Panchayat Elections 2023: ‘শুভেন্দুর পাপের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে’, আক্রমণ সায়ন্তিকার, জবাব বিজেপির

Panchayat Elections 2023: আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়ার গঙ্গাজলঘাটির নবগ্রামে সভা করে তৃণমূল। সেই সভার প্রধান বক্তা সায়ন্তিকা ছিলেন। বিভিন্ন ইস্যুতে কেন্দ্রকে লাগাম ছাড়া আক্রমণ শানান তিনি।

Panchayat Elections 2023: 'শুভেন্দুর পাপের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে', আক্রমণ সায়ন্তিকার, জবাব বিজেপির
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 24, 2023 | 7:28 PM

বাঁকুড়া: বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদান নিয়ে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, “শুভেন্দু চটি ছেড়ে এখন বুট চাটতে গিয়েছেন। তাঁর পাপের প্রায়শ্চিত্ত আমাদের করতে হচ্ছে।” এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিজেপি।

আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়ার গঙ্গাজলঘাটির নবগ্রামে সভা করে তৃণমূল। সেই সভার প্রধান বক্তা সায়ন্তিকা ছিলেন। বিভিন্ন ইস্যুতে কেন্দ্রকে লাগাম ছাড়া আক্রমণ শানান তিনি। তখনই আচমকা বেঁফাস মন্তব্য করে বসেন এই তারকা। তাঁর বক্তব্য, শুভেন্দু অধিকারী এত পাপ করেছেন যে এখন প্রায়শ্চিত্ত করতে হচ্ছে তাঁদের।

এরপর নিজের বক্তব্যের সমর্থনে সায়ন্তিকা বলতে গিয়ে বলেন, “শুভেন্দু অধিকারী অফিসিয়ালি চোর। বুট চাটলেও তাঁর পাপ যাবে না।” এ দিকে, নেত্রীর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে গেরুয়া শিবির। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলেন সায়ন্তিকাও সেই একই ভাষাতে কথা বলছেন। বিজেপি জেলা সভাপতি বিল্লেশ্বর সিংহ বলেন, “এটাই ওদের কালচার। যে সর্বোচ্চ নেত্রী তাঁর মুখেও এই ভাষা। কলকাতা থেকে এসে বাঁকুড়ায় দাঁড়িয়েছিল। মানুষ দু’গালে থাপ্পড় মেরেছে। তাও এখানে আসে।”

GHORER BIOSCOPE COUNTDOWN