কলকাতা: মুর্শিদাবাদের বড়ঞায় কংগ্রেস প্রার্থীদের ফর্ম-বি (Form B) ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। সেই নিয়ে বিডিও অফিসের সামনে ধরনায় বসেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। আর এদিকে ফর্ম-বি কেড়ে নেওয়ার অভিযোগ ঘিরে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টেও (Calcutta High Court)। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলা উঠেছিল। সেই মামলায় কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। বড়ঞার কংগ্রেস প্রার্থীদের ফর্ম-বি জমা নেওয়ার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিলেন বিচারপতি।
শুধু তাই নয়, ফর্ম-বি ছিনিয়ে নেওয়ার যে অভিযোগ উঠেছে, সেই ঘটনার যাতে কোনও পুনরাবৃত্তি না হয়, তাও নিশ্চিত করতে চাইছে কলকাতা হাইকোর্ট। সেই কারণে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। কংগ্রেস প্রার্থীদের ফর্ম-বি জমা নেওয়ার সময় সিআরপিএফ-এর নিরাপত্তা ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। যদি সিআরপিএফ নিরাপত্তা না থাকে, সেক্ষেত্রে মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার কংগ্রেস প্রার্থীদের ফর্ম-বি জমা দেওয়ার সময় নিরাপত্তা নিশ্চিত করবেন বলে জানিয়েছেন বিচারপতি।
উল্লেখ্য, নির্বাচনের মনোনয়নের ক্ষেত্রে ফর্ম-বি হল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। কোনও প্রার্থী যে দলীয় প্রতীক পেয়েছেন, সেটি নিশ্চিত করে এই ফর্ম-বি। অর্থাৎ, বড়ঞার ঘটনার ক্ষেত্রে কংগ্রেস প্রার্থীদের ফর্ম-বি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এক্ষেত্রে, এই ফর্ম-বি হল সেই নথি যা প্রমাণ করে, ওই প্রার্থীরা কংগ্রেসের তরফে দলীয় প্রতীক পেয়েছেন ভোটে লড়ার জন্য। গতকাল দুপুরে সেই ফর্ম-বি জমা দিতে যাওয়ার সময় ফর্মভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে বড়ঞায়। সেই নিয়ে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছেন অধীর। প্রতিবাদে বড়ঞা বিডিও অফিসের বাইরে ধরনায় বসেছেন। চিঠি লিখেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও। এবার সেই নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। কমিশনকে বলা হয়েছে, ওই কংগ্রেস প্রার্থীদের থেকে ফর্ম-বি জমা নেওয়ার জন্য এবং প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করার জন্য।