AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

”লাল সিং চাড্ডা’-র জন্য এখনও গালাগাল খাচ্ছি’, স্বীকারোক্তি আমির খানের

এবার ছবিটি নিজের প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেলেই নিয়ে এলেন আমির। ১০০ টাকায় দেখা যাবে এই ছবি। এই ইউটিউব চ্যানেল থেকে তাঁর অন্য ছবিও দেখা যাবে, সেই মডেল বুঝিয়ে দিলেন আমির খান। অন্য় কোনও ভালো ছবি যদি আমির খানের পছন্দ হয়, তা হলে সেটি রাখবেন এই ইউটিউব চ্যানেলেই, এ কথা ঘোষণা করেছেন অভিনেতা।

''লাল সিং চাড্ডা'-র জন্য এখনও গালাগাল খাচ্ছি', স্বীকারোক্তি আমির খানের
| Edited By: | Updated on: Aug 01, 2025 | 12:57 PM
Share

আমির খান তাঁর অনুরাগীদের চমকে দিলেন সিতারে জমিন পর ইউটিউবে আসবে সেই ঘোষণা করে। এর আগে অনুরাগীরা যখন প্রশ্ন করেছিল, ছবিটা ইউটিউবে আসবে কিনা, তখন আমির খানকে মিথ্যা কথা বলতে হয়েছিল, সেই কথা স্বীকার করে নিয়েছেন আমির। তাঁর কথায়, ”আমি ক্ষমাপ্রার্থী। আমাকে যখন প্রশ্ন করা হয়েছিল, এই ছবিটা কোথায় আসবে, আমি বলেছিলাম কোথাও আসবে না। কারণ বড়পর্দায় ছবিটার ব্যবসা হওয়া দরকার ছিল। মিথ্যা বলতে হয়েছিল, ছবির ব্যবসার স্বার্থে।”

এবার ছবিটি নিজের প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেলেই নিয়ে এলেন আমির। ১০০ টাকায় দেখা যাবে এই ছবি। এই ইউটিউব চ্যানেল থেকে তাঁর অন্য ছবিও দেখা যাবে, সেই মডেল বুঝিয়ে দিলেন আমির খান। অন্য় কোনও ভালো ছবি যদি আমির খানের পছন্দ হয়, তা হলে সেটি রাখবেন এই ইউটিউব চ্যানেলেই, এ কথা ঘোষণা করেছেন অভিনেতা।

মজার ব্যাপার হলো, ছেলে জুনেইদের সঙ্গে দারুণ একটা কনটেন্ট তৈরি করেছেন আমির। যেখানে তিনি জুনেইদকে বলছেন, ছেলের মুখে যখনই হাসি ফুটেজে, তখনই আমিরকে কাঁদতে হয়েছে। যেমন জুনেইদের পরামর্শে তিনি বাণিজ্যিক ছবি ঠগস অফ হিন্দোস্তান করে আজও গালাগাল খাচ্ছেন। আবার লাল সিং চাড্ডার জন্যও গালাগাল থামেনি। এরপর ছেলে মজা করে বলেন, তিনি ১০০ কোটি টাকার ডিল ছেড়ে দিয়ে, সিতারে জমিন পর ইউটিউবে দিয়ে দিয়েছেন। এতে আমির হতবাক হয়ে যান! আসলে বাবা-ছেলে মজার ছলেই বুঝিয়ে দেন, ছবিটা এখন ইউটিউবে দেখা যাবে! জুনেইদকে আবার এদিন মজার ছলে নেপোকিড বলেছেন আমির।