‘বরফ গলছে, শরীরে রক্ত ফিরে আসছে’, ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অ্যাঞ্জেলিনা জোলি

utsha hazra |

Feb 02, 2021 | 6:10 PM

জ্যোলি এবং প্রিটের আলাপ ২০০৪ সালে। মিস্টার এবং মিসেস স্মিথের সেটে। দশ বছর চলেছিলেন তাঁদের প্রেমপর্ব। ২০১৪ সালে বিয়ে করেন তাঁরা।

বরফ গলছে, শরীরে রক্ত ফিরে আসছে, ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অ্যাঞ্জেলিনা জোলি
যখন সব ঠিক ছিল

Follow Us

হলিউডে ভালবাসার উদাহরণ তৈরি করেছিলেন ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি। ২০১৬তে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। এ বার ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অ্যাঞ্জেলিনা। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, বিচ্ছেদের পরের কয়েকটি বছর তাঁর জন্য সহজ ছিল না। যদিও বর্তমানে ‘হ্যাপি স্টেজে’ আছেন তিনি।

অ্যাঞ্জেলিনার কথায়, “জানি না। এই বছরগুলো কঠিন ছিল। পরিবারকে হিল করতেই সময় কেটে যাচ্ছে। ধীরে ধীরে বরফ গলছে। শরীরে রক্ত ফিরে আসছে।” ছেলেমেয়েদের নিয়ে বর্তমানে প্রয়াত চলচ্চিত্র প্রযোজক সেসিল বি. ডামিলের বাড়িতে থাকেন তিনি। সেখান থেকে ব্র্যাড পিটের দূরত্ব খুব একটা দূরে নয়। জোলি সাক্ষাৎকারে জানান, তিনি চেয়েছিলেন তাঁর সন্তানদের বাবা অর্থাৎ ব্র্যাড পিটের বাড়ির কাছেই যাতে তাঁর নতুন বাড়ি হয় সে কথা মাথায় রেখেই সেসিল বি’র বাড়িতে থাকার সিদ্ধান্ত তাঁর।

আরও পড়ুন:এক ছবিতে শাহরুখ-সলমন, ফিরছে কিং-ভাইজান ক্যারিশ্মা

এর আগে কে সাক্ষাৎকারে অ্যাঞ্জেলিনা বলেছিলেন, পরিবারের ভাল’র জন্যই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। বিচ্ছেদ নিয়ে প্রথমে মুখ খোলেননি কেউ-ই। তাঁদের সম্পর্ক নিয়ে চলেছিল বিস্তর কাটাছেঁড়া। সেই প্রসঙ্গে অ্যাঞ্জলিনা জানিয়েছিলেন, “আমার নিস্তব্ধতার সুযোগ নিয়েছিলেন কেউ কেউ। আমার সন্তানেরা মিডিয়ায় তাঁদের সম্পর্কে মিথ্যা রটনা দেখেছিল। আমি ওদেরকে বলেছিলাম ওরা জানে সত্যিটা কী। ওরা ছয় জন সাহসী, খুব ফেশ, ইয়ং পিপল’।

জ্যোলি এবং প্রিটের আলাপ ২০০৪ সালে। মিস্টার এবং মিসেস স্মিথের সেটে। দশ বছর চলেছিলেন তাঁদের প্রেমপর্ব। ২০১৪ সালে বিয়ে করেন তাঁরা। কিন্তু মাত্র দু’বছরের মধ্যেই সম্পর্কে ধরে চিড়। ২০১৬তে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের।

আরও পড়ুন:অনুভবের ছবিতে ‘জোশুয়া’ আয়ুষ্মান খুরানার ফার্স্ট লুক!

Next Article