AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অভিষেক-ঐশ্বর্যের দ্বিতীয় সন্তান! প্রশ্ন করতেই সত্যি সামনে আনেন অভিষেক

একটি পর্বে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন অভিষেক বচ্চন। সেখানে রীতেশ মজার ছলে তাঁকে দ্বিতীয় সন্তান প্রসঙ্গে প্রশ্ন করে বসেন। অভিষেকও মজার ছলেই তার জবাব দিয়েছিলেন সেবার। তবে তাঁর লাজুক হাসি যেন রাতারাতি নজর কেড়েছিল সকলের।

অভিষেক-ঐশ্বর্যের দ্বিতীয় সন্তান! প্রশ্ন করতেই সত্যি সামনে আনেন অভিষেক
| Updated on: Apr 20, 2025 | 5:51 PM
Share

অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন, বলিউডের অন্যকম চর্চিত জুটি। যাঁদের নিয়ে সাধারণের কৌতূহল বরাবরই তুঙ্গে। তাঁদের এক সন্তানও রয়েছে। তবে কি তাঁরা দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন? একবার এই প্রসঙ্গে নিজের মতামত স্পষ্ট করেছিলেন খোদ অভিষেক বচ্চন। অভিষেকের একটি পুরনো ভিডিয়ো ঘিরে আরও একবার শোরগোল নেটপাড়ায়। সম্প্রতি তা আবারও ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। রীতেশ দেশমুখ সঞ্চালিত টক শো Case Toh Banta Hai-এর একটি পর্বে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন অভিষেক বচ্চন। সেখানে রীতেশ মজার ছলে তাঁকে দ্বিতীয় সন্তান প্রসঙ্গে প্রশ্ন করে বসেন। অভিষেকও মজার ছলেই তার জবাব দিয়েছিলেন সেবার। তবে তাঁর লাজুক হাসি যেন রাতারাতি নজর কেড়েছিল সকলের।

রীতেশ প্রশ্ন করেছিলেন, “অমিতাভ, ঐশ্বর্য, আরাধ্যা আর আপনি — সবার নামই ‘A’ দিয়ে শুরু হয়। তাহলে জয়া আন্টি আর শ্বেতা দিদির নাম আলাদা কেন?” অভিষেক হেসে জবাব দেন, “সেটা ওদেরই জিজ্ঞেস করতে হবে। তবে আমাদের পরিবারে হয়তো এটা একটা প্রথা হয়ে গিয়েছে — অভিষেক, আরাধ্যা…” ঠিক সেই মুহূর্তে রীতেশ ফের প্রশ্ন ছুঁড়ে দেন, “আরাধ্যার পরে?” তখন অভিষেক বলেন, “না না, এখন না… যখন পরবর্তী প্রজন্ম আসবে, তখন দেখা যাবে।” রীতেশের কথায় অভিষেক লজ্জা পেয়ে বলেন, “বয়সের একটু খেয়াল রাখো রীতেশ, আমি তোমার থেকে বড়!”

২০০৭ সালে ঐশ্বর্য রাইকে বিয়ে করেন অভিষেক বচ্চন। তাঁদের একমাত্র কন্যা আরাধ্যা বর্তমানে লাইমলাইটে। যদিও গত বছর তাঁদের দাম্পত্যজীবন নিয়ে নানা গুঞ্জন রটে যায়। শোনা যায় তাঁরা নাকি আলাদা হতে চলেছেন। তবে সেই বিষয়ে কখনও প্রকাশ্যে কিছু বলেননি এই তারকা দম্পতি। অভিষেকের এই পুরনো ভিডিয়ো ফের ভাইরাল হওয়ায় তাঁদের ব্যক্তিগত জীবনের সমীকরণ আরও একবার মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের।