বদলে গেল ‘রাঞ্ঝনা’-র ক্লাইম্যাক্স, ক্ষোভে ফেটে পড়লেন ধনুষ
ধনুষের এই বার্তা অনেকের কপালেই চিন্তার ভাঁজ ফেলেছে। বিভিন্ন ছবি নিয়ে বা গান নিয়ে এআই দিয়ে যা তৈরি করা হচ্ছে, তা জনপ্রিয়তা পাচ্ছে। সেই কারণে কীভাবে এর থেকে বিরত করা যাবে মানুষকে, তা নিয়ে উঠেছে প্রশ্ন। যেমন কিশোর কুমারের গলায় 'সাইয়ারা' ছবির টাইটেল ট্র্যাক অত্যন্ত জনপ্রিয় হয়েছে। কিছু নেটিজেন মন্তব্য করেছেন, ছবিতে যে গান ব্যবহার হয়েছে, তারচেয়েও কিশোর কুমারের গানটা শুনতে বেশি ভালো লাগছে।

এআই এসে সিনেমার অনেক কাজ যেমন সহজ হয়ে গিয়েছে, তেমনই অদ্ভুত-অদ্ভুত কিছু পরিবর্তন নায়ক-নায়িকা-পরিচালক বা প্রযোজকদের বিরক্তির কারণ হয়ে উঠছে। সম্প্রতি এআই প্রযুক্তির ব্যবহারে বদলে দেওয়া হলো ধনুষ-সোনম কাপুরের ছবির ক্লাইম্যাক্স। তাতেই বিরক্ত হয়েছেন নায়ক।
ধনুষ সোশ্যাল মিডিয়া পোস্টে লিখলেন, ”ছবিটা মুক্তি পেয়েছে এআই দ্বারা পরিবর্তিত ক্লাইম্যাক্স নিয়ে। এতে আমি অত্যন্ত বিরক্ত হয়েছি। পরিবর্তিত ক্লাইম্যাক্সে ছবিটার প্রাণ হারিয়ে গিয়েছে। আমার তুমুল অভিযোগ থাকা সত্ত্বেও, এটা করেছেন কিছু ব্যক্তি। এটা সেই ছবি নয়, যা ১২ বছর আগে আমি করেছিলাম। এআই দ্বারা ছবি বা কনটেন্টে যা পরিবর্তন আনা হচ্ছে, তা শিল্পী এবং শিল্পের জন্য যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। সিনেমার ঐতিহ্য আর গল্প বলার ধরনের প্রতি এটা যেন একপ্রকার হুমকি। আমি আশা রাখব, ভবিষ্য়তে এসব আটকাতে কড়া নিয়ম করা হবে।”
ধনুষের এই বার্তা অনেকের কপালেই চিন্তার ভাঁজ ফেলেছে। বিভিন্ন ছবি নিয়ে বা গান নিয়ে এআই দিয়ে যা তৈরি করা হচ্ছে, তা জনপ্রিয়তা পাচ্ছে। সেই কারণে কীভাবে এর থেকে বিরত করা যাবে মানুষকে, তা নিয়ে উঠেছে প্রশ্ন। যেমন কিশোর কুমারের গলায় ‘সাইয়ারা’ ছবির টাইটেল ট্র্যাক অত্যন্ত জনপ্রিয় হয়েছে। কিছু নেটিজেন মন্তব্য করেছেন, ছবিতে যে গান ব্যবহার হয়েছে, তারচেয়েও কিশোর কুমারের গানটা শুনতে বেশি ভালো লাগছে। আগামী দিনে সিনেমা সংক্রান্ত বিষয়ে এআই-এর ব্যবহার নিয়ে কী ধরনের বিতর্ক তৈরি হবে, এখন সেইদিকে নজর রাখতে চান সিনেমাপ্রেমীরা।
