বচ্চনদের পারিবারিক কোলাজে নেই ঐশ্বর্য, ছবি প্রকাশ্যে আসতেই কী ঘটল?

১১ অক্টোবর ৮২ তম জন্মদিন পালন করেছেন অমিতাভ বচ্চন। তাঁর জন্মদিনের বিশেষ পর্বে অতিথি হিসাবে এসেছিলেন আমির খান এবং তাঁর ছেলে জুনেদ খান। চমক হিসাবে ছিল বিশেষ কোলাজ। যে কোলাজে দেখা গিয়েছে বিগবির গোটা পরিবারকে। কিন্তু সেই ফ্রেমে দেখা যায়নি ঐশ্বর্য রাই বচ্চনকে।

বচ্চনদের পারিবারিক কোলাজে নেই ঐশ্বর্য, ছবি প্রকাশ্যে আসতেই কী ঘটল?
Follow Us:
| Edited By: | Updated on: Oct 15, 2024 | 10:55 PM

১১ অক্টোবর ৮২ তম জন্মদিন পালন করেছেন অমিতাভ বচ্চন। তাঁর জন্মদিনের বিশেষ পর্বে অতিথি হিসাবে এসেছিলেন আমির খান এবং তাঁর ছেলে জুনেদ খান। চমক হিসাবে ছিল বিশেষ কোলাজ। যে কোলাজে দেখা গিয়েছে বিগবির গোটা পরিবারকে। কিন্তু সেই ফ্রেমে দেখা যায়নি ঐশ্বর্য রাই বচ্চন এবং জামাই নিখিল নন্দাকে।

বিশেষ মেসেজ আসে অভিষেক এবং নাতনি নভ্যার তরফ থেকে। তবে শ্বেতার বিয়ের ভিডিয়োয় দেখা যায় জামাই নিখিলকেও। যা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। অনুরাগীদের অনেকেই নিশ্চিত হয়েছেন যে সত্যিই অভিষেক বচ্চনের সঙ্গে সমীকরণ বদলেছে ঐশ্বর্যর। সম্প্রতি শোনা যাচ্ছে, বিবাহবহির্ভূত সম্পর্কের কারণেই রাই সুন্দরীর সংসারে ভাঙন ধরেছে। নেপথ্যে নাকি রয়েছেন অভিনেত্রী নিমরত কৌর।

একাধিক বলিউড প্রতিবেদনে লেখা হয়েছে অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে নাকি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন অভিষেক। যার জেরেই নাকি এত কাণ্ড। তবে এখনও পর্যন্ত এই প্রসঙ্গে কেউ কোনও কথা বলেননি। উল্টে সম্প্রতি মুকেশ অম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানির বিয়ের একটি ভিডিয়োয় এক ঝলক দেখা গিয়েছে অভিষেক-ঐশ্বর্য এবং তাঁদের মেয়ে আরাধ্যা বচ্চন একসঙ্গে পারিবারিক মুহূর্ত কাটাচ্ছেন। কয়েক সেকেন্ডের সেই মুহূর্ত সব হিসেব নিকেশ যেন উল্টে পাল্টে দিয়েছে। যদিও সব কিছুই এখনও ধোঁয়াশা। আসলে কী যে ঘটছে, তা বোঝা যাচ্ছে না।