আর দীর্ঘ অপেক্ষা নয়, সুখবর দিলেন আল্লু অর্জুন, নির্দিষ্ট তারিখের আগেই আসছে ‘পুষ্পা ২’

Pushpa 2: সকলেই অপেক্ষায় ছিলেন এই ছবির। 'পুষ্পা' , লকডাউনের পর এই ছবি দর্শকদের হল মুখো করিয়েছিল। রাতারাতি ভাইরাল হয়ে উঠেছিল 'পুষ্পা' চরিত্র। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল তাঁর লুক থেকে স্টাইল।

আর দীর্ঘ অপেক্ষা নয়, সুখবর দিলেন আল্লু অর্জুন, নির্দিষ্ট তারিখের আগেই আসছে 'পুষ্পা ২'
Follow Us:
| Edited By: | Updated on: Nov 18, 2024 | 11:27 AM

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা’ মুক্তি পাওয়ার পর থেকেই তা নিয়ে দর্শক মনে জল্পনা তুঙ্গে। কবে মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা ২’ ছবি? অতীতে একের পর এক তারিখ সামনে এলেও ছবি মুক্তি নিয়ে কিছুতেই যেন কাটছিল না ধোঁয়াশা। অবশেষে স্বস্তির খবরে হাসি ফুটল আল্লু অর্জুন অনুরাগীদের মনে। চলতি বছর ১৫ অগাস্ট ছবি মুক্তির দিন স্থির হয়েছিল। তবে প্রজেক্টকে পারফেক্ট করার জন্য হাতে আরও কিছুটা সময় নিয়েছিলেন পরিচালক সুকুমার। অন্তত দক্ষিণী সিনেপাড়া সূত্রে খবর মিলেছিল এমনই। এরপর নতুন দিন স্থির হয়েছিল ৬ ডিসেম্বর। অপেক্ষা হচ্ছে আরও দীর্ঘ, তাই খবরটা পেয়ে মোটেও ভাল লাগেনি অনুরাগীদের। তাই এবার সারপ্রাইজ় দিলেন পুষ্পা স্টার।

ছবির মুক্তি এগিয়ে আনলেন আল্লু অর্জন। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় সুখবর ভাগ করে নিলেন অভিনেতা নিজেই। ৬ ডিসেম্বর নয়, বরং অপেক্ষা কমতে চলেছে ২৪ ঘণ্টার। আগের দিন অর্থাৎ ৫ ডিসেম্বর বড়পর্দায় শুরু হতে চলেছে ‘পুষ্পা’ রাজ। এই খবর চোখে পড়তেই খুশির হাওয়ায় ভাসছে নেটপাড়া। সকলেই অপেক্ষায় ছিলেন এই ছবির। ‘পুষ্পা’ , লকডাউনের পর এই ছবি দর্শকদের হল মুখো করিয়েছিল। রাতারাতি ভাইরাল হয়ে উঠেছিল ‘পুষ্পা’ চরিত্র। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল তাঁর লুক থেকে স্টাইল।

দক্ষিণী সিনেপাড়ার চকোলেট-বয় প্রতিটা পদে পদে নিজেকে যেভাবে ভেঙেছেন, গড়েছেন, এক কথায় সকলেই অবাক হয়ে গিয়েছিলেন। আল্লুর অতীতের লুকের সঙ্গে তাঁর পর্দায় এই চরিত্রের সামঞ্জস্য পাওয়াটাই ছিল দুষ্কর। গায়ের রং চাপা, গালে চাপ দাড়ি, পরণে লুঙ্গি, শার্ট, হাঁটা চলার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন। টলিউড অর্থাৎ দক্ষিণী দুনিয়ার অন্যতম চকলেট বয় যে রাতারাতি এই বেশে হাজির হতে পারবেন, তা এক কথায় অনেকেই বুঝে উঠতে পারেননি। বলিউডে তখন মুক্তি পেয়েছিল ‘৮৩’। রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। দর্শকশূণ্য প্রেক্ষাগৃহ। করোনার কোপে মানুষ বিনোদন থেকে মুখ ফিরিয়েছেন, তবে রাস্তায় রাস্তায় পোস্টার থেকে চর্চায় দাপিয়ে বেড়িয়ে ছিলেন আল্লু। ইতিমধ্যে ‘পুষ্পা ২’ ছবির টিজার থেকে ট্রেলার মানুষের ছবির প্রতি আগ্রহ বাড়িয়েছে বহুগুনে। এখন দেখার কত কোটির ব্যবসা করেন আল্লু।