WITT 2025: সিনেমার সাফল্যের নেপথ্যে থাকেন কারা? তথ্য ফাঁস অমিত সাধ ও জিম সরভের

আকাশ মিশ্র |

Mar 29, 2025 | 1:26 AM

শুরু হয়েছে TV9 নেটওয়ার্কের মেগা কনক্লেভ ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’-এর তৃতীয় সংস্করণ। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির ভারত মণ্ডপমে এই দুই দিনের অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে।

WITT 2025: সিনেমার সাফল্যের নেপথ্যে থাকেন কারা? তথ্য ফাঁস অমিত সাধ ও জিম সরভের

Follow Us

শুরু হয়েছে TV9 নেটওয়ার্কের মেগা কনক্লেভ ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’-এর তৃতীয় সংস্করণ। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির ভারত মণ্ডপমে এই দুই দিনের অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। শুক্রবার প্রথম দিনে টিভি ৯ নেটওয়ার্কে এই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন বলিউডের দুই জনপ্রিয় অভিনেতা জিম সরভ এবং অমিত সাধ।

বলিউডে নতুন হলেও, খুব অল্প সময়ের মধ্যেই নিজেদের অসাধারণ অভিনয়ে দর্শকদের মন কেড়ে নিয়েছেন অমিত সাধ ও জিম সরভ। ফুকরে ২ ছবি থেকেই সিনেমার জগতে পা দেন অমিত। অন্যদিকে জিম সরভের ঝুলিতে নীরজা, রাবতা, পদ্মাবত, সঞ্জুর মতো একাধিক বলিউডের সুপারহিট ছবি। দুজনেই ছোটবেলা থেকে চেয়েছিলেন অভিনয় জগতে আসতে। মুম্বই এসে সেই স্বপ্ন পূরণ। TV9 নেটওয়ার্কের মেগা কনক্লেভ ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’র মঞ্চে এই দুই অভিনেতা প্রশ্ন করা হল, যে একটি ছবি সুপারহিট হওয়ার নেপথ্যে কার সবচেয়ে বেশি অবদান থাকে? বেশ মজা করেই এর উত্তর দিলেন অমিত ও জিম।

এই দুই অভিনেতাই জানালেন, এই প্রশ্নের উত্তর দেওয়া বেশ কঠিন। কারণ নাম নিতে হলে পুরো সন্ধ্যা চলে যাবে। কারণ একটা ছবির সাফল্যের পিছনে থাকে পুরো টিম। যখন একটা সিনেমার শুটিং শুরু হয়, তখন ছবির গোটা টিম সেটাকে আকার দিতে থাকে। তখন ভাবা হয় না, ছবির নায়ক, নায়িকা বা নির্দিষ্ট কারও কথা। পুরো ছবিটাই সবার কাছে সমান। তাই সাফল্যটা পুরোটাই ছবির টিমের। নির্দিষ্ট কারও বা কোনও অংশের নয়।

Next Article