West Bengal Assembly Election 2021 Phase 5: উত্তপ্ত গয়েশপুর, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর হাতে আটক Tv9 বাংলার প্রতিনিধি!

গয়েশপুর কাণ্ডে এখনও পর্যন্ত দু'জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানাল নির্বাচন কমিশন (Election Commission)।

West Bengal Assembly Election 2021 Phase 5: উত্তপ্ত গয়েশপুর, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর হাতে আটক Tv9 বাংলার প্রতিনিধি!
বিজেপি কর্মীর বাড়িতে হামলার ছবি
Follow Us:
| Updated on: Apr 17, 2021 | 6:51 PM

নদিয়া: পঞ্চম দফা বিধানসভা ভোটে (West Bengal Assembly Election 2021 Phase 5) দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে নদিয়ার গয়েশপুরে (Gayeshpur)। আক্রান্ত হয়েছেন সাত নম্বরের বুথের বিজেপি (BJP) সভাপতি। তাঁর বাড়িতেও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনার খবর করতে গিয়ে Tv9 বাংলার প্রতিনিধি অধীর রায় আটকে পড়েছেন তৃণমূল আশ্রতি দুষ্কৃতীদের হাতে। অধীর আটক অবস্থায় কোনওক্রমে জানিয়েছেন যে, তাঁকে ঘিরে রেখেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও তৃণমূল (TMC) একে জনরোষ বলে দাবি করছে। আপাতত কেন্দ্রীয় বাহিনী আমাদের প্রতিনিধিকে উদ্ধারের চেষ্টা করছে।

পঞ্চম দফা ভোটের শুরু থেকেই বারবার খবরের শিরোনামে উঠে এসেছে গয়েশপুর। একের পর এক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সাত নম্বর বুথের বিজেপি সভাপতির ওপর হামলা ও তাঁর বাড়িতে ভাঙচুরের খবর পেয়ে সত্যাসত্য খতিয়ে দেখতে ছুটে যান Tv9 বাংলার প্রতিনিধি। সেখানে তাঁকে ঘিরে ধরেন দুষ্কৃতীরা। আটকে রাখা হয় তাঁকে।

এদিকে বহিরাগতদের নিয়ে বিজেপি সাংসদ শান্তুনু ঠাকুর অশান্তি পাকাতে চাইছেন এলাকায়, এই অভিযোগে তাঁকে ঘেরাও করে তৃণমূল কর্মীরা। অভিযোগ, সাংসদের সঙ্গে রয়েছে বিজেপির দুষ্কৃতী! অন্যদিকে শান্তনু ঠাকুরের পাল্টা অভিযোগ, আগ্নেয়াস্ত্র মজুত করে রাখার খবর পেয়ে সেখানে আসেন তিনি।

আরও পড়ুন: West Bengal Assembly Election 2021 Phase 5: রাজুকে বোমা ছোড়ায় ‘অভিযুক্ত’ মদনের শ্বাসকষ্ট! আক্রান্ত ও অসুস্থ কামারহাটির দুই প্রতিদ্বন্দ্বী

 পুলিশের সামনেই তাঁকে হুমকি দেওয়া হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। ঘটনাস্থলে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী।

গয়েশপুর কাণ্ডে এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানাল নির্বাচন কমিশন (Election Commission)।