অক্ষয় কুমার ২০২২ থেকে ছবি পিছু দর হাঁকবেন ১৩৫ কোটি!
২০২২ থেকে ছবি পিছু দর বাড়াচ্ছেন অক্ষয় কুমার। ছবি পিছু এবার থেকে উনি নেবেন ১৩৫ কোটি!
অক্ষয় কুমারের (Akshay Kumar) বৃহস্পতি এখন তুঙ্গে! অতিমারির বাজারেও ওঁর ‘লক্ষ্মী’ রিলিজ করেছে। বেশ কয়েক বছর ধরেই অক্ষয় টানা হিট দিয়েও আসছেন। শোনা যাচ্ছে ছবি পিছু অক্ষয় এখন ১০০ কোটি নেন। কিন্তু এই ১০০ কোটিতে উনি থেমে থাকতে চান না! সূত্র থেকে পাওয়া খবর, ২০২২ থেকে ছবি পিছু দর বাড়াচ্ছেন অক্ষয় কুমার। ছবি পিছু এবার থেকে উনি নেবেন ১৩৫ কোটি! এক লাফে ৩৫ কোটি বাড়িয়ে দিলেন তিনি।
সূত্র থেকে পাওয়া খবর, লকডাউনের মধ্যেই নাকি নিজের রেমুনারেশন কিছুটা বাড়িয়েছেন ‘প্যাড ম্যান’। ছবি পিছু আগে উনি নিতেন ৯৯ কোটি। সেটা এখন বেড়ে হয়েছে ১১৭কোটি। এতেও খুশি নন অক্ষয়। ২০২২ থেকে ছবি পিছু নিজের দর ৩৫কোটি বাড়িয়ে দিলেন তিনি!
হঠাৎ ছবি পিছু এতটা দর বাড়ালেন কেন অক্ষয় কুমার? আসলে অক্ষয় এখন প্রযোজকদের কাছে সোনার–ডিম– পাড়া হাঁস! ওঁর পেছনে টাকা লগ্নি করলে রিস্ক কম। অক্ষয় এখন প্রযোজকদের কাছে ভরসার জায়গা। যে টাকা লগ্নি করা হয়, সেই টাকা নাকি উঠিয়ে দেন তিনি! তাই ছবির বাজারে অক্ষয়ের ডিম্যান্ড এখন তুঙ্গে। নিজের বাজার দরকে মাথায় রেখেই নাকি রেমুনারেশন এতটা বাড়িয়ে দিয়েছেন তিনি।
আরও পড়ুন :স্ত্রীয়ের জন্মদিনে অক্ষয়ের ‘কিউট’ পোস্ট, আর টুইঙ্কল উইশ করলেন অন্য কাউকে!
শোনা যায়, অক্ষয় কুমারের ছবির প্রোডাকশন বাজেট খুব একটা বেশি নয়, ৩৫ থেকে ৪৫কোটি। এরপর অক্ষয়ের রেমুনারেশন এবং পাবলিসিটি নিয়ে ছবির বাজেট ১৮৫ থেকে ১৯৫ কোটি হয়। এটা ঠিক, অক্ষয়কে নিলে ছবির স্যাটেলাইট এবং ডিজিটাল রাইট অনায়াসে বেচে দেওয়া যায়। মিউজিক রাইট বেটতেও অসুবিধা হয় না। সব মিলিয়ে ১০০ কোটি প্রযোজকের ঘরে এমনিই উঠে আসে।বাকি থাকল বক্স অফিস। অক্ষয়ের যা ক্রেজ, পর্দায় এলেই টাকা উঠে আসে। বোঝাই যাচ্ছে অক্ষয় থাকা মানে প্রযোজকের ‘রিটার্ন মডেল’ বুক–বাঁধা।
অক্ষয় নিজের দর বোঝেন। আর বোঝেন বলেই অর্থনীতির বেসিক ফর্মুলা ‘ ডিম্যান্ড যত বেশি, দর তত বেশি’ কে মাথায় রেখেই নিজের দর বাড়িয়ে নিলেন অক্ষয় কুমার!