AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কর্নিয়া ড্যামেজ নাকি প্রচারের অংশ…’, এমন কথা শুনে বিরক্ত স্বস্তিকা

স্বস্তিকা ক্ষোভ উগরে দিলেন, ''অনেক জায়গায় শুনছি এটা প্রচারের অংশ। 'উইন্ডোজ'-এর মতো ছবিতে কাজ করে, যদি আমার শারীরিক অসুস্থতার কথা বলে প্রচার করতে হয়, তা হলে বলব, এই ছবিটা তো দর্শককে দেখতে আসতে হবেই! মানে যাঁরা এমন ভাবছেন, তাঁদেরকে এটা বললাম। কর্নিয়া ড্যামেজ হওয়া ছোট ব্যাপার নয়। চোখে লঙ্কাগুঁড়ো ঢুকে যাওয়ার মতো জ্বালা হচ্ছিল। তারচেয়ে ভালো আছি কিছুটা।''

'কর্নিয়া ড্যামেজ নাকি প্রচারের অংশ...', এমন কথা শুনে বিরক্ত স্বস্তিকা
| Edited By: | Updated on: Jul 07, 2025 | 3:07 PM
Share

‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর শুটিংয়ে হঠাত্‍ বিপত্তি। কর্নিয়া ড্যামেজ হয় অভিনেত্রী স্বস্তিকা দত্তর। দু’ দিন শুটিংয়ে বিরতি নেওয়ার পর তিনি কাজে ফিরলেন ৬ জুলাই। কীভাবে শুটিং পর্ব এগিয়ে নিয়ে যাচ্ছেন?

স্বস্তিকা TV9 বাংলাকে জানালেন, ”একটা অদ্ভুত জিনিস কানে এলো। অনেকেই বলছেন, এটা নাকি প্রচারের অংশ। কিন্তু আমার প্রযোজক, পরিচালক, টেকনিশিয়ান দাদাদিদিরা, অনেক সিনিয়র অভিনেতা-অভিনেত্রীরা এই ছবিতে কাজ করছেন। তাঁরা দেখেছেন, যখন ঘটনাটা ঘটেছে, ওই ২৪ ঘণ্টা আমি কী পরিমাণ কষ্ট পেয়েছি। এই মুহূর্তে আমার আহত চোখটায় দেখার ক্ষমতা ৫০ শতাংশ বেড়েছে সেই তুলনায়। তার জন্য শুটিং করতে পারছি। তবে চোখে লেন্স পরতে পারছি না। ওষুধ চলছে। আমি অসুস্থ হয়ে পড়ার পর ৪৮ ঘণ্টার একটা ব্রেক ছিল। তারপর শুটিংয়ে ফিরতে হয়েছে। সিনেমা বলেই সকলের ডেট নেওয়া ছিল। তাই পুরো শুটিং পিছিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।”

স্বস্তিকা ক্ষোভ উগরে দিলেন, ”অনেক জায়গায় শুনছি এটা প্রচারের অংশ। ‘উইন্ডোজ’-এর মতো ছবিতে কাজ করে, যদি আমার শারীরিক অসুস্থতার কথা বলে প্রচার করতে হয়, তা হলে বলব, এই ছবিটা তো দর্শককে দেখতে আসতে হবেই! মানে যাঁরা এমন ভাবছেন, তাঁদেরকে এটা বললাম। কর্নিয়া ড্যামেজ হওয়া ছোট ব্যাপার নয়। চোখে লঙ্কাগুঁড়ো ঢুকে যাওয়ার মতো জ্বালা হচ্ছিল। তারচেয়ে ভালো আছি কিছুটা। দু’ দিন শুটিংয়ের পর আবার ছুটি আছে। আমি কাজের প্রতি লয়্যাল। খুব চিন্তায় ছিলাম যে এরকম অবস্থায় কেমন দেখতে লাগবে বড়পর্দায়। তবে ঈশ্বরে বিশ্বাস করি। এটা বলতে চাই, ব্যথাটা ব্যথাই। কোনও প্রচার নয়।”