মুম্বই বিমানবন্দরে আলিয়ার কোল থেকেই রাহার চিত্‍কার! ভাইরাল ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 28, 2024 | 11:38 AM

Alia-Ranbir: ২৫ ডিসেম্বর কয়েক সেকেন্ডের একটা মুহূর্তে নিমেষে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমের পাতায়। আধো আধো ভাবে তার ক্রিসমাসের শুভেচ্ছা সকলের প্রিয় হয়ে যায়। সেই সঙ্গে আবার ফ্লাইং কিস। গত তিন দিনে ভাইরাল রাহা কাপুর। রণবীর কাপুর এবং আলিয়া ভাটের একমাত্র মেয়ে। বয়স দুই।

মুম্বই বিমানবন্দরে আলিয়ার কোল থেকেই রাহার চিত্‍কার! ভাইরাল ভিডিয়ো

Follow Us

২৫ ডিসেম্বর কয়েক সেকেন্ডের একটা মুহূর্তে নিমেষে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমের পাতায়। আধো আধো ভাবে তার ক্রিসমাসের শুভেচ্ছা সকলের প্রিয় হয়ে যায়। সেই সঙ্গে আবার ফ্লাইং কিস। গত তিন দিনে ভাইরাল রাহা কাপুর। রণবীর কাপুর এবং আলিয়া ভাটের একমাত্র মেয়ে। বয়স দুই। আর এর মধ্যেই প্রকাশ্যে ছোট্ট রাহার আরও একটি মিষ্টি ভিডিয়ো। ক্রিসমাস, নিউইয়ারের সময় বেশির ভাগ বলি তারকাই থাকেন দেশের বাইরে।

পরিবারের সঙ্গে একান্তে সময় কাটান। তেমনই বর্ষশেষের উদযাপন করতে ঘুরতে গেলেন আলিয়া, রণবীর এবং তাঁর গোটা পরিবার। সেখানেই বিমানবন্দরের বাইরে মায়ের কোলে ফ্রেমবন্দি রাহা। মাকে জাপটে জড়িয়ে ছিল একরত্তি। কিন্তু পাপারাজ্জিরা যেই না রাহা বলে ডেকেছে সঙ্গে মাথা ঘুরিয়ে একগাল হাসি ছোট্ট রাজকন্যার। হাত নাড়িয়ে বলল ‘বাইইই’। আর মেয়ের কাণ্ড দেখে হেসে ফেললেন রণবীর-আলিয়া। সেই সঙ্গে সবাইকে ফ্লাইং কিসও ছুড়ে দিল জুনিয়র আলিয়া। সেই ভিডিয়োই নিমেষে ভাইরাল। রাহাকে আদরে ভরিয়ছে গোটা নেটপাড়া।

 

উল্লেখ্য, মেয়েকে ১৩ মাস লোকচক্ষুর আড়ালে রেখেছিলেন আলিয়া। ২০২৩ সালের ডিসেম্বরের ২৫ তারিখ, অর্থাৎ বড়দিনে কন্যাকে পাপারাৎজ়িদের সামনে আনেন তারকা-দম্পতি। তাকে দেখে মুগ্ধ হয়ে ওঠেন নেটিজ়েনরা। আলিয়ার নীল চোখ দেখে অনেকেই তাকে রণবীরের ঠাকুরদা কিংবদন্তি অভিনেতা-প্রযোজক রাজ কাপুরের সঙ্গে তুলনা করেছেন। ঠাকুরদা ঋষি কাপুরের চেহারার সঙ্গেও অনেকে রাহার মিল খুঁজে পেয়েছেন। রাহার নামকরণ নিয়েও অনেক আলোচনা হয়েছে অতীতে। তার ঠাকুমা, তথা রণবীরের মা অভিনেত্রী নিতু সিং বলেই দিয়েছেন, রাহাকে দেখলে ‘রাহাত’ মেলে। অর্থাৎ, শান্তি। পরিচালক-প্রযোজক করণ জোহর বলেছেন যে, রাহা AI জেনারেটেড বাচ্চা। এতটাই মিষ্টি সে।

Next Article
Sonu Sood: মুখ্যমন্ত্রী হতে পারতেন, কেন অফার ফেরালেন সোনু সুদ?
সলমনের জন্মদিনের বিশেষ আয়োজন অম্বানিদের, ছবি দেখলে চমকে যাবেন