Sonu Sood: মুখ্যমন্ত্রী হতে পারতেন, কেন অফার ফেরালেন সোনু সুদ?

Dec 27, 2024 | 6:22 PM

Sonu Sood: শুধু মুখ্যমন্ত্রী কিংবা উপমুখ্যমন্ত্রী পদ নয়, তাঁকে রাজ্যসভার সাংসদ হওয়ার কথাও বলা হয়েছিল। বলিউড অভিনেতা সোনু সুদ বলেন, "তাঁরা সব দেশের বড় বড় ব্যক্তিত্ব। রাজ্যসভার সাংসদ হতেও বলেছিলেন।" শুধু বড় বড় ব্যক্তিত্ব নন, সাধারণ মানুষও চেয়েছিলেন তিনি রাজনীতির ময়দানে নামুন। তাহলে তিনি রাজনীতির ময়দানে নামলেন না কেন?

Sonu Sood: মুখ্যমন্ত্রী হতে পারতেন, কেন অফার ফেরালেন সোনু সুদ?
সোনু সুদ

Follow Us

মুম্বই: পর্দায় মূলত তিনি ভিলেন। কিন্তু, বাস্তবের মাটিতে? করোনাকালে তাঁর মানবিকতায় মুগ্ধ হয়ে গিয়েছিলেন দেশবাসী। কেউ সমস্যায় পড়েছেন জানতে পারলেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁর মূর্তি গড়ে পুজোও শুরু করেন কেউ কেউ। সেই পর্দার ভিলেন সোনু সুদ এবার জানালেন, তাঁকে মুখ্যমন্ত্রীর পদ অফার করা হয়েছিল। তিনি তা প্রত্যাখ্যান করেন। কেন মুখ্যমন্ত্রী হতে চাননি, সেকথাও জানিয়েছেন সোনু সুদ।

করানোকালে পরিযায়ী শ্রমিকদের সাহায্যে এগিয়ে আসেন সোনু সুদ। তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। তখন জাতীয় হিরো হয়ে ওঠেন বলিউড এই অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি কখনও রাজনীতিতে যোগ দেবেন? তাঁর উত্তরে বলিউড এই অভিনেতা বলেন, “আমাকে মুখ্যমন্ত্রীর পদ অফার করা হয়েছিল। প্রত্যাখ্যান করার পর আমাকে উপমুখ্যমন্ত্রী হতে অনুরোধ করা হয়।” কোন দল তাঁকে মুখ্যমন্ত্রী পদ অফার করেছিল, তা খোলসা করেননি পঞ্জাবের ভূমিপুত্র সোনু সুদ।

শুধু মুখ্যমন্ত্রী কিংবা উপমুখ্যমন্ত্রী পদ নয়, তাঁকে রাজ্যসভার সাংসদ হওয়ার কথাও বলা হয়েছিল। বলিউড এই অভিনেতা বলেন, “তাঁরা সব দেশের বড় বড় ব্যক্তিত্ব। রাজ্যসভার সাংসদ হতেও বলেছিলেন।” শুধু বড় বড় ব্যক্তিত্ব নন, সাধারণ মানুষও চেয়েছিলেন তিনি রাজনীতির ময়দানে নামুন। তাহলে তিনি রাজনীতির ময়দানে নামলেন না কেন? কোনও ভেদাভেদ না করে মানুষকে সাহায্যের স্বাধীনতা হারানোর ভয় পেয়েছিলেন তিনি। তাঁর কথায়, “মানুষকে সাহায্য করার স্বাধীনতা হারানোর ভয় পেয়েছিলাম। কারণ, কারও কাছে উত্তর দেওয়ার দায় থাকলে, এখনকার মতো স্বাধীনভাবে সাহায্য করতে পারতাম না।” তিনি আরও বলেন, “মানুষ দুটি কারণে রাজনীতিতে যোগ দেন। টাকা এবং ক্ষমতার জন্য। এই দুটোর কোনটা নিয়েই আমার উন্মাদনা নেই। আর যদি মানুষকে সাহায্যের কথা বলা হয়, সেটা আমি ইতিমধ্যে করছি।”

এই খবরটিও পড়ুন

তবে বলিউড এই অভিনেতা জানান, রাজনীতির বিরুদ্ধে নন তিনি। তাঁর অনেক রাজনৈতিক বন্ধু রয়েছেন। এবং তাঁরা ভাল কাজ করছেন। ভবিষ্যতে রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে নিজের মন পরিবর্তন করতে পারেনও বলে জানালেন। তবে এখন রাজনীতিতে যোগ দিতে তিনি প্রস্তুত নন।

 

Next Article
এক টাকাও নগদ ছিল না RBI-র প্রাক্তন গভর্নর মনমোহনের হাতে, গ্যারেজে ছিল শুধু প্রিয় মারুতি গাড়ি
জেনারেল কামরার টিকিট কতক্ষণ বৈধ থাকে জানেন তো? নাহলে মাঝরাস্তায় বিপদে পড়তে হবে