Trinamool Congress: তৃণমূল নেতার পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ আর এক TMC নেতার বিরুদ্ধে, কী হচ্ছে বর্ধমানে?
Trinamool Congress: যদিও জাকির ওই ঘরকে পার্টি অফিস বলতে নারাজ। তাঁর অনুগামীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করে তিনি দাবি করেছেন ওখানকার লোকজন নিজেরাই আগুন লাগিয়েছে। কিন্তু, নাম জড়িয়ে দেওয়া হচ্ছে তাঁর লোকজনের।
গলসি: তৃণমূলের পঞ্চয়েত সদস্যের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগ উঠছে আরও এক তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। অভিযোগ, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পোতনা-পুরষা গ্রাম পঞ্চায়েতের সদস্য সেখ গোলাম মর্তুজা ওরফে লালনের পার্টি অফিসে। অভিযোগ উঠছে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা গলসি ১ -এর প্রাক্তন ব্লক সভাপতি জাকির হোসেনের অনুগামীদের বিরুদ্ধে।
যদিও জাকির ওই ঘরকে পার্টি অফিস বলতে নারাজ। তাঁর অনুগামীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করে তিনি দাবি করেছেন ওখানকার লোকজন নিজেরাই আগুন লাগিয়েছে। কিন্তু, নাম জড়িয়ে দেওয়া হচ্ছে তাঁর লোকজনের। এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
অন্যদিকে শেখ গোলাম মর্তুজা জানাচ্ছেন, জাকির হোসেনের এক অনুগামী বিনা অনুমতিতে পঞ্চায়েতের গাছ কেটেছিল। তাঁরা তার প্রতিবাদও করেন। পঞ্চায়েতের পক্ষ থেকে বন দফতরে অভিযোগও জানানো হয়। তাঁর দাবি, সেই রাগ থেকেই জাকিরের অনুগামীরা এই কাজ করেছেন। যদিও সমস্ত অভিযোগ কার্যত ফুৎকারে উড়িয়ে দিয়েছেন জাকির হোসেন।