ঐশ্বর্যকে নিয়ে প্রকাশ্যে অভিষেক এই কথাগুলো বলছেন? ভিডিয়ো দেখে অবাক সকলে…
Relationship: অভিষেককে বলতে শোনা যাচ্ছে, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার ঐশ্বর্যর ডিভোর্স হয়েছে।’ এ নিয়ে যখন চারিদিক সরগরম তখনই প্রকাশ পেল সত্য! যা জানতে পেতে রীতিমতো আঁতকে উঠবেন আপনি। ভাববেন, “এমনটাও সম্ভব? বিচ্ছেদের খবরে মান্যতা অভিষেকের?”
বিগত বেশ কিছু মাস ধরেই বলিপাড়ায় খবর, সম্পর্ক নাকি ভাঙছে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের। এও শোনা যাচ্ছে এই মুহূর্তে মায়ের কাছেই আছেন বিশ্বসুন্দরী, সঙ্গে রয়েছেন তাঁর মেয়ে আরাধ্যা। এ সব নিয়েই যখন আলোচনা তুঙ্গে তখন একটি ভিডিয়ো ভাইরাল হতে দেখা গিয়েছিল। যে ভিডিয়োতে প্রকাশ্যে আসে অভিষেক বচ্চন স্বীকার করেই নিয়েছেন, এই জুলাই মাসে নাকি তাঁর বিচ্ছেদ হয়েছে। তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার ঐশ্বর্যর ডিভোর্স হয়েছে।’ এ নিয়ে যখন চারিদিক সরগরম তখনই প্রকাশ পেল সত্য! যা জানতে পেতে রীতিমতো আঁতকে উঠবেন আপনি। ভাববেন, “এমনটাও সম্ভব? বিচ্ছেদের খবরে মান্যতা অভিষেকের?”
যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে তা আদপে ডিপ ফেক! এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অভিষেকের ওই ভিডিয়ো তৈরি করা হয়েছে। হুবহু তাঁর গলা বসিয়ে, তাঁর ছবি ব্যবহার করে এমনভাবে ওই ভিডিয়ো তৈরি করা হয়েছে যে এক ঝলক দেখলে আপনি সত্যিই বিশ্বাস করবেন যে অভিষেকই তা বলছে। তবে সত্যি অভিষেক তাঁর স্ত্রীকে নিয়ে ঠিক কী বলতে চান, তা এক কথায় স্পষ্ট হয়ে গেল এবার। বিচ্ছেদ কিংবা দূরত্ব নয়, বরং অভিষেক যা বললেন, তা শুনে রীতিমতো চমকে উঠলেন সকলে।
সম্প্রতি এক ভিডিয়ো ভাইরাল, যেখানে জুনিয়ার বচ্চন, স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ। বললেন, ”আমার স্ত্রী সকলের থেকে আলাদা। ও আমার জন্য ভীষণ বড় সাপোর্ট। আমি ভীষণ লাকি, আমার গোটা পরিবারের এটা সৌভাগ্য। ঐশ্বর্যের মতো একজন জীবনসঙ্গী পাওয়ার উপকারিতা হল, সেও এই একই ইন্ডাস্ট্রির অংশ। আমার থেকে বেশি সময় ধরে এই কাজ ঐশ্বর্য করছেন। এই সবটার মধ্যে দিয়েও ও গিয়েছে। যদি খুব একটা চ্যালেঞ্জিং দিন কাটিয়ে আপনি বাড়ি ফেরেন, তবে যদি আপনার পাশে এমন একজন থাকেন, যিনি এই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন, তিনি বুঝবেন। সেই মুহূর্তে হয়তো মনে হচ্ছে একা থাকাতে চাই, নিজের মতো করে সময় কাটাতে চাই, সে সেটা বুঝবে। অভিনেত্রী হিসেবে নয়, আসলে এই পরিস্থিতিগুলো দিয়ে তো ও গিয়েছে, ওর বিষয়টা , যে এখন ওকে একা দিতে হবে। পার্টানার হিসেবে আমরা একে অন্যের পাশে থাকি এভাবেই।”