‘মনে হয়নি যাওয়া ঠিক হবে…’, সুচিত্রা সেনকে নিয়ে কেন বলেন মিতা চট্টোপাধ্যায়
এই সাক্ষাত্কারেই মিতা বলেছেন, সুচিত্রা সেনের সঙ্গে তাঁর বন্ধুর মতো সম্পর্ক গড়ে উঠেছিল। তিনি বরাবর সুচিত্রাকে বন্ধু মনে করেছেন। মিতা এ কথাও বলেন, এই বন্ধুত্বের কথা জানতেন মুনমুন সেন। একটা সময়ে সুচিত্রা সেন নিজেকে নিয়ে গিয়েছিলেন লোকচক্ষুর আড়ালে। তখন আর কেউ তাঁর নাগাল পাননি। বাড়ির বাইরে বেরোতেন না মহানায়িকা। বাড়িতে প্রায় কারও সঙ্গে দেখা করতেন না।

বর্ষীয়ান অভিনেত্রী মিতা চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণায় উঠে এলে সুচিত্রা সেনের কথা। মহানায়িকার সঙ্গে কাজ করেছেন মিতা। সুচিত্রা কি গম্ভীর ছিলেন? একটা সাক্ষাত্কারে মিতা খোলসা করেছেন, ”আমি ওঁকে রমাদি বলে ডাকতাম। উনি আমাকে মিতাদি বলে ডাকতেন। সেরকম গম্ভীর মনে হয়নি কখনও। পড়াশোনার বাড়ি থেকে এসেছিলেন বলে, যাঁরা অভিজ্ঞতায় এগিয়ে রয়েছেন, তাঁদের থেকে উনি কিছু শিখতে চাইতেন। যেমন আমাকে বলতেন, ”আমি একটা জিনিস বলছি। সেটা শোনার পর তুমিও বলো।” আমি অবশ্য বলতাম, আমি কিছু বলতে পারব না। কারণ আমার মনে হয়নি, আমার সেই ক্ষমতা আছে। তবে সকলের থেকেই শেখার ব্যাপারে খুব আগ্রহী ছিলেন।”
এই সাক্ষাত্কারেই মিতা বলেছেন, সুচিত্রা সেনের সঙ্গে তাঁর বন্ধুর মতো সম্পর্ক গড়ে উঠেছিল। তিনি বরাবর সুচিত্রাকে বন্ধু মনে করেছেন। মিতা এ কথাও বলেন, এই বন্ধুত্বের কথা জানতেন মুনমুন সেন। একটা সময়ে সুচিত্রা সেন নিজেকে নিয়ে গিয়েছিলেন লোকচক্ষুর আড়ালে। তখন আর কেউ তাঁর নাগাল পাননি। বাড়ির বাইরে বেরোতেন না মহানায়িকা। বাড়িতে প্রায় কারও সঙ্গে দেখা করতেন না।
মিতার কথায়, ”সেই সময়ে মুনমুন আমাকে বলেছিল, আমি দেখা করতে পারি। তবে আমার মনে হয়নি যাওয়া ঠিক হবে। একটা কোনও কারণ ছিল, যে কারণে উনি লোকচক্ষুর আড়ালে থাকতে চেয়েছিলেন। সেটাকে সম্মান করি বলেই ওঁর সঙ্গে দেখা করার কথা ভাবিনি।” মিতার কথাতেই স্পষ্ট, কিংবদন্তি নায়িকার উপর মিতার সম্মান-ভালোবাসা কোনওদিনই ফিকে হয়নি।
