বিজ্ঞাপনের বিলবোর্ডে শাহরুখ-অভিষেক, ছবি দেখেই চট করে কলম ধরলেন বিগ বি, কী লিখলেন?
বিজ্ঞাপনের কারণেই বিলবোর্ডের ফ্রেমে পাশাপাশি দেখা গিয়েছে, বলিউড বাদশা ও জুনিয়ার বচ্চনকে। আর সেই বিলবোর্ড চোখে পড়তেই নড়েচড়ে বসলেন অমিতাভ। টুক করে সোশাল মিডিয়ায় নিজের ঢঙে লিখে ফেললেন... বড়ে বড়ে লোগ!

মুম্বই শহর জুড়ে বিশাল মাপের বিলবোর্ড। আর সেই বিল বোর্ডে নজর কাড়ছেন অভিষেক বচ্চন ও শাহরুখ খান। এক বিজ্ঞাপনের কারণেই বিলবোর্ডের ফ্রেমে পাশাপাশি দেখা গিয়েছে, বলিউড বাদশা ও জুনিয়ার বচ্চনকে। আর সেই বিলবোর্ড চোখে পড়তেই নড়েচড়ে বসলেন অমিতাভ। টুক করে সোশাল মিডিয়ায় নিজের ঢঙে লিখে ফেললেন… বড়ে বড়ে লোগ!
ব্যাপারটা একটু বিশদে বলা যাক। সম্প্রতি এক্স প্রোফাইলে অমিতাভ বচ্চন, কয়েকটা ছবি সহযোগে একটা পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে, শাহরুখ ও অভিষেকের ছবি ব্যবহার করে একটা বিজ্ঞাপনের বিলবোর্ড। আর আরেক ছবিতে অমিতাভও রয়েছেন। এমনই তিনটে ছবি দিয়ে এক্স প্রোফাইলে বিগ বি লিখলেন, ”বড় বড় লোকের সঙ্গে আমারও পোস্টার রয়েছে। ভাবা যায়…।”
T 5566 – बड़े बड़े लोगों के साथ, poster पे, अपुन का भी photo छपता है !! मालूम ! हैं !!!! pic.twitter.com/GkatvciW2W
— Amitabh Bachchan (@SrBachchan) November 16, 2025
সোশাল মিডিয়ায় সব সময়ই দারুণ অ্য়াক্টিভ অমিতাভ। আশপাশে চলা নানা ঘটনাতে কৌতুকের রস মিশিয়ে মাঝে মধ্যেই দারুণ সব পোস্ট করেন অমিতাভ। কখনও আবার শুধুই নম্বর লিখে, ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন। তবে এবার শাহরুখ, অভিষেকের সঙ্গে নিজের ছবি পোস্ট করে এমন লেখায়, অমিতাভ বুঝিয়ে দিলেন, তিনি সত্য়িই বলিউডের দিলদার শহেনশাহ। অমিতাভের এই পোস্ট দেখে আপ্লুত বিগ বি অনুরাগীরা।
