বাংলা নয়, এবার অদিতি মুন্সী বাংরেজি গান করলেন
গায়িকা হওয়ার পাশাপাশি রাজনীতির ময়দানে পা রেখে জয় ছিনিয়ে আনতে, একেবারেই বেগ পেতে হয়নি অদিতিকে। তবে বিধায়ক হলেও, গানের সঙ্গে যোগসূত্র কোনওদিন ত্যাগ করেননি গায়িকা। বাংলা ছবিতে তাঁর গান যেমন শোনা যায়, তেমনই নিজে কিছু গান উপহার দিতে চান গায়িকা তাঁর অনুরাগীদের।

গায়িকা-বিধায়ক অদিতি মুন্সী এবার শুধু বাংলা ভাষায় নয়, বরং বাংলার সঙ্গে ইংরেজি যোগ করে একটা বাংরেজি গান গেয়েছেন। TV9 বাংলাকে গায়িকা জানালেন, ”আমারে ফ্রড করে, এই নামে প্রথম নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলের জন্য একটা বাংরেজি ভাষায় গান করলাম । গানটি অনেক বছর আগের রূপচাঁদ পক্ষীর রচনা ও সুর করা । বাংলায় কীর্তন বা ভক্তিমূলক গানের পাশাপাশি হঠাৎ এই গানের ভাবনা শুধুমাত্র দর্শক ও শ্রোতাদের পছন্দের কথা ভেবে। আমার সঙ্গে তাঁদের পরিচিতির দশ বছরকে উদযাপন করতে আমি একটি ছোট্ট প্রয়াস করছি। দর্শক ও শ্রোতাদের ভালোলাগার , আমার ভালোলাগার দশটা গান নিয়ে সাজিয়েছি ‘ভালোবাসার এক দশক’। তারই দ্বিতীয় গান এটি । যা দেখা যাবে আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।’
অদিতি প্রথম নজর কাড়েন বাংলা নন-ফিকশন শোয়ে। সেখানে একেবারে কীর্তন গেয়ে নজরে পড়েছিলেন অদিতি। এই প্রতিযোগিতা শেষ হয়ে যাওয়ার পরেও দর্শক মনে আদিতির জন্য ভালোবাসা ফিকে হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গায়িকার গানের অনুরাগী।
গায়িকা হওয়ার পাশাপাশি রাজনীতির ময়দানে পা রেখে জয় ছিনিয়ে আনতে, একেবারেই বেগ পেতে হয়নি অদিতিকে। তবে বিধায়ক হলেও, গানের সঙ্গে যোগসূত্র কোনওদিন ত্যাগ করেননি গায়িকা। বাংলা ছবিতে তাঁর গান যেমন শোনা যায়, তেমনই নিজে কিছু গান উপহার দিতে চান গায়িকা তাঁর অনুরাগীদের। সেই কারণেই এমন অভিনব বাংরেজি গান নিয়ে এলেন। এখন এই গান সকলের কতটা ভালো লাগবে, সেটাই দেখার জন্য অপেক্ষা করতে হবে।
