ফেডারেশনের বিজয়া সম্মিলনী মিলন উৎসবে সবপক্ষ এক মঞ্চে
একদিকে টেকনিশিয়ানদের পারিশ্রমিক বাড়ানো,কাজের সময় কমানো, সঙ্গে প্রযোজক সংস্থার সঙ্গে বসে বাংলা সিনেমার প্রদর্শনের সঠিক বন্টন। এই সব সামলে ফেডারেশন আয়োজনে বিজয়া সম্মিলনীতে এক মঞ্চে হাজির করলেন দেব, জিৎ থেকে শিবপ্রসাদ মুখোপাধ্যায় থেকে পলিটিশিয়ান তথা অভিনেতা কুণাল ঘোষকে।

মেলালেন তিনি মেলালেন। এই বছর প্রথম এক উদ্দোগ নিয়েছিলেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস । সঙ্গে অবশ্যই পাশে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। টলিপাড়ায় নানা সমস্যা নিয়ে যখন জেরবার বাংলা ইন্ডাস্ট্রি, ঠিক তখন জট খোলার মত একটা একটা সুতো ছাড়িয়ে মালা গাঁথতে চাইছেন সভাপতি স্বরূপ বিশ্বাস। একদিকে টেকনিশিয়ানদের পারিশ্রমিক বাড়ানো,কাজের সময় কমানো, সঙ্গে প্রযোজক সংস্থার সঙ্গে বসে বাংলা সিনেমার প্রদর্শনের সঠিক বন্টন। এই সব সামলে ফেডারেশন আয়োজনে বিজয়া সম্মিলনীতে এক মঞ্চে হাজির করলেন দেব, জিৎ থেকে শিবপ্রসাদ মুখোপাধ্যায় থেকে পলিটিশিয়ান তথা অভিনেতা কুণাল ঘোষকে। মন্ত্রী অরূপ বিশ্বাস দেবকে দিয়ে কুণাল ঘোষকে সম্বর্ধনা জানালেন। সকল অভিনেতা থেকে মন্ত্রী অরূপ বিশ্বাস এই উদ্যোগকে সাধুবাদ জানালেন। দেব, জিৎ সকলেই বললেন একসঙ্গে ইন্ডাস্ট্রির সবাই কাজ করাই উদ্দেশ্য। আর অন্যদিকে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস বললেন, ” সারা বছর কাজ হয়, একটা দিন সবাই মিলে একসঙ্গে সময় কাটানো এটাই উদ্দেশ্য এই বিজয়া সম্মিলনীর। এক পরিবারে প্রযোজক পরিচালক, বিভিন্ন টিভি চ্যানেলের একসঙ্গে হলেই এমন সুন্দর সন্ধ্যা পাওয়া যায়। ”
এই মঞ্চেই দেখা গেল সদ্য অভিনেতা কুণাল ঘোষের সঙ্গে মজা করলেন দেব। কুণাল ঘোষ তাঁর নিজস্ব ভঙ্গিতে দেবকে ভাই সম্বোধন করলে। তাহলে এই কমাসের স্যোশাল মিডিয়ার তরজা ভুলে টলিপাড়ার স্বার্থে তাঁরা এক হলেন। সব গোষ্ঠীকে এক সুতোর মালায় গেঁথে নতুন ভবিষ্যতের দিকে নজর দিলেন সভাপতি স্বরূপ বিশ্বাস। প্রতিবছর এমন দিন আয়োজনের জন্য ফেডারেশনের প্রশংসা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
