রামমন্দিরের কাছে বিরাট মাপের জমি কিনলেন অমিতাভ! দাম জানেন?
২৫ বর্গফুটের এই জমিটি একেবারে সরযূ নদীর তীরে। যেখানে রয়েছে সরযূ নামের একটি বিলাসবহুল আবাসনও। সেখানে বিগ বি বিনিয়োগ করেছেন প্রায় ১৪.৫০ কোটি টাকা।

এই নিয়ে চতুর্থবার। হ্য়াঁ, অমিতাভ এই নিয়ে অযোধ্যায় চারটি জমি কিনলেন। অযোধ্যা যে তাঁর প্রিয়স্থান, তা আগেই খোলাখুলি জানিয়ে ছিলেন। রাম জন্মভূমির প্রতি এত ভালবাসা স্পষ্ট করতেই যেন ফের জমি কিনে ফেললেন বিগ বি। তাও আবার রামমন্দির থেকে ঢিল ছোঁড়া দূরত্বে।
তথ্য বলছে, ২৫ বর্গফুটের এই জমিটি একেবারে সরযূ নদীর তীরে। যেখানে রয়েছে সরযূ নামের একটি বিলাসবহুল আবাসনও। সেখানে বিগ বি বিনিয়োগ করেছেন প্রায় ১৪.৫০ কোটি টাকা। গত বছর জানুয়ারি মাসে ৫.৫৪ কোটি টাকা দিয়ে ৫৩৭২ বর্গফুটের একটি জমি কিনেছিলেন অমিতাভ। এবার যেটি কিনলেন তার দাম ৪০ কোটি টাকা।
জানা গিয়েছে, এর আগে অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চনের ট্রাস্টের নামেও অযোধ্যায় রয়েছে আরেকটি জমি। যার মাপ ৫৪ হাজার বর্গফুট। তবে নতুন এই জমি নিয়ে বিগ বি করবেন, তা এখনও স্পষ্ট নয়।
