Panchayat Election 2023: নির্বাচন সংক্রান্ত তথ্য পেতে সমস্যা? শুভেন্দুর সঙ্গে বৈঠকের পরই আশ্বাস কমিশনের

Suvendu Adhikari: পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে কোনও সর্বদলীয় বৈঠক ডাকা হয়নি। পরে বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই নিয়ে শুরু থেকেই বিজেপি নেতৃত্ব নিজেদের আপত্তির কথা শুনিয়েছিল। আজ কমিশনের অফিস থেকে বেরিয়ে আবারও সেই বিষয়টিকে মনে করিয়ে দেন শুভেন্দু।

Panchayat Election 2023: নির্বাচন সংক্রান্ত তথ্য পেতে সমস্যা? শুভেন্দুর সঙ্গে বৈঠকের পরই আশ্বাস কমিশনের
রাজ্য নির্বাচন কমিশনের অফিস থেকে বেরিয়ে শুভেন্দুImage Credit source: নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jun 23, 2023 | 6:24 PM

কলকাতা: শুক্রবার বিকেলে বিজেপি বিধায়কদের এক প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের অফিসে যান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রায় আধ ঘণ্টা ভিতরে ছিলেন তাঁরা। বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয় কমিশনের কর্তাদের সঙ্গে। কমিশনের বেশ কিছু ভূমিকায় পদ্ম শিবিরের অসন্তোষের কথা সেখানে জানান শুভেন্দুরা। যদিও আদালতে যে বিষয়গুলি বিচারাধীন, সেসব নিয়ে আজ কোনও আলোচনা হয়নি বলেই জানান শুভেন্দু। উল্লেখ্য, এবার পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে কোনও সর্বদলীয় বৈঠক ডাকা হয়নি। পরে বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই নিয়ে শুরু থেকেই বিজেপি নেতৃত্ব নিজেদের আপত্তির কথা শুনিয়েছিল। আজ কমিশনের অফিস থেকে বেরিয়ে আবারও সেই বিষয়টিকে মনে করিয়ে দেন শুভেন্দু।

বিরোধী দলনেতার বক্তব্য, যখন থেকে রাজ্য নির্বাচন কমিশন ভোট পরিচালনা করছে, তখন থেকে ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। কিন্তু এবার তা হয়নি। শুধু তাই নয়, অতীতের ভোটগুলির সময়ে প্রতিদিন সন্ধেয় প্রেস ব্রিফিং করা হত। কমিশনের মুখ্য জনসংযোগ আধিকারিক বা সচিব এই প্রেস ব্রিফিং করে থাকেন। কিন্তু এবার নির্বাচন সংক্রান্ত তথ্য পেতে রাজনৈতিক দলগুলির সমস্যা হচ্ছে বলে দাবি শুভেন্দুর। সেই বিষয়টি নিয়ে এদিন কমিশনের অফিসে আলোচনা করেন তাঁরা।

কমিশনের অফিস থেকে বেরিয়ে বিরোধী দলনেতা বলেন, ‘এতগুলি মনোনয়ন জমা পড়ল। ১৫ তারিখ সন্ধেবেলা কোনও তথ্য পাওয়া যায়নি। ১৭ তারিখও তিনটের সময় স্ক্রুটিনি শেষ হয়েছে। তারপরও তথ্য পাওয়া যায়নি। কত বাতিল হল, কেউ জানত না। মনোনয়ন প্রত্যাহারের পরও পরিসংখ্যান পাওয়া যাচ্ছে না। যে তথ্য দেওয়া হয়েছে, সেখানে দুটি জেলার তথ্য নেই। মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনাকে রাখা হয়নি। এখনও সেই তথ্য নেই।’

শুভেন্দুর বক্তব্য, সঠিকভাবে প্রেস ব্রিফিং না হওয়ার কারণে নির্বাচন সংক্রান্ত তথ্য পেতে সমস্যা হচ্ছে। কত আসনে ভোট হচ্ছে, কোন ব্লকের কোন স্তরে ভোট হচ্ছে, কোন স্তরে হচ্ছে না… কিংবা কোথায় কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল, সেই সব নিয়ে স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। তবে বিরোধী দলনেতা জানান, কমিশনের অফিস থেকে তাঁকে আশ্বস্ত করা হয়েছে এবার থেকে প্রতিদিন নিয়ম করে সন্ধে ৭টায় প্রেস ব্রিফিং করা হবে এবং সব তথ্য জানানো হবে।

এদিকে অতীতের পঞ্চায়েত ভোটগুলিতে দেখা গিয়েছে গণনাপর্বে অনেকটা সময় লেগে যেত। কারণ, প্রথমে গ্রাম পঞ্চায়েতের গণনা হত, তারপর পঞ্চায়েত সমিতির, তারও পরে জেলা পরিষদের। কিন্তু এবার যাতে আদালতের নির্দেশ মতো একইসঙ্গে সব গণনা হয়, সেই বিষয়টিও কমিশনের নজরে আনেন শুভেন্দুরা। বিরোধী দলনেতা জানালেন, এই নিয়েই কমিশনের থেকে তাঁদের আশ্বস্ত করা হয়েছে। এছাড়া কমিশনের কাছে যেসব অভিযোগগুলি আসছে, সেগুলির প্রেক্ষিতে কমিশন কী ব্যবস্থা নিচ্ছে তাও জনসমক্ষে আনার জন্য বলেছেন তিনি।

উল্লেখ্য রাজ্য নির্বাচন কমিশনের কাছে এর আগে বিজেপির তরফে শিশির বাজোরিয়া মেল করে জানতে চেয়েছিলেন সঞ্জয় বনসলের বিষয়ে। সেই নিয়েও এদিন কমিশনের কর্তাদের কাছে জানতে চান শুভেন্দুরা। কমিশনের তরফে তাঁদের আশ্বস্ত করা হয়েছে, শিশির বাজোরিয়ার ইমেলের জবাব দেওয়া হবে। শুভেন্দুর বক্তব্য, যদি দেখা যায় কমিশনের আইনের বাইরে গিয়ে এই দায়িত্ব দেওয়া হয়েছে, তাহলে তা নিয়ে রাজ্যপালকে কাছে অভিযোগ জানাবে বিজেপি। প্রয়োজনে আদালতেও যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।