টাবুর সঙ্গে নাগার্জুনের পরকীয়া? মুখ খুলেছেন নাগার্জুনের স্ত্রী
নাগার্জুনের সঙ্গে প্রেম পরিণতি পায়নি বলে একটা সময়ে নাকি ভেঙে পড়েছিলেন টাবু। আবার বলিউডে অজয় দেবগণ এই নায়িকার বহু পুরোনো বন্ধু। অজয় আর টাবু তাঁদের বন্ধুত্ব কোনওদিন গোপন করেননি। অজয় যে টাবুকে ভীষণ কাছের মনে করেন, তা বারংবার প্রমাণিত হয়েছে নায়কের কথা থেকেই। অনেকে এই সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলেন। তবে অজয় বিয়ে করেছেন কাজলকে।

নয়ের দশকে নাগার্জুন আক্কিনেনির সঙ্গে টাবুর প্রেমের খবর নিয়ে বেজায় শোরগোল ছিল দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রিতে। সেই সময়ে দক্ষিণী ছবিতে পরপর কাজ করছিলেন টাবু। একটা ছবির শুটিং ফ্লোর থেকেই নাগার্জুনের সঙ্গে টাবুর ঘনিষ্ঠতা বাড়ে বলে শোনা যায়। টাবুর তরফে প্রেম এত গভীর হয়ে গিয়েছিল, তিনি নাকি নাগার্জুনকে বিয়ে করতে চেয়েছিলেন। নাগার্জুন তখন অমলার স্বামী। সেই বিয়ে ভেঙে বেরিয়ে নাগার্জুন কবে টাবুকে বিয়ে করবেন, সেই অপেক্ষায় অভিনেত্রী কাটিয়েছেন বছরের পর বছর, এমন কথাও শোনা যায়। তবে নাগার্জুনের বিয়ে ভাঙেনি। টাবুর সঙ্গেও তাঁর সংসার হয়নি।
অমলা পরবর্তীকালে নাগার্জুন আর টাবুর সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। অমলা স্পষ্ট করে দিয়েছেন এমন গুজবকে তিনি মোটেই পাত্তা দেন না। পরিবারের মধ্যেও তিনি কোনও নেগেটিভিটি ঢুকতে দেন না। তাঁর বাড়ি-পরিবারকে পবিত্র মনে করেন। অমলা এ কথাও বলেন, টাবু তাঁদের পারিবারিক বন্ধু। হায়দরাবাদে থাকলে, তাঁদের বাড়িতে থাকেন। টাবুও একটা সাক্ষাত্কারে জানিয়েছেন, নাগার্জুনের সঙ্গে তাঁর সম্পর্ক ভীষণ স্পেশ্যাল। সম্প্রতি নাগার্জুন আর তাঁর স্ত্রীর বিয়ের ৩৩ বছর সম্পূর্ণ হয়েছে।
নাগার্জুনের সঙ্গে প্রেম পরিণতি পায়নি বলে একটা সময়ে নাকি ভেঙে পড়েছিলেন টাবু। আবার বলিউডে অজয় দেবগণ এই নায়িকার বহু পুরোনো বন্ধু। অজয় আর টাবু তাঁদের বন্ধুত্ব কোনওদিন গোপন করেননি। অজয় যে টাবুকে ভীষণ কাছের মনে করেন, তা বারংবার প্রমাণিত হয়েছে নায়কের কথা থেকেই। অনেকে এই সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলেন। তবে অজয় বিয়ে করেছেন কাজলকে।
