West Bengal Panchayat Elections 2023: প্রচার সেরে ফিরেছিলেন, দুর্ঘটনার কবলে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের গাড়ি
West Bengal Panchayat Elections 2023: বাইকটি মুখোমুখি চলে আসায়, নিয়ন্ত্রণ রাখতে পারেননি গাড়ির চালক। গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাইক থেকে ছিটকে পড়েন দু'জন। স্থানীয় বাসিন্দারাই তাঁদের উদ্ধার করেন।
বাঁকুড়া: দুর্ঘটনার কবলে বাঁকুড়ার জয়পুর ব্লকের তৃণমূলের জেলা পরিষদ প্রার্থী সুজাতা মণ্ডলের গাড়ি। একটি বাইকের সঙ্গে সুজাতা মণ্ডলের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুরে। যদিও জানা যাচ্ছে, ঘটনায় সময় গাড়িতে ছিলেন না সুজাতা মণ্ডল। ছিলেন তাঁর চালক ও দেহরক্ষী। তাঁদের চোট না লাগলেও, আহত হয়েছেন মোটর বাইকে থাকা দু’জন।
শুক্রবার সকাল থেকে জয়পুর ব্লকের উত্তরবাড়ে প্রচারে ছিলেন জেলা পরিষদের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। ছিলেন রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদার। শুক্রবার দুপুরে একটি দলীয় সভা সেরে ফিরছিলেন। স্থানীয় জয়পুরের একটি হোটেলে খাবার খেতে যান তিনি। প্রচারে যাওয়ার আগেই সুজাতা মণ্ডলের গাড়ির চালক ও নিরাপত্তারক্ষী গাড়ি নিয়ে আবার একটি পেট্রল পাম্পে যান।
গাড়িতে তেল ভরেন। তারপর সেখান থেকে দলীয় তৃণমূল কার্যালয়ে যাচ্ছিলেন। সেই সময় জয়পুরের একটি বিপজ্জনক রাস্তার টার্নিং পয়েন্টে উল্টো দিক থেকে একটি বাইক আসছিল। বাইকটি মুখোমুখি চলে আসায়, নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাইক থেকে ছিটকে পড়েন দু’জন। স্থানীয় বাসিন্দারাই তাঁদের উদ্ধার করেন। চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সুজাতার গাড়ির চালক ও নিরাপত্তারক্ষীর চোট লাগেনি। তবে জানা যাচ্ছে, গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে।
প্রার্থী সুজাতা মণ্ডল বলেন, “প্রচার সেরে ফিরছিলাম। খাওয়া সেরে আমাদের চালক তেল ভরতে গিয়েছিল। সে সময়ে টার্নিংয়ে একটা বাইক ভীষণ গতিতে এসে গাড়িতে ধাক্কা মারে। কেউ এসে যদি গাড়িতে মারে, আমার কী করার আছে বলুন, আমার গাড়িরই ক্ষতি হল।”