AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রয়াত ‘মহাভারত’ এর কর্ণ অভিনেতা পঙ্কজ ধীর

কয়েক বছর ধরেই মারণ রোগ ক্যানসারে ভুগছিলেন পঙ্কজ। চলছিল চিকিৎসাও। ধীরে ধীরে সুস্থও হয়েও উঠছিলেন তিনি। তবে কয়েক মাস আগেই শারীরিক অবস্থার অবনতি ঘটে। হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সম্প্রতি অস্ত্রোপচারও হয়েছিল তাঁর।

প্রয়াত 'মহাভারত' এর কর্ণ অভিনেতা পঙ্কজ ধীর
| Updated on: Oct 15, 2025 | 2:09 PM
Share

প্রয়াত অভিনেতা পঙ্কজ ধীর। বুধবার মুম্বইয়ে শেষ নিশ্বাস ত্য়াগ করেন এই অভিনেতা। বয়স হয়েছিল ৬৮। দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন পঙ্কজ। চলছিল চিকিৎসাও। তবে শেষরক্ষা হল না। মারণ রোগ ক্যানসারের কাছে হার মানতে হল মহাভারতের কর্ণর। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিক করেছেন তাঁর পুরনো বন্ধু ও সহকর্মী অমিত বহেল।

কয়েক বছর ধরেই মারণ রোগ ক্যানসারে ভুগছিলেন পঙ্কজ। চলছিল চিকিৎসাও। ধীরে ধীরে সুস্থও হয়েও উঠছিলেন তিনি। তবে কয়েক মাস আগেই শারীরিক অবস্থার অবনতি ঘটে। হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সম্প্রতি অস্ত্রোপচারও হয়েছিল তাঁর। হাসপাতালের বিছানায় মরণ-বাঁচন লড়াই চলছিল তাঁর। তবে শেষরক্ষা হল না।

অভিনেতার প্রয়াণে সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশনের তরফ থেকে শোকপ্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, বুধবার বিকেল ৪টে নাগাদ শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেতার।

মূলত থিয়েটার থেকেই অভিনয় জীবনে পা দেন পঙ্কজ। তবে জনপ্রিয়তা পান বি আর চোপড়া পরিচালিত মহাভারত ধারাবাহিকে কর্ণর ভূমিকায় অভিনয় করে। রাতারাতিই পঙ্কজ হয়ে ওঠেন ছোটপর্দার জনপ্রিয় মুখ। তাঁর কর্ণ চরিত্র এতটাই সুপারহিট হয়েছিল যে, অনুরাগীরা তাঁকে কর্ণ নামেই ডাকতেন। তবে শুধু মহাভারতই নয়, বেশ কিছু হিন্দি সিনেমাতেও অভিনয় করেছিলেন পঙ্কজ। যার মধ্যে উল্লেখযোগ্য সলমন খানের সনম বেওয়াফা, শাহরুখের বাদশা। এর পাশাপাশি চন্দ্রকান্ত, সসুরাল সিমর কা ধারাবাহিকেও দেখা গিয়েছিল তাঁকে। শুধু অভিনয়ই নয়, মাই ফাদার গডফাদার নামে একটা ছবিও পরিচালনা করেছিলেন পঙ্কজ।