পঞ্চায়েত নির্বাচন নিয়ে একদিকে শাসক-বিরোধী তরজা জারি। অন্যদিকে, রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। আদালতের নির্দেশ মেনে ইতিমধ্যেই ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে কমিশন। প্রথম দফায় ৩১৫ কোম্পানি বাহিনী বরাদ্দ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী নয়, ভিনরাজ্যে স্পেশাল আর্মড পুলিশও আসছে রাজ্যে।
সোমবার থেকেই পঞ্চায়েতের প্রচারে ময়দানে নেমে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম সভা হবে কোচবিহারে। রবিবারই তিনি কোচবিহারে পৌঁছে যেতে পারেন বলে খবর।
বিস্তারিত পড়ুন: সোম থেকেই পঞ্চায়েতের নির্বাচনী প্রচার শুরু মমতার, প্রথম সভা কোচবিহারে
ত্রিস্তর পঞ্চায়েতে রাজ্যের কোন জেলায় কত আসনে বিনা লড়াইয়ে জয় হল? জেলাওয়াড়ি তালিকা প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন। সবথেকে বেশি বিনা লড়াইয়ে জয় হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। বাকি জেলাগুলির কী অবস্থা? দেখে নিন তালিকা…
কিছুদিন আগেই রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহার নিয়োগ নিয়ে রাজ্যপালের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন শুভেন্দু। আর আজ, রাজ্যপালের ভূমিকায় বেশ সন্তুষ্ট দেখাল বিরোধী দলনেতাকে। কী বললেন তিনি?
বিস্তারিত পড়ুন: ‘মমতার থেকে রাজ্যপালের জ্ঞান নেওয়ার দরকার নেই’, বোসের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু
আদর্শ আচরণবিধি ভাঙার অভিযোগ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের অফিসে শুভেন্দু অধিকারী। দুটি পৃথক ইস্যু নিয়ে কমিশনের কাছে অভিযোগ জানান তিনি। কী সেই অভিযোগ? জেনে নিন…
বিস্তারিত পড়ুন: ‘স্কলারশিপের লোভ’ দেখাচ্ছে সরকার, কমিশনের দুয়ারে শুভেন্দু
রাজ্য নির্বাচন কমিশনের থেকে ভোটের মনোনয়ন বা স্ক্রুটিনির সময় তথ্য পেতে সমস্যা হয়েছে বলে অভিযোগ শুভেন্দুর। সেই অভিযোগের কথা আজ কমিশনের অফিসের জানান তিনি। কমিশন থেকেও তাঁকে আশ্বস্ত করা হয়েছে, তথ্য পাওয়ার ক্ষেত্রে আগামীতে সমস্যা হবে না।
বিস্তারিত পড়ুন: নির্বাচন সংক্রান্ত তথ্য পেতে সমস্যা? শুভেন্দুর সঙ্গে বৈঠকের পরই আশ্বাস কমিশনের
পাঁচ বছর আগে পঞ্চায়েত নির্বাচনের আগেই বোমায় হাত উড়েছিল হাড়োয়ার পৌলমীর। এখন সে বারো। কেমন আছে সে?
বিস্তারিত পড়ুন: ‘আমার মতো কোনও বাচ্চার যেন না হয়’, মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা ১৮-তে বোমায় হাত খোওয়ানো পৌলমীর
প্রার্থী বাছাইয়ে বেনিয়মের অভিযোগ। পটাশপুরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।
বিস্তারিত পড়ুন: প্রার্থী বাছাইয়ে ‘বেনিয়ম’, ব্লক নেতা বনাম উপপ্রধানের লড়াইয়ে তপ্ত পটাশপুর
ঝাড়গ্রাম শহরের কাছেই রাধানগর গ্রাম পঞ্চায়েতের জোড়াখালি ১৫ নম্বর সংসদে পার্থী দিতে পারল না শাসক দল। নেপথ্যে কি কুড়মি ফ্যাক্টর?
বিস্তারিত পড়ুন: West Bengal Panchayat Elections 2023: প্রার্থীই দিতে পারল না তৃণমূল, নেপথ্যে কি কুড়মি আন্দোলন ফ্যাক্টর?
রাজ্যের বিভিন্ন জায়গায় পঞ্চায়েত ভোটের আবহে অশান্তির খবর। আর এসবের মধ্যেই শুক্রবার বিকেলে বিজেপির তিন বিধায়ককে নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের অফিসে শুভেন্দু অধিকারী।
বিস্তারিত পড়ুন: দলবল নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের অফিসে শুভেন্দু
মিনাখার কুমারজলির ঘটনায় প্রার্থীর মনোনয়ন কীভাবে জমা নেওয়া হল? তা নির্বাচন কমিশনে খতিয়ে দেখতে নির্দেশ কলকাতা হাইকোর্ট। গোটা বিষয়টি তদন্ত করে চলতি মাসের ২৮ তারিখের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
৮০০ কোম্পানির মধ্যে ৩১৫ কোম্পানি বাহিনী বরাদ্দ করেছে কেন্দ্র। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বাকি ৪৮৫ কোম্পানি বাহিনী দ্রুত পাঠানোর আবেদন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে আজ ফের চিঠি দিয়েছে কমিশন। আদালতে জানালেন কমিশনের আইনজীবী।
রাজ্যপাল বৃহস্পতিবারই বলেছিলেন, এক বিন্দু রক্ত ঝরলে তার দায়ও রাজ্য নির্বাচন কমিশনের। শুক্রবার এ নিয়ে প্রশ্ন করা হয় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে। বলেন, এ নিয়ে কোনও কিছুই তাঁর বলার নেই।
সবিস্তারে পড়ুন: প্রত্যেক রক্তবিন্দুর দায় কমিশনের’, রাজ্যপালের এই মন্তব্যে কী বললেন রাজীব সিনহা
বৃহস্পতিবার সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে পুরুলিয়ায় তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবের। সেই ঘটনার জেরে শুক্রবার সকাল থেকে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে এলাকায়। আদ্রা স্টেশনের কাছে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের নেতা-কর্মীরা। তাঁদের দাবি, দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত তাঁরা বিক্ষোভ চালিয়ে যাবেন। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রথম দফায় পশ্চিমবঙ্গের জন্য ৩১৫ কোম্পানি বাহিনী বরাদ্দ করা হয়েছে। শুক্রবার থেকেই সেই বাহিনী রাজ্যে আসতে শুরু করবে বলে জানা গিয়েছে।
বিস্তারিত পড়ুন: রাজ্যে আসছে ৩১৫ কোম্পানি বাহিনী, কোন ফোর্সের সংখ্যা কত?