Bankura News: জ্বরে কাঁপছে রোগী, ভর্তি না নিয়ে ‘তাড়িয়ে’ দিল হাসপাতাল
Bankura News: রোগীর পরিবার সূত্রে খবর, শুক্রবার থেকে প্রবল জ্বর আসে সালমা চৌধুরীর। শুধু তাই নয়, রীতিমতো কাঁপতে থাকে সে। সঙ্গে গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সালমার পরিবারের লোকজন।
বাঁকুড়া: তীব্র কাঁপুনি। সঙ্গে প্রবল জ্বর। বাড়িতে কোনওভাবেই সারছিল না। সেই কারণে মেয়েটাকে নিয়ে হাসপাতালে ছোটে তার পরিবারের লোকজন। কিন্তু কে জানত এই বিপত্তি হবে? অভিযোগ, হাসপাতালের কর্তব্যরত নার্সরা ওই রোগীকে ফিরিয়ে দিলেন। শুধু তাই নয়। সঙ্গে পরিজনদের সঙ্গেও দুর্ব্যবহারের অভিযোগ উঠল। এই ঘটনার পর কোতুলব্লকের গোগড়া হাসপাতালে উত্তজনা ছড়িয়ে যায়।
রোগীর পরিবার সূত্রে খবর, শুক্রবার থেকে প্রবল জ্বর আসে সালমা চৌধুরীর। শুধু তাই নয়, রীতিমতো কাঁপতে থাকে সে। সঙ্গে গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সালমার পরিবারের লোকজন। সেখানেই সালমাকে ভর্তি না নিয়ে নার্সরা তাড়িয়ে দেয় বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর অভিযুক্ত নার্সের শাস্তির দাবিতে সরব হন রোগীর পরিজনরা। উত্তেজনার খবর পেয়ে কোতুলপুর থানার পুলিশ এলাকায় পৌঁছয়। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান যে গোটা বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।