‘আমার শরীর, আমার সম্পত্তি…’, যৌন হেনস্থার বিরুদ্ধে গর্জে উঠলেন ঐশ্বর্য!
বিশেষ করে নারী চেতনা নিয়ে বরাবরই স্পষ্ট বক্তব্য রেখেছেন ঐশ্বর্য। তা মানসিক অবসাদ হোক কিংবা ইভ টিজিং। আর এবার জনপ্রিয় প্রসাধনী প্রস্তুতকারক কোম্পানি আয়োজিত এক অনুষ্ঠানে রাস্তাঘাটে মহিলাদের উপর চলা হেনস্থা, অশ্লীল ব্যবহারের বিরুদ্ধে গর্জে উঠলেন জুনিয়ার বচ্চন ঘরনি।

বরাবরই অন্য়ায়ের প্রতিবাদ করে এসেছেন ঐশ্বর্য রাই বচ্চন। নিজের বিবাহবিচ্ছেদের গুঞ্জনে চুপ করে থাকলেও, সামাজিক ননা বিষয়ে সব সময়ই নিজের ভাবনা, নিজের চিন্তাকে স্পষ্ট করেছেন। বিশেষ করে নারী চেতনা নিয়ে বরাবরই স্পষ্ট বক্তব্য রেখেছেন ঐশ্বর্য। তা মানসিক অবসাদ হোক কিংবা ইভ টিজিং। আর এবার জনপ্রিয় প্রসাধনী প্রস্তুতকারক কোম্পানি আয়োজিত এক অনুষ্ঠানে রাস্তাঘাটে মহিলাদের উপর চলা হেনস্থা, অশ্লীল ব্যবহারের বিরুদ্ধে গর্জে উঠলেন জুনিয়ার বচ্চন ঘরনি। স্পষ্ট জানালেন, অনেক হয়েছে, চুপ করে থাকা। এবার প্রতিবাদের ভাষা আরও তীক্ষ্ণ হতে হবে।
সোশাল মিডিয়ায় এই নিয়ে একটি ভিডিয়ো শেয়ার করেছেন ঐশ্বর্য রাই বচ্চন। যেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন, রাস্তায় হেনস্থার শিকার হলে কীভাবে নিজেদেরই রুখে দাঁড়াতে হবে। ঐশ্বর্য বলেন,লোকে বলে, রাস্তাঘাটে এমন পরিস্থিতির শিকার হলে, চোখ নামিয়ে এড়িয়ে যাওয়াই শ্রেয়। নাহলে নাকি বড় বিপদ হতে পারে। কিন্তু এটা একেবারেই অন্যায়কে প্রশয় দেওয়ার সমান। চোখে চোখ রেখে মোকাবিলা করা দায়িউচিত। কেননা, আমার শরীর, আমারই সম্পত্তি। আর তা রক্ষা করার দায়িত্ব আমার।
View this post on Instagram
ঐশ্বর্যর কথায়, কোনওভাবেই ভয়কে পাত্তা দেওয়া যাবে না। বরং মানসিক জোরটা বাড়াতে হবে। নিজের জন্য দাঁড়াতে হবে। পোশাক, লিপস্টিককে দোষ দেওয়া বন্ধ করতে হবে। কেননা, এই হেনস্থার নেপথ্যে নারীদের কোনও দোষ থাকে না। চুপচাপ সহ্য করাটাই সবচেয়ে বড় দুর্বলতা। মুখ খুলতে হবে। সবাইকে এগিয়ে আসতে হবে। তবে হেনস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানো যাবে।
ঐশ্বর্যর এই ভিডিয়ো এই মুহূর্তে সোশাল মিডিয়ায় দারুণ ভাইরাল। অনেক নেটিজেনরাই বাহবা দিয়েছেন ঐশ্বর্যকে এমন বিষয় নিয়ে আলোচনার জন্য। অনেকেই মনে করছেন ঐশ্বর্যর এই বার্তা নারীদের মনকে শক্ত ও সাহস বাড়াতে দারুণ সাহায্য করবে।
