West Bengal Assembly Election 2021 Phase 5: ‘চলে যান, ভোটটা হয়ে গেছে আপনার’, গয়েশপুরে গামছা মুখে ‘বুথ প্রহরায়’ তৃণমূল!

কোথাও বিজেপির (Bengal BJP) বুথ সভাপতিকে মারধরের অভিযোগ, কোথাও ভোট দানে বাধা। পঞ্চম দফা (West Bengal Assembly Election 2021 Phase 5) ভোটের সকাল থেকেই কল্যাণীর বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলছে।

West Bengal Assembly Election 2021 Phase 5: 'চলে যান, ভোটটা হয়ে গেছে আপনার', গয়েশপুরে গামছা মুখে 'বুথ প্রহরায়' তৃণমূল!
গয়েশপুরে রাস্তায় বসে বিক্ষোভ
Follow Us:
| Updated on: Apr 17, 2021 | 8:29 AM

কল্যাণী: কোথাও বিজেপির (Bengal BJP) বুথ সভাপতিকে মারধরের অভিযোগ, কোথাও ভোট দানে বাধা। পঞ্চম দফা (West Bengal Assembly Election 2021 Phase 5) ভোটের সকাল থেকেই কল্যাণীর বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলছে। গয়েশপুরে ভোটারদের ভোট দানে বাধা দেওয়ার অভিযোগ উঠছে। প্রতিবাদে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন ভোটাররা।

গ্রামবাসীদের অভিযোগ, সকাল থেকেই তৃণমূল আশ্রিত বহিরাগত দুষ্কৃতীরা রাস্তা ঘিরে রেখেছে। তাঁরা ভোট দিতে গেলে, তাঁদের বাধা দেওয়া হয়। ‘তোমাদের ভোট হয় গিয়েছে, বাড়ি চলে যাও’ বলে শাসানো হয় বলে অভিযোগ। প্রতিবাদে বুথের অদূরেই রাস্তায় সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।

আরও পড়ুন: West Bengal Assembly Election 2021 Phase 5: বিজেপির বুথ সভাপতিকে রাস্তায় ফেলে ‘মার’, অশান্তি কল্যাণীতে

এরকমই এক বৃদ্ধ ভোটার বললেন, “দাদা সকালে ভোটের লাইনে দাঁড়িয়েছি। ওরা এল। ওরা সব তৃণমূলের গুন্ডা। বলল চলে যান, ভোট হয়ে গেছে আপনার।” পাশে থাকা আরও এক যুবক বললেন, “দাদা দেখবেন ওদের কারোর কাছে আই কার্ড নেই। ওরা সব বহিরাগত। বাইরে থেকে ওদের আনা হয়েছে। ওরাই বলছে আমাদের নাকি ভোট হয়ে গিয়েছে।”

গয়েশপুরে উত্তেজনা

আরও এক বয়স্ক ব্যক্তি বললেন, “২০০ মিটারের মধ্যেই জমায়েত করছে ওরা। বাড়ি থেকে বেরোতেই ওরা বলল ভোট হয়ে যাবে চলে যান। ধাক্কা মেরে দিল আমাকে।” উত্তেজনা ছড়ায় এলাকায়। এলাকায় ঢোকে ক্যুইক রেসপন্স টিম।

গ্রামে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। প্রত্যেকটি গলি থেকে ভোটারদের বুঝিয়ে বার করে আনেন জওয়ানরা।