AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ডিভোর্সের পরেও কিরণের সঙ্গে নিয়মিত শারীরিক সম্পর্ক! কেন এমনটা করেন আমির? ফাঁস করলেন নিজেই

শুধু তাই নয়, আমিরের ছোট ছেলে আজাদকে একসঙ্গেই বড় করে তুলবেন কিরণ ও আমির। ঠিক এরপরেই নানা জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে, আমির ও কিরণকে। একসঙ্গে মিলে ঘুরতেও গিয়েছেন।

ডিভোর্সের পরেও কিরণের সঙ্গে নিয়মিত শারীরিক সম্পর্ক! কেন এমনটা করেন আমির? ফাঁস করলেন নিজেই
| Updated on: Jul 11, 2025 | 6:18 PM
Share

চার বছর আগে দুম করে সোশাল মিডিয়ার হাত ধরে আমির খান ও কিরণ রাও জানিয়ে দিয়েছিলেন তাঁর ডিভোর্স দিচ্ছেন। তবে সঙ্গে এটাও জানিয়ে ছিলেন, বৈবাহিক সম্পর্কে ছেদ পড়লেও, তাঁদের বন্ধুত্ব থাকবে। শুধু তাই নয়, আমিরের ছোট ছেলে আজাদকে একসঙ্গেই বড় করে তুলবেন কিরণ ও আমির। ঠিক এরপরেই নানা জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে, আমির ও কিরণকে। একসঙ্গে মিলে ঘুরতেও গিয়েছেন। কিরণের ছবি প্রযোজনাও করেছেন। তবে এবার পানি ফাউন্ডেশনের অনুষ্ঠানে এসে আমির আর কিরণ জানিয়ে দিলেন, তাঁদের সম্পর্কের নতুন সমীকরণের কথা।

তা কী বললেন আমির ও কিরণ?

আমিরের জীবনে এখন এসেছেন নতুন প্রেমিকা গৌরী। তবে কিরণ রয়েছেন সিঙ্গলই। তবে তাঁদের বন্ধুত্ব একেবারেই জমজমাট। আমির ও কিরণ দুজনেই জানিয়েছেন, ডিভোর্স আমাদের সম্পর্কের ধরনটা বদলে দিয়েছে। আমরা এখন দারুণ বন্ধু, বলা যায় খুব কাছের বন্ধু। জীবনের সব কিছু আমরা শেয়ার করি। এমনকী, প্রয়োজনে আমরা শারীরিক সম্পর্কেও লিপ্ত হই। এটাই আমাদের সম্পর্কের ভিত। যেখানে আমরা সমাজের দেওয়া কোনও বন্ধনে আটকে নই। পুরোটাই দুজনের সম্মতিতে ঘটে।