Yami Gautam at WITT 2025: বলিউডে কি রাজনীতির রং লেগেছে?

আকাশ মিশ্র |

Mar 29, 2025 | 12:57 AM

শুরু হয়েছে TV9 নেটওয়ার্কের মেগা কনক্লেভ ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’-এর তৃতীয় সংস্করণ। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Yami Gautam at WITT 2025: বলিউডে কি রাজনীতির রং লেগেছে?

Follow Us

শুরু হয়েছে TV9 নেটওয়ার্কের মেগা কনক্লেভ ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’-এর তৃতীয় সংস্করণ। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির ভারত মণ্ডপমে এই দুই দিনের অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। শুক্রবার প্রথম দিনে টিভি ৯ নেটওয়ার্কে এই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম।

বলিউডে বহুদিন হয়ে গেল ইয়ামি গৌতমের। বহু ছবিও করে ফেলেছেন তিনি। তাঁর ঝুলিতে হিটের সংখ্য়াও প্রচুর। তবুও সিনেমার বাছাই করার ব্যাপারে বেশ খুঁতখুঁতে তিনি। এ বিষয়ে গল্পের উপরই জোর দেন ইয়ামি। চরিত্র বলিষ্ঠ না হলে, সেই ছবিতে সই করেন না। তার জলজ্য়ান্ত প্রমাণ আর্টিক্য়াল ৩৭০। এই ছবিতে ইয়ামির অভিনয় প্রশংসিত হয়েছে সব মহলে। সেই সিনেমার সূত্র ধরেই ইয়ামিকে প্রশ্ন, বলিউডে কি রাজনীতির রং লেগেছে অর্থাৎ বলিউডের একাংশ কি নির্দিষ্ট রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত?

TV9 নেটওয়ার্কের মেগা কনক্লেভ ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’-এর মঞ্চে এই প্রশ্নের জবাব দিতে গিয়ে কোনও ভনিতা করলেন না ইয়ামি। তিনি স্পষ্ট বললেন, প্রত্য়েকের নিজস্ব নিজস্ব রাজনৈতিক চেতনা রয়েছে। এটা তাঁর ব্যক্তিগত বিষয়। আমি মনে করি, অভিনেত্রী হওয়ার পাশাপাশি আমি এই দেশের নাগরিকও। তবে সিনেমা করার সময় আমি একেবারে নিরপেক্ষ থেকেই অভিনয়। চরিত্রের জন্য যেটা প্রয়োজন সেটাই করি। আর্টিক্য়াল ৩৭০ ছবিতেও সেটাই করেছিলাম।