‘ভুল হয়তো আমারই…’, ৫৭ বছর বয়সে এসে প্রেম নিয়ে আপেক্ষ সলমনের
Salman Khan: একের পর এক খবরের জেরে বার-বার চর্চার কেন্দ্রে জায়গা করে নিচ্ছেন মাঝে মধ্যেই। পাশাপাশি বিগবস রিয়্যালিটি শো নিয়েও ব্যস্ত তিনি। সম্প্রতি তিনি 'সিংহম এগেইন' ছবি নিয়ে ব্যস্ত। এরপরই হাত দেবেন 'সিকন্দর' ছবির কাজে।
বলিউডের অন্যতম সুপারস্টার সলমন খান। জীবনে একাধিক নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। তবে কোনও সম্পর্কই শেষ পর্যন্ত স্থায়ী হয়নি। নানা কারণে মন ভেঙেছে জুটির। আজও তাই অবিবাহিত থেকে গেলেন সলমন খান। তবে একের পর এক সম্পর্ক ভাঙার পিছনে থাকা কারণ কী? অবশেষে সম্পর্ক প্রসঙ্গ এড়িয়ে না গিয়ে মুখ খুললেন সলমন খান। ঝড়ের গতিতে ভাইরাল হল তাঁর সেই মন্তব্য। সম্প্রতি তাঁকে ‘আপ কি আদালত’-এ উপস্থিত হতে দেখা যায়। সেখানেই সলমন খান একবার জানিয়েছিলেন, ‘একাধিক সম্পর্ক ভেঙেছে, কারণ পুরোটাই তাঁর ভুল ছিল’।
৫৭ বছর বয়সে এসে তবে কি কোথাও গিয়ে সলমন খানের মনে খারাপ লাগা কাজ করে? তাঁর জীবনে যাঁরা এসেছিলেন, তাঁরা প্রত্যেকেই ভীষণ ভাল, খারাপ কেবল তাঁর মধ্যেই রয়েছে বলে দাবি করেন বসেন সলমন খান। তবে এই মন্তব্যে রইল এক গোপন ইঙ্গিত। সলমন নিজের মন্তব্য ভেঙে বোঝালেন, যখন সম্পর্কে দ্বিতীয় ব্যক্তি ছেড়ে চলে যান, তখন দোষ তাঁর। যখন তৃতীয় ব্যক্তি ছেড়ে চলে যান, তখনও দোষ তাঁর। যখন চতুর্থ বা পঞ্চম ব্যক্তিও চলে যান, তখন তিনি বুঝে উঠতে পারেন না, যে দোষ আদপে তাঁদের, না সলমনের নিজের। ‘কোথাও গিয়ে তখন মনে প্রশ্ন জাগে ভুলটা বোধহয় নিজেরই ছিল, ভুল হয়তো আমারই ছিল’, দাবি করেন সলমন।
প্রসঙ্গত, সলমন খান এখন নিজের কাজ নিয়ে ব্যস্ত। একের পর এক খবরের জেরে বার-বার চর্চার কেন্দ্রে জায়গা করে নিচ্ছেন মাঝে মধ্যেই। পাশাপাশি বিগবস রিয়্যালিটি শো নিয়েও ব্যস্ত তিনি। সম্প্রতি তিনি ‘সিংহম এগেইন’ ছবি নিয়ে ব্যস্ত। এরপরই হাত দেবেন ‘সিকন্দর’ ছবির কাজে।