ঐশ্বর্যার সঙ্গে প্রেমের শুরু কীভাবে? মুখ খুললেন অভিষেক বচ্চন
তাঁদের বিয়ে নিয়ে ইন্ডাস্ট্রিতে সে সময় কম কথা হয়নি। যদিও সব বিতর্ককে উড়িয়ে দিয়ে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন তাঁরা। তাঁদের একমাত্র মেয়ের নাম আরাধ্যা।
ঐশ্বর্যা রাই এবং অভিষেক বচ্চন- তাঁদের বিয়ের বয়স ১৪ বছর। যত বছর এগিয়েছে তত শক্ত হয়েছে তাঁদের বন্ধন। কীভাবে শুরু হয়েছিল এই প্রেম? মুখ খুললেন অভিষেক।
এক সাক্ষাৎকারে তিনি বলেন ঐশ্বর্যা এবং তিনি বহু পুরনো বন্ধু। তার কথায়, “আমার কেরিয়ারের শুরুর দিকের ছবিতেই ঐশ্বর্যার সঙ্গে কাজ করেছি আমি। আমাদের একসঙ্গে প্রথম ছবি ‘ঢাই অক্ষর প্রেম কা’। সেখান থেকেই বন্ধুত্ব আমাদের।” তখন যদিও দু’জনের জীবনেই ছিলেন অন্য ব্যক্তি।
View this post on Instagram
অভিষেক আরও বলেন, “শুধু ওই ছবিই নয় অনেক ছবিতেই একসঙ্গে কাজ করেছি আমরা। তাই শুধু একা আমার পছন্দ ছিল এমনটা নয়। দু’জনেরই সায় ছিল। বলা যেতে পারে এই দুনিয়াটাই আমাদের এক করার চক্রান্ত করেছিল।” এর আগে ঐশ্বর্যাও মুখ খুলেছিলেন তাঁদের প্রেমের শুরু নিয়ে। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন ‘যোধা আকবর’-এর সেটেই প্রপোজ করেছিলেন অভিষেক। তিনি বলেহচিলেন, “খজা মেরে খজা গানের শুট চলছিল। আমি বধুবেশে বসেছিলাম। ও আমায় প্রপোজ করে। পুরো ব্যাপারটাই ভীষণভাবে স্যরিয়েল-অদ্ভুত।”
তাঁদের বিয়ে নিয়ে ইন্ডাস্ট্রিতে সে সময় কম কথা হয়নি। যদিও সব বিতর্ককে উড়িয়ে দিয়ে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন তাঁরা। তাঁদের একমাত্র মেয়ের নাম আরাধ্যা।