা আরও জোরদার। এই দফায় হে্ভিওয়েট প্রার্থীদের মধ্যে থাকছেন মদন মিত্র, চিরঞ্জিত, অদিতি মুন্সি, পার্ণো মিত্র, সব্যসাচী চক্রবর্তী, সুজিত বসু প্রমুখ।
ভোট সংক্রান্ত সারাদিনের সব আপডেট একনজরে:
পঞ্চম দফার ভোটের দিনই রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে নির্বাচনের দিনক্ষণ পিছিয়ে দিল নির্বাচন কমিশন। এ দিন নতুন বিজ্ঞপ্তি জারি করে কমিশন সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরের ভোটের নির্ঘণ্ট পিছিয়ে দিয়েছে। আগামী ২৬ এপ্রিল ওই বিধানসভা কেন্দ্রগুলিতে ভোটগ্রহণ হবে। দুই কেন্দ্রের দুই পৃথক দলের প্রার্থী করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হওয়ায় ভোট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন। গতকাল মারা যান জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী। তার আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী রেজাউল হকের মৃত্যু হয়। যার জন্য ওই দুই আসনের নির্বাচন পিছিয়ে দিয়েছে কমিশন।
ঞ্চম দফা বিধানসভা ভোটে (West Bengal Assembly Election 2021 Phase 5) দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে নদিয়ার গয়েশপুরে (Gayeshpur)। আক্রান্ত হয়েছেন সাত নম্বরের বুথের বিজেপি (BJP) সভাপতি। তাঁর বাড়িতেও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনার খবর করতে গিয়ে Tv9 বাংলার প্রতিনিধি অধীর রায় আটকে পড়েছেন তৃণমূল আশ্রতি দুষ্কৃতীদের হাতে। অধীর আটক অবস্থায় কোনওক্রমে জানিয়েছেন যে, তাঁকে ঘিরে রেখেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও তৃণমূল (TMC) একে জনরোষ বলে দাবি করছে। আপাতত কেন্দ্রীয় বাহিনী আমাদের প্রতিনিধিকে উদ্ধারের চেষ্টা করছে।
বিস্তারিত পড়ুন: West Bengal Assembly Election 2021 Phase 5: উত্তপ্ত গয়েশপুর, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর হাতে আটক Tv9 বাংলার প্রতিনিধি! | TV9 Bangla News
গত বছর জলপাইগুড়িতে করোনা ছড়ানোর প্রেক্ষিতে রাস্তায় নেমে কাজ করতে দেখা গিয়েছিল পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতোকে। করোনার দ্বিতীয় ঢেউয়ে জলপাইগুড়িতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা আক্রান্ত হয়েছেন জলপাইগুড়ির পুরসভার প্রশাসক সন্দীপ মাহাতো (Sandeep Mahato)। এদিন পিপিই কিট পরে স্কুটি চালিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে এলেন সেই তৃণমূল নেতা। শনিবার সন্ধ্যা ৬ টার পর স্কুটি চালিয়ে জলপাইগুড়ি সদর বিধানসভার অন্তর্গত ১৭/৯৮ (এ) বুথে এসে ভোট দিয়ে গেলেন তিনি।
বিস্তারিত পড়ুন: West Bengal Assembly Election 2021 Phase 5: পিপিই কিট পরে স্কুটি চালিয়ে ভোট দিতে হাজির করোনা আক্রান্ত পুর প্রশাসক
বিকেল ৫ টা পর্যন্ত রাজ্যের ৪৫ টি আসনে পড়ল ৭৮.৩৬ শতাংশ ভোট। সবচেয়ে বেশি ভোট পড়েছে জলপাইগুড়িতে। নির্বাচন কমিশন সূত্রে খবর, জলপাইগুড়ি জেলায় ৮১.৮৩ শতাংশ ভোট পড়েছে। কালিম্পংয়ে ৬৯.৫৬ শতাংশ, দার্জিলিংয়ে ৭৪.৩১ শতাংশ ভোট পড়েছে। এ ছাড়াও উত্তর ২৪ পরগনায় ৭৪.৮৩ শতাংশ, পূর্ব বর্ধমানে ৮১.৭২ শতাংশ ও নদিয়ায় ৮১.৫৭ শতাংশ ভোট পড়েছে।
বেলগড়িয়াতে আক্রান্ত হয়েছেন রাজু ব্যানার্জি। অসুস্থ তৃণমূল প্রার্থী মদন মিত্র। বেলঘরিয়া ব্রিজে আক্রান্ত হন কামারহাটির বিজেপি প্রার্থী। তাঁর অভিযোগের তির সরাসরি তৃণমূল প্রার্থী মদন মিত্রের দিকে। অভিযোগ, বোমা ছোড়া হয়েছে তাঁর গাড়ি লক্ষ্য করেও। এদিকে তৃণমূল প্রার্থী মদন মিত্র অসুস্থ বলে খবর। হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয়েছে তাঁর।
দুপুর ৩ টা পর্যন্ত ভোট পড়েছে ৬৯.৪০ শতাংশ। কিন্তু রাজগঞ্জ বিধানসভার দেমধাপাড়ার ২৩৫ নম্বর বুথে এখনও পর্যন্ত ভোট পড়েছে মাত্র চারটি। ২৩৫এ- তে ভোট পড়েছে ২০টি।
চার দফা পেরিয়ে আজ পঞ্চম দফার ভোট। শনিবার ভোট গ্রহণ চলছে রাজ্যের ৬ জেলার ৪৫টি আসনে। বিকেল তিনটে পর্যন্ত ভোট পড়েছে ৬৯.৪০ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়ল জলপাইগুড়িতে। কমিশন সূত্রে খবর, জলপাইগুড়ি জেলায় ৭৪.৮২ শতাংশ। কালিম্পংয়ে ৬২.৭১ শতাংশ, দার্জিলিঙয়ে ৬৪.১০ শতাংশ ভোট পড়েছে। এছাড়া উত্তর ২৪ পরগনায় ৬৫.৫২ শতাংশ, পূর্ব বর্ধমানে ৭২.২৫ শতাংশ ও নদিয়ায় ৭২.২৪ শতাংশ ভোট পড়েছে।
নিউটাউন বিধানসভা কেন্দ্রের পাথরঘাটা এলাকায় ২১৮ নম্বর বুথের সামনে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর ঘিরে তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত এলাকা। স্থানীয় সূত্রে খবর, যেখানে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর করা হয়েছে সেই জায়গায় শুক্রবার ক্যাম্প অফিস করেছিল বিজেপি। গতকাল অন্যত্র সেই ক্যাম্প অফিস সরিয়ে দেয় পুলিশ। এদিন সকালে ও জায়গায় তৃণমূলের ক্যাম্প অফিস তৈরির ফলে উত্তেজনার সূত্রপাত। দুপুর তিনটে নাগাদ তৃণমূলের ক্যাম্প অফিস ভেঙ্গে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনায় সংঘর্ষ তৃণমূল-বিজেপির।
তৃণমূলের বুথ এজেন্টকে রাস্তায় একা পেয়ে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, বুথ থেকে বেরিয়ে বাড়িতে খাবার খেতে যাচ্ছিলেন মন্তেশ্বর বিধানসভার রাইগ্রামের ১১৯ নম্বর বুথের এজেন্ট জানু মিঁয়া। সেই সময় বন্দুকের বাঁট দিয়ে ও লোহার রড দিয়ে তাঁকে মারধর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। জানুকে বাঁচাতে গিয়ে ওরও দুই তৃণমূল কর্মী আক্রান্ত হন। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকায় নেমেছে আধা সামরিক বাহিনী।
তৃণমূলের তারকা সাংসদ মিমি চক্রবর্তীর সঙ্গে সেলফি তুলতে যাওয়ার জের। অভিযুক্ত ভোটকর্মীকে সরিয়ে দিল নির্বাচন কমিশন (Election Commission)।
শীতলকুচির পর পঞ্চম দফায় ফের গুলি চালাল কেন্দ্রীয় বাহিনী। এবার দেগঙ্গায়। গুলিতে কেউ হতাহত হয়নি। জমায়েত হঠাতে গুলি চালানো হয়েছে বলে দাবি।
ভোট দিলেন অভিনেত্রী তথা সাংসদ-মিমি চক্রবর্তী। জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের ভোটার অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। শনিবার বেলা ১ টা নাগাদ তিনি জলপাইগুড়ি পান্ডাপাড়া জুনিয়র বেসিক স্কুলে ১৭/১৫৫ নম্বর বুথে ভোট দেন। ভোট দিয়ে তিনি স্থানীয় কালীবাড়িতে পূজো দিয়ে বাড়ি ফিরে যান।
বিজেপি প্রার্থী পার্নো মিত্রকে ঘিরে বিক্ষোভ। ভোটের দিন বুথ পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তিনি। তাঁর গাড়িতে লাথি মেরে ভাঙচুর চালানোর চেষ্টা হয় বলে অভিযোগ।
বিক্ষিপ্ত অশান্তির ছবি উঠে আসছে রাজ্যের একাধিক জায়গা থেকে। এরই মধ্যে সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়ল ৩৬ শতাংশ। কালিম্পঙে ভোট পড়েছে ৩৫ শতাংশ, দার্জিলিঙে ভোট পড়েছে ৩৩ শতাংশ, উত্তর ২৪ পরগণায় ভোট পড়েছে ৩৩ শতাংশ, পূর্ব বর্ধমানে ভোট পড়েছে ৩৯ শতাংশ, নদিয়ায় ভোট পড়েছে ৩৭ শতাংশ।
ভোট (West Bengal Assembly Election 2021 Phase 5) গ্রহণ চলছিল। বুথের মধ্যে আচমকাই অস্থিরতা লক্ষ্য করা যায় শরীরে। বুকে হাত দিয়ে মাটিতে শুয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু এজেন্টের। কামারহাটি (Kamarhati) বিধানসভার ১০০ নম্বর বুথে চাঞ্চল্যকর ঘটনা।
বিস্তারিত পড়ুন: বুথে ভোটাররা, ভোট চলাকালীন আচমকাই একটা শব্দ
পঞ্চম দফার সকাল থেকেই আসছে বিক্ষিপ্ত অশান্তির খবর। এরই মধ্যে সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়ল ১৬ শতাংশ।
তৃণমূল-বিজেপি সংঘর্ষের জেরে চলছে ব্যাপক ইটবৃষ্টি। সল্টলেকের শান্তিনগরের ঘটনা। ঘটনাস্থলে রয়েছেন বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত। অন্য এক বিজেপি নেতার মাথায় ইটের আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। সব্যসাচী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করেন, তৃণমূল দাঁড়িয়ে থেকে এই গণ্ডগোল করাচ্ছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সব্যসাচীর দাবি, পুলিশের উপস্থিতি আসলে আইওয়াশ।
বিস্তারিত পড়ুন: তুমুল ইটবৃষ্টি! পঞ্চাম দফায় যুযুধান পক্ষের সংঘর্ষে উত্তপ্ত সল্টলেক
বিজেপির (Bengal BJP) পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ। ভোট (West Bengal Assembly Election 2021 Phase 5) দিতে যাওয়ার পথে বেধড়ক মারধর বিজেপি কর্মীকে। মাথা ফেটে গিয়েছে ওই বিজেপি কর্মী। পঞ্চম দফার নির্বাচনে ব্যাপক উত্তেজনা মিনাখাঁর (Minakha) তেলেনিপাড়ায়।
বিস্তারিত পড়ুন: মিনাখাঁয় খোঁজ নেই বিজেপি এজেন্টের!
সুজিত বসুর পর মদন মিত্রকেও বুথে ঢুকতে বাধা। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ জানালেন কামারহাটির তৃণমূল প্রার্থী। সিআরপিএফ তাঁর পকেট সার্চ করার চেষ্টা করছে বলে উল্লেখ করেন মদন মিত্র। তিনি পকেট থেকে ঠাকুরের ছবি বের করে দেখান সংবাদমাধ্যমকে।
তৃণমূল প্রার্থী সুজিত বসুকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। কালিন্দীর ৬২ নম্বর বুথে তাঁকে প্রবেশ করে দেওয়া হয়নি বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে পর্যবেক্ষকে ফোন করেন তিনি। পর্যবেক্ষকের অনুমতি নিয়ে প্রবেশ করেন বুথে।
বিজেপির বুথ সভাপতির বাড়িতে মিলল বোমা। রাতেই বোমাবাজি হয়েছে বলে অভিযোগ। গয়েশপুরের বিজেপি বুথ সভাপতির জানান, রাতেই বোমাবাজির আওয়াজ পেয়েছেন তাঁরা। সকালে বেরিয়ে দেখেন বাড়ির কার্নিশে পড়ে আছে বোমা। সেটি যে কোনও সময় ফেটে যাওয়ার আশঙ্কা। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও বম্ব স্কোয়াড।
ভোট (West Bengal Assembly Election 2021) শুরু হওয়ার আগেই বিক্ষিপ্ত অশান্তি কল্যাণীতে (Kalyani)। কাঁটাগঞ্জে বিজেপি বুথ সভাপতিকে মারধরের অভিযোগ।
বিস্তারিত পড়ুন: বিজেপির বুথ সভাপতিকে রাস্তায় ফেলে ‘মার’, অশান্তি কল্যাণীতে
পঞ্চম দফার অন্যতম হেভিওয়েট প্রার্থী মদন মিত্র। শনিবার সকাল সকাল মন্দিরে পুজো দিয়ে ভোটকেন্দ্রের দিকে গেলেন কামারহাটির তৃণমূল প্রার্থী।
সকালে মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে মদন বলেন, মায়ের কাছে প্রার্থনা করলেন যাতে মমতা তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হন। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি, তবে বিজেপিকে প্রতিপক্ষ বলে মানতে রাজি নন। পুজো দিয়ে ভোট দিতে যান মদন। হীরালাল কলেজে ১৯১ নম্বর বুথে ভোট দেবেন তিনি।
বৈধ কার্ড থাকা সত্ত্বেও ভোট দিতে দেওয়া হচ্ছে না। এমনই অভিযোগ তুললেন ভোটাররা। নদিয়ার গয়েশপুরের ঘটনা। এলাকার মানুষের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। ভোটাররা জানিয়েছেন, তাঁরা সকালে ভোট দিতে এলে তাঁদের বের করে দেওয়া হয়, বলা হয় ভোট দিতে হবে না। কিন্তু ভোট দিতে মরিয়া তাঁরা। রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।
বিস্তারিত পড়ুন: ‘চলে যান, ভোটটা হয়ে গেছে আপনার’, গয়েশপুরে গামছা মুখে ‘বুথ প্রহরায়’ তৃণমূল!
রাজারহাট-নিউ টাউন কেন্দ্রের ২৬৪ নম্বর বুথের তৃণমূল এজেন্ট নন্দদুলাল দাসের বাইক পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। রাতের অন্ধকারে কেউ বা কারা এ কাজ করেছে বলে দাবি তাঁর। রাতে আওয়াজ শুনে তিনি বাইরে বেরিয়ে দেখেন বাইক পুড়িয়ে দেওয়া হয়েছে, তবে দুষ্কৃতীদের দেখতে পাননি। রাজনৈতিক উদ্দেশে এই কাজ করা হয়েছে বলে মনে করছেন তিনি। ভোট গ্রহণ কেন্দ্রে যেতে অনীহা প্রকাশ করেছেন তিনি। পাঠানো হয়েছে তাঁর রিলিভারকে।
বর্ধমান উত্তর বিধান সভা কেন্দ্রের সরাইটিকর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ৭০,৭১,৭২,৭৩ নম্বর বুথে বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এজেন্টের নাম অজিত সরকার ও অজিত সরেন। জখম দু’জনকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।
আরও পড়ুন: বুথে ঢোকার আগেই বিজেপি এজেন্টদের ‘মারধর’, রক্ত ঝরল বর্ধমান উত্তরে
উত্তর ২৪ পরগনা:
দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ , সন্দেশখালি , বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ ,পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট নিউটাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসত।
নদিয়া:
রানাঘাট উত্তর-পূর্ব , রানাঘাট দক্ষিণ , চাকদহ, কল্যাণী , হরিণঘাটা, শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণগঞ্জ।
পূর্ব বর্ধমান:
বর্ধমান দক্ষিণ, রায়না, জামালপুর, মন্তেশ্বর, কালনা, খণ্ডঘোষ, মেমারি, বর্ধমান উত্তর।
জলপাইগুড়ি:
নাগরাকাটা, ধূপগুড়ি, ময়নাগুড়ি , জলপাইগুড়ি , রাজগঞ্জ , ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল।
কালিম্পং:
কালিম্পং
দার্জিলিং:
মাটিগাড়া-নকশালবাড়ি , শিলিগুড়ি, ফাঁসিদেওয়া, দার্জিলিং, কার্শিয়াং।